ম্যানচেস্টার ডার্বি

ম্যাচঃ ম্যানচেস্টার ইউনাইটেড vs ম্যানচেস্টার সিটি
ভেন্যুঃ ওল্ড ট্রাফোর্ড
সময়ঃ সন্ধ্যা ৬ টা ৪৫ (১৮৪৫) বাংলাদেশ সময়

গত কয়েক দশক ধরে ম্যানচেস্টার ডার্বি ছিল নিছক মর্যাদার লড়াই, কিন্তু ম্যান সিটি মধ্যপ্রাচ্যের তেলের টাকায় বলিয়ান হবার পর থেকে এই ম্যাচ নতুন মাত্রা ধারন করেছে। বিশেষ করে এ মৌসুমে ম্যান সিটি এখনো পর্যন্ত শিরোপা লড়াইয়ে টিকে থাকায় এ ম্যাচ শুধু ম্যানচেস্টার এর শ্রেষ্ঠত্ব নির্ধারনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো ইংল্যান্ডের শ্রেষ্ঠত্ব নির্ধারনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

গত সপ্তাহে পয়েন্ট তালিকার সবচেয়ে নীচের দল উলভস এর কাছে হেরে ম্যান ইউ’র অপরাজিত যাত্রার অবসান হয়েছে, সে সুযোগে ম্যান সিটি ওয়েস্ট ব্রমকে হারিয়ে ম্যান ইউ’র সাথে পয়েন্ট ব্যবধান ৫ এ নামিয়ে নিয়ে এসেছে, যদিও তারা এক ম্যাচ বেশি খেলেছে। আজকের ম্যাচে ম্যান সিটির কাছে সুযোগ থাকছে ব্যবধান ২ এ নিয়ে আসার।

অন্যদিকে ম্যান ইউ আজকের ম্যাচ জিততে পারলে গত ম্যাচের হার নিতান্ত একটা অঘটন হিসেবেই প্রমান পাবে, শিরোপার দৌড়ে থাকা অন্য দলগুলোর কাছেও সে বার্তা পৌছে যাবে, তবে যদি তা না হয় তাহলে আর্সেনাল, ম্যান সিটি, চেলসি আরো আশাবাদি হয়ে উঠতে পারে, বিশেষ করে ম্যান ইউ এখনো চেলসির সাথে দুটো ম্যাচ খেলতে হবে।

টিম নিউজঃ
রিও ফার্ডিনান্ড এবং ক্রিস ইভান্স ইঞ্জুরিতে থাকায় ভিদিচ এর সাথে আজকে ম্যান ইউ এর রক্ষনভাগ সামাল দেবে ক্রিস স্মাইলিং। ম্যান সিটি’র নাইজেল ডে জং ফিট হবার সম্ভাবনা ৫০-৫০, না হলে তার জায়গায় জাবালেতা থাকবে আর এ বছরে মাঠে না নামা বেলোত্তেলিকে নামিয়ে চমক দেখাতে পারে মানচিনি।

সম্ভাব্য একাদশঃ
ম্যান ইউঃ ভ্যান ডার সার, রাফায়েল, ভিডিচ, স্মাইলিং, এভরা, নানি, ফ্লেচার, স্কোলস, গিগিস, রুনি, বারবাতভ।
ম্যান সিটিঃ জো হার্ট, বোটেং, কোলো ট্যুরে, কম্পানি, কারলভ, যাবালেতা, ব্যারি, মিলনার, ইয়া ইয়া ট্যুরে, তেভেজ।

এই আর্জেন্টাইন আর ব্রাজিলিয়ানের বোঝাপড়ার এখনো বাকি আছে

ফর্মঃ (শেষ ৫ ম্যাচ)
ম্যান ইউঃ ৪ জয়, ১ পরাজয়। (গোল ১৪-৬)
ম্যান সিটিঃ ২ জয়, ২ ড্র, ১ পরাজয়। (গোল ১০-৬)

হেড টু হেডঃ (শেষ ৫ ম্যাচ)
ম্যান ইউ ৩টিতে জয়ী, ম্যান সিটি ১টি এবং ১টি ম্যাচ ড্র।

ফ্যাক্টসঃ
> ম্যান সিটি গত ২৬ বারের মধ্যে মাত্র ১ বার ওল্ড ট্রাফোর্ডে ম্যাচ জিতেছে।
> প্রিমিয়ার লীগে ম্যান ইউ’র বিরুদ্ধে শেষ পাঁচ ম্যাচে ম্যান সিটি মাত্র একবার গোল করতে পেরেছে।
> ম্যান ইউ’র হোম রেকর্ড লীগ সেরা, সম্ভাব্য ৩৯ পয়েন্টের মধ্যে তাদের সংগ্রহ ৩৭।
> ২২ পয়েন্ট নিয়ে ম্যান সিটি’র এওয়ে রেকর্ড লীগে দ্বিতীয় সেরা (আর্সেনাল ২৫), অবশ্য গত তিন এওয়ে ম্যাচে তারা জয়ের দেখা পায়নি।
> কার্লোস তেভেজ যে ২৫ ম্যাচে গোল করেছে তার কোনটিতে ম্যান সিটি হারেনি (জিতেছে ২৩টিতে), আর তেভেজ তার পুরোনো দল ইউনাইটেডের বিপক্ষে ৬ ম্যাচে করেছে ৪ গোল।
> সর্বোচ্চ গোলদাতার দৌড়ে ১৯ গোল করে সবার আগে আছে বারতাতভ, ১৮ গোল করে ঠিক পিছনেই আছে তেভেজ।

গোল্ডেন বুটের লড়াই

প্রেডিকশনঃ
স্কাই স্পোর্টসঃ ১-১
বিবিসি পন্ডিত মার্ক লরেন্সনঃ ১-১

১,২১২ বার দেখা হয়েছে

১২ টি মন্তব্য : “ম্যানচেস্টার ডার্বি”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    টিম নিউজঃ
    ম্যান ইউঃ ভ্যান ডার সার, ও'শে, স্মাইলিং, ভিডিচ, এভরা, নানি, ফ্লেচার, স্কোলস,এন্ডারসন, গিগস, রুনি।

    ম্যান সিটিঃ হার্ট, রিচার্ড, কম্পানি, লেসকট, যাবালেতা, মিলনার, ব্যারি, সিলভা, ইয়াইয়া ট্যুরে, কোরলভ, টেভেজ।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন

মওন্তব্য করুন : আহসান আকাশ (৯৬ - ০২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।