খিচুড়ি-৩

ক।
বেশ কিছুদিন পরে আজ সন্ধ্যায় ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম। তেমন কিছু না, প্রিমিয়ার ক্রিকেট লীগে সাকিব তামিমকে নিয়ে গড়া কোটি টাকার মোহামেডানকে করুন ভাবে (মাত্র ১০ উইকেটে) হারিয়েছে আবাহনী, সে উপলক্ষে একটু আনন্দ প্রকাশ আর সাথে হাল্কা একটু নুন ছিটানো। রিবিন ভাই এটা নিয়ে পোস্ট দেয়ার কথা বলার পর থেকেই মোহামেডান সমর্থকদের কাঁটা ঘায়ে আরেকটু লবন ছিটাতে একটা ব্লগ নামানোর চিন্তা মাথায় ঘুরছিল, কিন্তু একটু পরেই ফয়েজ ভাইয়ের কথায় বোধদয় হলো। “অন্যের দূরবস্থা নিয়া হাসাহাসি করা ঠিক না আকাশ। কানাকে কানা, খোড়া কে খোড়া বলিতে নাই, বলিলে তাহারা মনে ব্যথ্যা পায়।” তাই ঠিক করলাম, আর হাসাহাসি নয়, এবার মোহামেডানের সমর্থকদের একটু সহানুভূতি জানাই। এমনিতেই এরা ফুটবল, ক্রিকেট সব জায়গাতেই আজকাল সেকেন্ড পজিসনও নিশ্চিত করতে পারছে না, তার উপর আজকে আবার রেকর্ড পরিমান রান করে অল আউট হয়েছে। ৯৩, আবাহনীর বিপক্ষে এত কম রানে আগে কখনো অল আউট হয়নি তাদের মোহামেডান। অথচ তাদের ছিল লীগের সবচেয়ে দামী দুই খেলোয়ার, সাকিব আর তামিম। ম্যাচে তামিমের অবদান ১২ আর সাকিবের ০। আর আবাহনীর ছিল গত বছর ২য় বিভাগে খেলা পেসার আবুল হোসেন রাজু (৪ উইকেট) আর বুড়ো রফিক (৩টি) আর তাপস বৈশ্য (২টি)। আর আবাহনী এ রান তুলে নিয়েছে ১০ উইকেট হাতে রেখেই। এরকম দুঃখের দিনে তাই মোহামেডানের সমর্থকদের প্রতি কোন বিদ্রুপ নয়, খাঁটি সমবেদনা। আহারে বেচারা…

খ।
একটা সময় ছিল যখন বিভিন্ন ব্যাচের মধ্যে সিসিবিতে উপস্থিতি জানান দেবার একটা প্রতিযোগিতা ছিল। কোন ব্যাচের কত জন অন প্যারেড, সর্বোচ্চ মন্তব্যকারী ইত্যাদি ইত্যাদি। ফয়েজ ভাইয়ের এই পোস্টে এর কিছু নমুনা পাওয়া যাবে। এই রকম ঘটনার মধ্যে একদিন হঠাৎ দেখলাম ব্লগে অন প্যারেড আমি একা। সাথে সাথে প্রিন্ট স্ক্রীন নিয়ে সেভ করে রাখলাম তার প্রমান, প্রোফাইল পিকচার হিসেবেও ব্যবহার করেছিলাম সেটা বেশ কিছুদিন। সে সময় সেটাকে মনে হত একটা দূর্লভ অর্জন। কিন্তু গত কিছুদিন ধরে এ রকম ঘটনা এত বেশি রকম হচ্ছে যে মোটামোটি বিব্রতকর পর্যায়ে চলে গিয়েছে। দিনের অনেকটা সময় ধরেই আমি একা অন লাইনে থাকি। কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে, মনে হয় পুরো সিসিবিবাসী যুক্তি করে একসাথে শীত নিদ্রায় গিয়েছে। আগামী গরমের আগে আর নড়াচড়ার তেমন একটা সম্ভাবনা নেই। এখন দোয়ার উপরে আছি সেই গরম যেন তাড়াতাড়ি চলে আসে।

গ।
ব্লগে অন প্যারেড থাকলেও আমার নড়াচড়া খুব বেশি নাই। কারন গত এক সপ্তাহ ধরে সিসিবি রিভিশন দিচ্ছি। একদম প্রথম পাতা থেকে শুরু করেছি, আপাতত উলটো গুনে গুনে আপাতত ৯৪ পাতায় এসেছি। এ সময়টায় আমাকে কেউ খেয়াল করলে পাগলের লক্ষনগুলো সহজেই খুঁজে পেত, ব্লগ আর কমেন্ট পড়তে পড়তে হা হা করে হেসে উঠছি কখনো কখনো আবার কোন কোন লেখা পড়তে পড়তে চোখ ভিজে যাচ্ছে। সেই সাথে গত দু বছরের বেশি সময়ের কত স্মৃতি। আহা…

ঘ।
মোহামেডানের সমর্থকদের সহানুভূতি জানাতে সে নিজের অনুভূতিই বেশি বলা হয়ে যাচ্ছে, তাই আর কথা না বাড়াই ( সেগুলো দিয়ে আরেকটা পোস্ট নামিয়ে পোস্ট কাউন্ট বাড়িয়ে নেয়া যাবে ;)) ) আবারো গভীর সহানুভূতি। যাবার আগে একটা গান শোনাই। বেশ কিছুদিন ধরে অর্ণবের ‘রোদ বলেছে হবে’ এলবামের আমি যদি ডুইবা মরি গানটার মধ্যে আটকে গিয়েছি। যতক্ষন সময় পাচ্ছি শুনছি আর বাকি সময়ে নিজে থেকেই মাথার ভিতরে বেজে চলেছে। অথচ প্রথম যখন শুনেছিলাম তখন সেভাবে টানে নি গানটা, আর এখন পুরা ডুইবা আছি…

২,৯৬৫ বার দেখা হয়েছে

৪১ টি মন্তব্য : “খিচুড়ি-৩”

    • আহসান আকাশ (৯৬-০২)

      ফরাশগঞ্জের কাছে মোহামেডানও কোপ খাইছে, ব্যাপার না। আর ক্রিকেটে তো কোপের উপরেই আছে। ৩৪০ কইরাও যে কোপটা সেদিন খাইলো, আহারে :grr:


      আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
      আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

      জবাব দিন
  1. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    ব্যাপার না আকাশ। মোহামেডান এখন শীতনিদ্রায় আছে। আর সাদা-কালোর সমর্থকরা কতো উদার দেখো, তোমার এই পোস্টেও 'লাইক' দাগাইছে!

    এই দিন দিন না..........


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  2. তানজিনা মেহেদী অমী (অতিথি)

    Ami CCB re keno missamu, CCB ki amare missay, na ki CCBian ra amare missai. Bipode bondhur porichoy, valluke koicilo upokothar golpe. Goto 9diner mohabipode ami CCBian der chinci. Princu sir, Malsingho vai, Jeetuppi, Kems vaia, Jorina, Rezu vabi, Kazi vabi, Zahid vai, millionaire tea-boy n business magnet charagach Lokivul ar amar bechara boro debor Mashfyu cara keo amare vala pay na. ami ar chera chule khopa badhar chesta korpo na....CCB thika ami chuchide khapooo :'(

    Off-topic: BUET er chudo vai gula to beshi bod; knock korle baka uthan dekhay :@

    ei blog er writer Akashdar proti ami etoi khipto je ami parle tare John Charnok er kolikatay nirbason ditam. tarpor o chuichide khawar age ita falaya gelam.

    Amar boro debor Mashfyu boro valo cele, Allah tare 29th BCS a FS noseeb koruk ar amare tar vabi daaker man-ijjot bojay rakhar toufik dik. Eto sheeter majhe o amar boro debor kuashay PT-parade kore ar eto kora mobile-internet nishedhaggar vetore o se goto 9 dine amar khoj khobor neway CCBian der majhe se 2nd. sadhe ki ar se amar boro debor+ college debor! 1st position a ace amar jamay. Er laigay koi GACHer chaite apon CCB te kicu nay.

    জবাব দিন
    • আহসান আকাশ (৯৬-০২)

      পড়াশুনা বাদ দিয়ে সিসিবিতে ঘুরাঘুরি করায় আপনাকে আমরন সুইসাইড না খাওয়ার দাবী জানাচ্ছি... বাকি কথা পরীক্ষা শেষ করেন, তারপর বলতেছি।


      আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
      আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

      জবাব দিন
    • ফয়েজ (৮৭-৯৩)

      কেস কি আকাশ, মাইয়া কান্দে ক্যান? কত কস্ট কইরা ইংরেজীতে টাইপ করছে, মনে এত দুঃখ ক্যান? আমার নামও দেখলাম মনে হইলো, কিন্তু ভালো কইলো নাকি গালি দিল বুঝবার পারলাম না। :-B

      আমিতো বিরাট টেনশনে পইড়া গেলাম, একে তো পিচ্চি মাইয়া, তার উপ্রে আরেক পিচকিরে বিয়া করছে, টেনশন তো ডাবল হই গেল 😕


      পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

      জবাব দিন
      • আহসান আকাশ (৯৬-০২)

        যা বুঝলাম তাতে উনি ছেড়া চুলে খোঁপা বাধা জনিত সমস্যা নিয়ে পেরেশানির মধ্যে আছে, তবে তার চুল ছেড়ার পিছনে পরীক্ষার চাপ না আমার বন্ধুটা দায়ী তা পরিষ্কার না।

        আর দায়ী আপনারে মনে হয় ভালই কইছে, তয় আমার উপ্রে খেইপা আছে 😕


        আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
        আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

        জবাব দিন
        • ফয়েজ (৮৭-৯৩)

          পরীক্ষার চাপ আর তোমার বন্ধুরে তো গালি দেয় নাই। বন্ধুরে ফার্স্ট ডিক্লেয়ার করছে, এইখানে অবশ্য পার্সিয়ালটি করছে, আমি শিওর। আর নিজের জামাই তো খোজ নিবই, সবাই কি আর জামাইয়ের মত কইরা খোজ নিতে পারে, তুমিও কও।

          সিসিবিতে সুইসাইড খাইবো ক্যান? কিছু জানো নাকি? 😕


          পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

          জবাব দিন
  3. iye, mane, ami porikkha dite giye onek bagdhara shikhe feleci; BA er prosne o bagdhara lagaye uttor lekhar habit hoye gece. ar doinondin kotha-bartai to ohoroho bagdhara ese jacce 🙁

    CHERA CHULE KHOPA BADHA ekta bohol procholito bagdhara. er ortho holo porke apon korar britha chesta. CCBianra to amare por vabe, tai choukher aral hoilei moner aral hoye jai....vaaaaa..... :'(

    জবাব দিন
    • আহসান আকাশ (৯৬-০২)

      এইটা পুরা ঝাল বিহিন খিচুড়ি, আবাহনী পার্টির জন্য মিঠা আর মোহামেডান পার্টির জন্য বেশি না, হালকা তিতা টেস্টের খিচুড়ি... এই দুই টেস্টের চিপায় পইড়া বাকি টক ঝাল একটু কম হইছে... সামনে আবার টেস্ট ফিরে আসবে আশা করি... 🙂


      আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
      আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

      জবাব দিন

মওন্তব্য করুন : আহসান আকাশ (৯৬ - ০২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।