সাময়িক পোস্টঃ প্রেডিকশন গেমে নক আউট পর্বের স্কোরিং

নক আউট সেকশনের পয়েন্ট ক্যালকুলেশনঃ

মূল স্কোরিং গ্রুপ পর্বের মতই হবে। খেলা পেনাল্টিতে গড়ালে নিচের নিয়মগুলো কার্যকর হবেঃ

* পেনাল্টি সহ মোট গোল সংখ্যার জন্য আগের নিয়মেই বোনাস।
* ১২০ মিনিটে ড্র সঠিক ভাবে প্রেডিক্ট করলে কিন্তু পেনাল্টি রেজাল্ট ভুল করলে ড্র পেডিক্ট এর পয়েন্ট পাওয়া যাবে।
* ১২০ মিনিটে সঠিক গোল সংখ্যাসহ ড্র প্রেডিক্ট কিন্তু পেনাল্টি রেজাল্ট ভুল করলে ড্র প্রেডিক্ট এর পয়েন্ট সহ সঠিক গোল সংখ্যার বোনাস পাওয়া যাবে।
* ড্র প্রেডিক্ট করে পেনাল্টিতে সঠিক জয় প্রেডিক্ট করলে মোট গোল ব্যবধান প্রেডিক্ট করলে গোল ব্যবধানের বোনাস পাওয়া যাবে।

১,৭৮৮ বার দেখা হয়েছে

৩৮ টি মন্তব্য : “সাময়িক পোস্টঃ প্রেডিকশন গেমে নক আউট পর্বের স্কোরিং”

  1. জুনায়েদ কবীর (৯৫-০১)

    ক্লিয়ার হল না... পড়ে আমি যা বুঝলাম তা হল ১২০ মিনিট খেলা হবার পর গোল সংখ্যাসহ সঠিক ড্র প্রেডিক্ট করতে পারলে ১২ পয়েন্ট পাওয়া যাবে। (ড্র- ৬, দুই দলের গোল সংখ্যা ২+২, গোলের ব্যবধান ২)।

    তাহলে টাইব্রেকারের রেজাল্ট/গোল সংখ্যা প্রেডিকশনের জন্য কি আলাদা পয়েন্ট??


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  2. জুনায়েদ কবীর (৯৫-০১)

    এবার বল- কেউ যদি গতকালের প্রেডিকশন কাঁটায় কাঁটায় ঠিক করত অর্থাৎ ব্রাজিল ১ (৩) - চিলি ১ (২), সে মোট কত পয়েন্ট পেত? (সম্পাদিত)


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  3. জুনায়েদ কবীর (৯৫-০১)

    রোজা আসছে বলে চ্যাটরুম বন্ধ। তোর মত পাপীষ্ঠ গালিগালাজ করে যেন পাপ না করতে পারে এজন্য বন্ধ রাখা হইছে... :grr: 😛


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  4. জুনায়েদ কবীর (৯৫-০১)

    এই ফ্রান্স জার্মানি কাছে ত হারবেই আলজেরিয়ার কাছেও হারবে... ফালতু ফুটবল! 😡
    বেঞ্জেমা দুই দিন ভাল খেলে ফর্মে ফিরছে... x-(
    এটাই রিয়েলের রিয়েল বেঞ্জেমা... ~x(


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন

মওন্তব্য করুন : জুনায়েদ কবীর (৯৫-০১)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।