একটি মোমবাতি কি জালানো যেত না কিংবা দেওয়া যেতনা কি একটি ফুল?

গত ২৫শে ফেব্রুয়ারির ঘটনার পরে বের হয়ে এইমাত্র প্রথম বারের মত নিজের রুমে ফিরলাম, মাঝখানের এই দিন গুলি যেভাবে অতিবাহিত করেছি, যে সকল দৃশ্য দেখেছি সে সকল অনুভূতি ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমার নেই…

শুধু একটি আবেদন বা আক্ষেপ…আমরা কি নিহতদের প্রতি প্রথম থেকেই অকৃত্রিম ভাবে শ্রদ্ধা জানাতে পারতাম না? সমবেদনা যানাতে পারতাম না তাদের কাছের মানুষদেরকে?
এখনও কি আমরা পারিনা কোন নির্দিস্ট স্থানে সবাই একটি করে মোমবাতি জ্বালিয়ে বা একটি ফুল দিয়ে তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা প্রদর্শন করতে?

১,০০৬ বার দেখা হয়েছে

৩ টি মন্তব্য : “একটি মোমবাতি কি জালানো যেত না কিংবা দেওয়া যেতনা কি একটি ফুল?”

  1. ভাইয়া ব্লগটা কিন্তু কালো চাদরে ঢেকে গেছে....... মোমবাতি'র আলোর থেকে এই কালো অন্ধকার অনেক বেশী শক্তিশালী...... তাই আমি বলব মোমবাতি নয়, তাদের শ্রদ্ধা জানিয়ে আমরা এভাবেই শোক প্রকাশ করেছি

    জবাব দিন

মওন্তব্য করুন : সিউল ( ১৯৯৮-২০০৪)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।