আর্জেন্টিনা বনাম বসনিয়াঃ চলমান আলোচনা

মেসির আর্জেন্টিনা আজ বিশ্বকাপ ২০১৪ এর প্রথম ম্যাচে মাঠে নামছে প্রথমবারের মত বিশ্বকাপ খেলতে আসা বসনিয়ার বিরুদ্ধে। চ্যাম্পিয়ন হবার জন্য অন্যতম ফেভারিট আর্জেন্টিনা এই ম্যাচে শক্তির বিচারে অনেক দূরই এগিয়ে, তবে এই বিশ্বকাপে এর মাঝেই আমরা কিছু চমক দেখে ফেলেছি। বসনিয়া কি আমাদের জন্য কোন চমক নিয়ে আসছে নাকি মেসি এবং আর্জেন্টিনা আজকের ম্যাচের মাধ্যমে তাদের শিরোপার দাবির পক্ষে শক্ত প্রমাণ উপস্থাপন করবে?

মূল একাদশঃ

arg lin

ট্যাকটিকাল লাইনআপ
arg tacbos tac

মেতে উঠুন আড্ডায় আর চোখ রাখুন খেলা চলাকালে বিভিন্ন পরিখংখ্যানের আপডেটের জন্য

৩,৫৩৫ বার দেখা হয়েছে

৪১ টি মন্তব্য : “আর্জেন্টিনা বনাম বসনিয়াঃ চলমান আলোচনা”

  1. মোকাব্বির (৯৮-০৪)

    বেগারত বসনিয়া। ফলইনে লেট। স্টাফ গোলপোস্ট টাচ এ্যান্ড ব্যাক করান! x-(


    \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
    অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

    জবাব দিন
  2. মোকাব্বির (৯৮-০৪)

    আর্জেন্টিনার গোল খায়া শুরু করতে হবে। তাইলে ঘুমানি সাপোর্টাররা একটু জাগবে! 😀


    \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
    অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

    জবাব দিন
  3. রায়েদ (২০০২-২০০৮)

    এই রকম ফালতু প্রথমার্ধের পর সাথে সাথে কারেন্ট গেছে। মেসি বেশি প্যাচাচ্ছে। রোমেরো তাও ভাল খেলছে। আমিতো বসনিয়ার ২ টা ধরে রাখছি আর আর্জেন্টিনার ৫টা। এখন তো দেখি গোল হওয়াই কষ্টকর।

    জবাব দিন
  4. আহসান আকাশ (৯৬-০২)

    আর্জেন্টিনা হতাশ করলো। তবে গ্রুপে আর কোন কঠিন ম্যাচ নেই, ইম্প্রুভ করার যথেষ্ট সময় পাবে।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  5. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    বাইরে ছিলাম। ফলে আড্ডা প্লাস খেলা মিস। ২-০ ধরেছিলাম, শেষপর্যন্ত ২-১। মেসির গোল নিয়ে অনেক আলোচনা হচ্ছে চ্যানেলে। দেখি আসলে কি জিনিস হলো।

    জবাব দিন
    • আহসান আকাশ (৯৬-০২)

      আর্জেন্টিকাকে অতিরিক্ত সম্মান দেখায় ফেলছিলাম তাই ৩-১ দিছিলাম। তবে যে রোমেরোর উপর ভর্সা করে বসনিয়ার ১ গোল ধরছিলাম সে কথা রাখছে :))


      আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
      আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

      জবাব দিন
  6. রায়হান (১৯৯৮-২০০৪)

    আমার আজকে আরেকটা খারাপ দিন গেল।
    সুইজারল্যান্ড ইনজুরি টাইমে গোল দিয়া আমার ১০ পয়েন্ট কেড়ে নিলো 😛
    আর্জেন্টিনা ম্যাচে ২-১ থাইকা শেষ মুহুর্তে ৩-১ করছিলাম। শেষে বলতেই হয় ---- আমরা কি এই আর্জেন্টিনা চেয়েছিলাম ???


    একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার,সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার

    জবাব দিন
    • মোকাব্বির (৯৮-০৪)

      এই খেললে মামুদের বিপদ আছে। ৩-১ ধরসিলাম। ভাবসিলাম স্টার স্ট্রাইকাররা উড়ায় ফালাইবো। ধুরো! 😕 x-(


      \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
      অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

      জবাব দিন
    • রায়েদ (২০০২-২০০৮)

      ভাই আপনার কষ্ট বুঝতেছি। সুইজারল্যান্ড আমারেও সেম প্যারা দিছে। আর্জেন্টিনার ডিফেন্ডার স্ট্রাইকার কেও কথা রাখেনি। ৫-২ দিছিলাম।

      আর্জেন্টিনা গত ২ বিশ্বকাপে গ্রুপ ম্যাচে ইউরোপের টীমকে যেইভাবে ভরছিল ওই কথা মনে করে দিসিলাম। এইবার মনে হয় ডিফারেন্ট কিছু হবে।

      জবাব দিন

মওন্তব্য করুন : রায়েদ (২০০২-২০০৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।