খিচুড়ি-১

(যারা পোস্টের নাম দেখে ভাবছেন বৃষ্টির দিনে হয়ত খিচুড়ি খাবার দাওয়াত দিচ্ছি তাহলে দুঃখিত। সাপ্তাহিক বিরতিতে লেখা দেবার সুযোগ আর মনে হয় হবে না, তাই সাপ্তাহিক নামে লেখা চালানো সম্ভব হচ্ছে না, এদিকে পোস্ট দিতে গিয়ে শিরোনাম সঙ্কটে পড়েছি। আমার পোস্টগুলোতে সব টপিক যেভাবে খিচুড়ি পাকিয়ে যায়, তাতে এর থেকে ভাল আর নাম খুঁজে পেলাম না, এ নামেই সিরিজ চালু করে দিলাম। খিচুড়িতে তেল নুন ঝাল কম বেশি হলে জানাবেন, পরবর্তী রান্না তাহলে আরো ভাল হবে)

ক। আজকে সিসিবি’র জন্মদিন হলেও এটা জন্মদিন বিষয়ক কোন পোস্ট না। তারপরো শুভ জন্মদিন। আজকে সারাদিনের অসুস্থ প্রতিযোগিতার মাধ্যমে সুস্থতা অর্জন করেই ফ্রিজ থেকে একটা মিষ্টি খেতে থুক্কু একটা পোস্ট দিতে ইচ্ছে হলো… তাই এই সামান্য প্যাচাল।

খ। ছোটবেলা থেকে একটা কৌতুক শুনে আসছি। কৌতুকের নাম ফুট্টুশ। নাম শুনেই হয়তো সিসিবির অধিকাংশ পাঠকই হয়তো কমন পড়ে গিয়েছে, যাদের পড়েনি তাদেরও হয়তো হাল্কা একটু প্রিভিও দিলে মনে পড়বে। এক লোকের বেশি বয়সে এক ছেলে হলো, নাম রাখলো ফুট্টুশ। এই ধরনের নামের কারন জানতে চাইলে তিনি বলেন যে ইচ্ছা তো ছিল না, কিন্তু অন্তিম মুহুর্তে হেলমেট (!) ফুটো হয়ে যাবার কারনেই তার এই অসময়ে সন্তান লাভ। সে জন্যই ছেলের নাম রেখেছে ফুট্টুশ। পুরাতন এই কৌতুক নতুন করে মনে পড়লো উইকিলিকস এর জুলিয়ান এসেঞ্জের অপরাধের কাহিনি পড়ার পরে। ফেসবুকে রাশেদের(৯৯-০৫) শেয়ার করা এই লিঙ্ক থেকেই জানতে পারলাম তার কেলেঙ্কারির বৃত্তান্ত। আজ আবার দেখলাম এর জন্য আবার সাত দিনের রিমান্ডেও নেয়া হয়েছে তাকে। সত্যিই সেলুকাস, কি বিচিত্র এই… কী জানি।

গ। নিউজিল্যান্ড ক্রিকেট টিমটাকে ছোট বেলা থেকেই ভালো লাগতো, কোন সুপার স্টার ছাড়াই দারুন ফাইটিং স্প্রিটের একটা দল। কিন্তু গত বাংলা ওয়াশের সময় থেকেই ওদেরকে আর দেখতে পারি না। নিউজিল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ, এই দুই দল হল টার্গেট, যে ফর্ম এরা দেখাচ্ছে তাতে অদূর ভবিষ্যতে বাংলাদেশ র‍্যাঙ্কিংয়ে এদের টপকে যেতে পারবে মনে হয়। গতকালের ম্যাচে ভাবছিলাম এবার মনে হয় ভেট্টোরির দল ম্যাচ একটা জিতেই গেল। শেষ ব্যাতিং পাওয়ার প্লেতেও ৪ ওভার পর্যন্ত ভালই ছিল। কিন্তু তার পর মিলস আর ম্যাকেই যে বোলিং শুরু করলো, আহা… সে এক দেখার মত দৃশ্য। যদিও পাঠানের ব্যাতিং দেখে বেশ পুলকিত হচ্ছিলাম, কিন্তু ভেট্টোরির চেহারা দেখে অদের জন্য একটু মায়াই লাগল। কতদিন হয়ে গেল একটা ম্যাচ জিতে না। সে সময়ই একটা চিন্তা মাথায় আসলো। এই রকম ভয়াবহ রকম রেজাল্ট যদি নিউজিল্যান্ডের না হয়ে এই উপমহাদেশের কোন দলের হতো!!! এতদিনে সব খেলোয়ারদের পরিবারের দেশ ছেড়ে ভেগে যাওয়া লাগতো, কারন কারো বাড়ি ঘরই আস্ত থাকতো না। নিউজিল্যান্ডারদের সহনশীলতার প্রতি শ্রদ্ধা। আশা করি এচাবেই ওরা সব সহ্য করতে করতে বাংলাদেশের পিছনে চলে আসবে।

ঘ। বছর খানেক আগে থেকেই ফেসবুকের ডান কোনায় চৌধুরী ইরাদ আহমেদ নামক এক লোকের ঢাকার মেয়র নির্বাচনের ভোট চাওয়ার বিজ্ঞাপন চোখে পড়ে, সাথে বেশ ভাল ভাল কথা। তার সম্পর্কে কোন কিছুই প্রায় জানতাম না। তবে কিছুদিন আগে তার এই ব্লগ সাইটের খোঁজ পেলাম। একটা মানুষ কতটা নিম্ন রূচির হতে পারে তা ওখানে না গেলে বোঝা যাবে না। রীতিমত অসুস্থ। (এই শুভ দিনে এর সাথে পরিচয় করিয়ে দেবার জন্য দুঃখিত)

ঙ। সিসিবি’র জন্মদিনটা আসলেই অনেক ভাল কাটল, একেবারে পুরোনো দিনের মত। সিসিবি’র পিছনের মানুষগুলোকে আজীবন ধন্যবাদ দিয়ে গেলেও শেষ হবে না, যদিও তারা ধন্যবাদের উর্ধে। তারপরো আবারো তাদেরকে ধন্যবাদ । আর সিসিবির জন্মদিন উপলক্ষ্যে আজ অনেক সেলিব্রেটিদেরই পায়ের ধূলো পড়েছিল ব্লগে, আশা করি তাদেরকে আরো নিয়মিত দেখা যাবে। সকল প্রকার বিখ্যাত, অখ্যাত, কুখ্যাত, নবীন, প্রবীন (কী বলেন কাইয়ূম ভাই) ইত্যাদি ইত্যাদি ব্লগারদের সুস্থ অসুস্থ অংশগ্রহনের মাধ্যমে সামনের বছরে আরো প্রানবন্ত হয়ে উঠবে সিসিবি… ইনশাল্লাহ (বাপরে, পুরা ভাষন দিয়া দিলাম তো)

চ। সবশেষে সমকালীন সিসিবিও ধারার ব্যতয় ঘটিয়ে এত বড় একটা পোস্ট দেয়ায় দুঃখ প্রকাশ করছে। ক্ষতিপূরন হিসেবে দুটো গান শুনতে দিলাম, আশা করি ভাল লাগবে…

১,৩১৭ বার দেখা হয়েছে

৪০ টি মন্তব্য : “খিচুড়ি-১”

  1. দিহান আহসান

    আকাশ ভাইয়া তোমার নাম্বার না থাকায় ফুন দিয়া দুইজনরে একসাথে শুভেচ্ছা দিতে পারলাম না বলে দুঃখিত। 🙁

    দেরীতে হলেও অনেক শুভ কামনা তোমাদের জন্য। 🙂
    ভালো থেকো।

    জবাব দিন
  2. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    বাংলালিংক আর এয়ারটেল- দুই টেলকোর যন্ত্রণায় সারাদিন সিসিবির জন্মদিন উৎসব মিস করছি! ছিঃ..... শেষে অবশ্য এক টেবিলে মুন্নী সাহা আর রুবাবাদৌলাকে নিয়ে দারুণ ডিনার...... :-B :-B :-B


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  3. তানভীর (০২-০৮)

    জুলিয়ান এসেঞ্জের একটা সতর্কবাণী পরলাম ,জটিইল কইছে ,

    The Cable Gate archive has been spread, along with significant material from the US and other countries to over 100,000 people in encrypted form. If something happens to us, the key parts will be released automatically. Further, the Cable Gate archives is in the hands of multiple news organisations. History will win. The world will be elevated to a better place. Will we survive? That depends on you
    জবাব দিন
  4. জুনায়েদ কবীর (৯৫-০১)

    ক। জন্মদিন বিষয়ক পোষ্ট না হওয়া স্বত্ত্বেও শুভ জন্মদিন বলার জন্য ছিঃ ছুঁড়ে দিলাম... :thumbdown:

    খ। ঐ কথাটা হইব 'সত্যিই সেলুকাস কি বিচিত্র এই প্রতিপক্ষ'... :-B
    (প্রতিটা বিতর্ক প্রতিযোগিতায় মাস্ট ডায়লগ ছিল... ;)) )

    গ। নিউজিল্যান্ড একটা ম্যাচ অন্ততঃ জিতলে খুশি হইতাম...তাইলে আমাদের পারফরমেন্স এর আপেক্ষিক গুরুত্ব বাড়ত...

    ঘ। বলার কিছু নাই...

    ঙ। 😀

    অটঃ
    ১। আশা করি নতুন বিয়া করার সাথে তোর পয়েন্ট 'খ' এর কোন সম্পর্ক নাই... O:-)

    ২। 'আমাকে আমার মতন থাকতে দাও' গানটা কার জন্য দিলি?
    i) আমাদের সবাইকে বললে, আচ্ছা যা- নতুন বিয়া নিয়া আর ফান করুম না...
    ii) 'অন্য' কাউকে বললে সেটা অট ১ এর সাথে সাংঘর্ষিক...

    প্রচন্ড অটঃ মাত্র ইনসেপশন দেখালাম...মাথা চক্করের মধ্যে আছে মনে হয়...যাই মিষ্টি খাইয়া দেখি ঠিক হয় নাকি...


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
    • আহসান আকাশ (৯৬-০২)

      ক। খারাপ কিছু তো না, শুভ জন্মদিনই তো... এর জন্যই ছিঃ !!! মানি না, মানবো না।
      খ। এইখানে কোন প্রতিপক্ষকে খুঁজে পাচ্ছিলাম না বলেই...
      গ। আমিও খানিকটা চাচ্ছিলাম, তাতে শেভাগকে একটু জবাব দেয়া যেত।
      ঘ। ...
      ঙ। 😀 😀

      বিয়া করার পর দেখি কিছু বলাই বিপদ হয়ে দাড়াইছে, সব কিছুর মধ্যেই ইনার মিনিং খুঁজে সবাই... খুব খারাপ ~x(

      সময় নিয়ে মনযোগ দিয়ে দেখবো বলে এখনো ইনসেপশন দেখা হলো না...

      অটঃ এই রকম বিশ্লেষণধর্মী বিশাল মন্তব্যের জন্য বিশাল একটা থ্যাঙ্কু 😀


      আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
      আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

      জবাব দিন
  5. তানভীর (৯৪-০০)

    আমাকে আমার মত থাকতে গাও- গানের শুরুটা আমার কাছে কেন যেন ভালো লাগেনি, কিন্তু মাঝামাঝি এসে অনেক ভালো লেগেছে (বিশেষ করে টানটা)। গানটা প্রথম যখন শুনি, তখন টানা অনেকবার শুনে গেছি। 🙂

    এত বড় একটা লেখায় ফুটবল খুঁজে পেলাম না। 🙁
    তোমার সাপ্তাহিক সবসময়ই মিস্‌ করি। 🙁

    বিয়ের জন্য বিলম্বিত শুভেচ্ছা জানিয়ে গেলাম আবারও। 🙂

    জবাব দিন
    • আহসান আকাশ (৯৬-০২)

      এ মৌসুমে এখন পর্যন্ত আমার ফুটবল জ্ঞান ইন্টারনেটের মধ্যেই সীমাবদ্ধ, এল ক্লাসিকো সহ মনে হয় ৩-৪ টা খেলা দেখা হয়েছে। আশা আছি এই সপ্তাহ থেকে খেলা দেখার সুযোগ হবে, তখন থেকে আবার ফুটবল নিয়ে ঝাপিয়ে পড়ব 🙂

      শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ, আর সাপ্তাহিক না হলেও খিচুড়ি আশা করি নিয়মিত থাকবে।


      আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
      আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

      জবাব দিন

মওন্তব্য করুন : দিহান আহসান

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।