সাময়িক পোস্টঃ ফেসবুক বন্ধ

বাংলাদেশ সরকার ফেসবুক ব্লক করে দিয়েছে। তো কেমন কাটছে সবার ফেসবুকবিহীন সময় ?

২,৫২৩ বার দেখা হয়েছে

৯৫ টি মন্তব্য : “সাময়িক পোস্টঃ ফেসবুক বন্ধ”

  1. কামরুলতপু (৯৬-০২)

    হাস্যকর। কাজে কর্মে পাকিস্তানিদের অনুসরণ আর কাঠমোল্লাদের খুশি করা কবে মাথায় ঘিলু হবে কে জানে। দেখলাম ফেসবুকে হাসিনা খালেদার বিকৃত ছবির জন্য একজনকে ধরছে। কবে থেকে আইন করবে হাসিনা খালেদার নাম মুখে আনার জন্য ডিসির পারমিশন লাগবে। হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রীরা সব

    জবাব দিন
  2. কিবরিয়া (২০০৩-২০০৯)

    বিকেল থেকে ফেসবুক'র জন্য অনেক চেষ্টা করতেছি, না পাইয়া খামখা ইন্টারনেট এক্সপ্লোরার ৮রে গাইলাইলাম, এখন দেখি এই কাহিনী। ডিজিটাল বাংলাদেশের ডি জি "টাল" হইয়্যা গেছে।

    @ সি সি বি মডারেটর, এইখানে একটা চ্যাট এ্যাপ্লিকেশন এ্যাড করা যায় না??!!


    যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
    জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
    - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

    জবাব দিন
    • আহসান আকাশ (৯৬-০২)

      এখানে অনেক আগে থেকেই চ্যাট এপ্লিকেশন আছে, ফেসবুক স্টাইলেই। হোম পেজের বামে 'চায়ের দোকান' এ ক্লিক করো


      আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
      আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

      জবাব দিন
    • রকিব (০১-০৭)

      সিসিবির চ্যাটরুম তো আছেই। হোমপেজের ডানে দেখো চায়ের দোকান লেখা একটা ট্যাব আছে। ঐটায় ক্লিক করে খানিকটা অপেক্ষা করলেই স্ক্রীনের একেবারে নিচে ডান কোনায় চ্যাট বক্স (অনেকটা ফেসবুক চ্যাটের মতো) ওপেন হয়। চেষ্টা করে দেখো।
      অফটপিকঃ ভাই তুমি/আপনি জুনিয়র না সিনিয়র বুঝতে পারছি না; ভালো হতো যদি কলেজে অবস্থানকাল নামটা ক্যাডেট নাম দিয়ে দিতেন প্রোফাইলে গিয়ে। 😀


      আমি তবু বলি:
      এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

      জবাব দিন
    • কামরুলতপু (৯৬-০২)

      @স্বপ্নবালক
      ভাইয়া আমরা এখানে সবাই নিজের নিজের নাম দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করি। সাথে কলেজের সময়কাল থাকার কারণে সবাইকে সহজেই আপন করে নেওয়া যায়। আশা করি চেঞ্জ করবেন।

      জবাব দিন
      • কিবরিয়া (২০০৩-২০০৯)

        স্যরি, স্যরি। এক্ষনি নাম ঠিক কইর‌্যা দিতাছি।
        আমি কিবরিয়া (২০০৩-২০০৯)
        সি সি আর।
        আর যে চ্যাট বক্স আছে অইটা কি কাম করে???? আমারটায় বিটলামো করে খালি।


        যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
        জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
        - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

        জবাব দিন
      • কিবরিয়া (২০০৩-২০০৯)

        :frontroll:
        মামুন ভাই, কবে থাইক্যা স্টাফের কাম পাইলেন????
        আর আমি মকড়া ক্যাডেট ছিলাম সারা জীবন, তাই ডজ রক্তে রক্তে... 😛 😛 😛


        যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
        জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
        - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

        জবাব দিন
      • মাসরুফ (১৯৯৭-২০০৩)

        হায় রে,কয়দিন আগে পাকি সরকারের উইকিপিডিয়া বন্ধ করা নিয়ে ইচ্ছা মত হাসাহাসি করতাম আর এখন আমাদের দেশে এই অবস্থা।

        গালি দেবার ভাষাও খুঁযে পাচ্ছিনা।

        জবাব দিন
        • আছিব (২০০০-২০০৬)

          কি আর করবেন বস......নবী-রাসুলের কার্টুন আগেই আঁকাইছে,সেটা নিয়ে বন্ধ করুক ঠিক আছে,তয় খালেদা-হাসিনার কার্টুনের জন্য বন্ধ করবে এটা মানতে পারতেছিনা x-( ~x(

          জবাব দিন
          • রায়হান আবীর (৯৯-০৫)
            নবী-রাসুলের কার্টুন আগেই আঁকাইছে,সেটা নিয়ে বন্ধ করুক ঠিক আছে

            সেইজন্যই তো বন্ধ করছে। এবং এইটা যেহেতু তোমার কাছে ঠিক মনে হচ্ছে, তাই বলি- তোমার পাকিমেন্টালিটির জন্য একরাশ মুগ্ধতা।

            জবাব দিন
              • মাসরুফ (১৯৯৭-২০০৩)

                ঠিক।আরো বাংলাদেশি আছে-এই যেমন আমি।এবং আমার কাছে মনে হইতেছে পাকিস্তানকে ফলো করে এই কাজ করাটা বাংলাদেশের ভাবমূর্তির জন্য ন্যাক্কারজনক।পাকিস্তান ফেসবুক আর উইকিপিডিয়া বন্ধ করছে দেখে আমি তাদের প্রস্তরযুগের মানসিকতা নিয়ে হাসাহাসি করছি-আর তার কয়েক দিন পরেই ঘৃণা আর লজ্জার সাথে আমাকে দেখতে হচ্ছে বাংলাদেশ সরকারও এই একই কাজ করছে।

                জবাব দিন
                • রায়হান আবীর (৯৯-০৫)

                  সরকার যতই ধূয়া দেক, আসল কারণ গত কয়েকদিনের ইসলামী ঐক্যজোটের সহ বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলের আন্দোলন। নবীর ছবি আকার ঘটনাকে কেন্দ্র করেই ফেসবুক বন্ধ হয়েছে।

                  অবশ্য "অনেক" মুসলমানের কাছে এইটা ঠিককাজ। নিজেকে পাকিবাসী মনে হইতেছে।

                  জবাব দিন
                • আছিব (২০০০-২০০৬)

                  ভাই,কট্টরপন্থী নাস্তিক আপনি বুঝি,কিন্তু আমার কথাটা আমি ক্লিয়ারলি বুঝাইতে পারিনাই,এটা আমার ব্যর্থতা
                  আমি বলতে চাচ্ছি যে,নবী-রাসুল দের ব্যংগ করার জন্য ফেসবুক বন্ধ করা একটা অজুহাত হতে পারে,কিন্তু রাজনীতিবিদ দের ব্যাংগ করলে ফেসবুক বন্ধ করবে এটা কোন অজুহাত হইল???

                  আর ভাই,কাইন্ডলি ধর্মীয় মনোভাবের গন্ধ পাইলেই আপনার ঢাল-তলোয়ার নিয়ে অ্যাটাক করার মানসিকতা একটু কন্ট্রোল করবেন প্লিজ,মামুলি কমেন্টের মধ্যে ফাঁক খুজে পরিবেশ উত্তপ্ত কইরেন না,আমি ধর্মীয়ভাবে গোঁড়া নই,বাট ধর্ম নিয়ে অ্যাটাক করা পছন্দ করিনা,ভালো থাকবেন বস 🙂

                  জবাব দিন
                  • রায়হান আবীর (৯৯-০৫)

                    আছিব,

                    সমস্যা এইটাই। আমি কিছু বললেই এইটা ধর্মীয় অনুভূতিতে আঘাত হয়ে যায়। তোমার লাইন আমি কোট করছি এবং সেইখানে তুমি যা উল্লেখ করছ তাই বলছি।

                    তোমার কাছে নবী রাসুলের ছবির কারণে ফেসবুক বন্ধ করার ব্যাপারটা প্রমোট করাকে মামুলী কমেন্ট মনে হলেও আমার মনে হয়না। ধর্মান্ধতা মনে হয়।

                    ধার্মিকদের সাথে [যারা নিজেদের আবার ধর্মান্ধ ভাবে না, কিন্তু আদতে ধর্ম নিয়ে কিছু বললেই চ্যাত করে ওঠে] তাদের সাথে কথা বলে সময় নষ্ট না করার মহাপরিকল্পনায় নামছি। তারপরও তোমার পাকিপ্রেমী কমেন্টটায় আঙ্গুল না তুলে পারিনাই।

                    ভালো থাইকো।

                    জবাব দিন
                    • আজাদ (৯৪-০০)

                      ধর্মীয় অনুভূতিও যে একটা "অনুভূতি" এই ব্যাপারটা যখন কেউ ভুলে যায় তখন ব্যাক্তিগত আক্রমনের ব্যাপারটা মাঝে মাঝে চলে আসে। অনেক কট্টরপন্থি ধর্মভীরু যেমন ধর্মের বিরুদ্ধে কোনো কিছু শুনতে পারে না, তেমনি অনেক কট্টরপন্থি নাস্তিকও ধর্মের পক্ষে কিছু শুনতে পারে না । তখন এই দুই টাইপের মানুষের মধ্যে আর পার্থক্য করতে পারি না ।

                    • রায়হান আবীর (৯৯-০৫)

                      রাহাত কী এখনও এইটা বিশ্বাস করো যে, হাসিনা- খালেদার কার্টুন আকার জন্য ফেসবুক বন্ধ হইছে? নাকি বিশ্বাস করতে "চাও"?

                      তুমি সকল খবরের কথা বললা, আমি তো কালকে সকল টেলিভিশনের নীচে ব্রেকিং নিউজে দেখলাম, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য ফেসবুক বন্ধ করা হয়েছে। তুমি দেখো নাই?

                      খালি সিসিবিতেই এসে শুনলা? দয়া করে বাংলাদেশের প্রতিটা ব্লগে যাও। তারপর দেখো সেখানকার মানুষে কী মনে করে। যাও দয়া করে।

                      আছিব কে করা মন্তব্যটা একটু ক্লিয়ারিফাং করা দরকার। পাকিস্তানে নবীর ছবি আকার জন্য ফেসবুক বন্ধ করা হয়েছে। আছিব স্পষ্টভাবে জানালো, যে এই কারণে যদি বাংলাদেশেও বন্ধ করতো, সেইটা ঠিক হইতো। সুতরাং এই কমেন্ট অবশ্যই পাকিপ্রেমি। এবং আমি সেইটাই বলছি। কিন্তু পাকিস্তান আর ইসলাম যে সমার্থ সেইটা আজ জানলাম। পাকিস্তানকে কিছু বললে সেইটা যে ইসলামকেও বলা হয়, তাও জানলাম।

                      কেউ মুক্তচিন্তা করলে তার প্রতি যে, তুমি তেড়ে আসো এইটা তো আগে থেকেই জানা।

                      আর প্রিয় শহীদ ভাই, আমার এই জায়গায় ছাড়াও কোন কমেন্টে সমস্যা সেটা দয়া করে জানান। কেন সমস্যা তাও জানান। সিসিবিতে আমি কারও রিক্রিয়েশন করতে আসিনা, টায়ার্ড করতেও না।

                    • আছিব (২০০০-২০০৬)

                      ভাই,আপনার বিভিন্নরকম কথা প্রমাণ করে যে,আপনি ধর্মকে ইস্যু করে বিতর্ক তৈরি করতে খুব পছন্দ করেন।খুব ভালো কথা,চালিয়ে যান।কিন্তু আপনার কথাগুলো আপনাকেই শুনাই ভাই,গোস্তাখী মাফ কইরেন

                      আছিব স্পষ্টভাবে জানালো, যে এই কারণে যদি বাংলাদেশেও বন্ধ করতো, সেইটা ঠিক হইতো। সুতরাং এই কমেন্ট অবশ্যই পাকিপ্রেমি। এবং আমি সেইটাই বলছি। কিন্তু পাকিস্তান আর ইসলাম যে সমার্থ সেইটা আজ জানলাম। পাকিস্তানকে কিছু বললে সেইটা যে ইসলামকেও বলা হয়, তাও জানলাম।

                      আশ্চর্য ব্যপার হল,ইসলাম আর পাকিস্তান সমার্থক এই কথাটা কেউ ঘুণাক্ষরেও বলেনি।আপনি আপনার ''অসাধারণ যুক্তিতর্কপারদর্শিতা'' দিয়ে কী যে বুঝলেন তা আমার ক্ষুদ্র মস্তিষ্কে ঢুকে না! আর আমি একবার তো বলেই দিছি যে,আমি এত্ত চিন্তা করে বলিনি যে,''ঠিক আছে'',ঠিক আছে কথাটা আমি কথা প্রসঙ্গে ক্ষোভ ঝেড়ে বলেছিলাম,কেন বুঝতেছেন না?
                      আপনি খুউউব দেশপ্রেমিক তাই না ভাই?কথায় কথায় পাকি পাকি বলে স্বজাতিকে তিরস্কার করতে আপনার খুব ভালো লাগে,তাই না?

                      ধার্মিকদের সাথে [যারা নিজেদের আবার ধর্মান্ধ ভাবে না, কিন্তু আদতে ধর্ম নিয়ে কিছু বললেই চ্যাত করে ওঠে] তাদের সাথে কথা বলে সময় নষ্ট না করার মহাপরিকল্পনায় নামছি।

                      আপনার মহাপরিকল্পনা যে আপনি সফল করতে পারবেন না তা আমরা দেখতে পাচ্ছি! আর....

                      কেউ মুক্তচিন্তা করলে তার প্রতি যে, তুমি তেড়ে আসো এইটা তো আগে থেকেই জানা।

                      স্বীকার করি আপনি ''বহুউউত'' মুক্তচিন্তার মানুষ।এত মুক্ত যে,নিজের ধ্যানধারণাকে অগ্রগণ্য করতে ধুম ধাম যে কাউকে অযথা অ্যাটাক করেন!আর অন্য একজনকে তেড়ে আসার কথা বললেন,আপনি নিজে কি বসে থাকেন?এগুলোও একটু চিন্তা করে দেইখেন ভাই,অনুরোধ রইল।এবং আমি জানি আমার অনুরোধ তো রাখবেনই না বরং আপনার অসাধারণ ''প্রতিভা(!)'' দিয়ে আবারো আমাকে আক্রমণ করবেন!সত্যি ভাই,আপনি বস!!

                      সিসিবি-তে কদিন আগে অনেক ঝড় হয়ে গেল ধর্ম নিয়ে,অনেকেই অনেকের চুক্ষুশূল হল,অনেকেই রাগ করে সিসিবির প্রতি ত্যক্ত হল।আমি ধৈর্য ধরে একখানা কমেন্টও করিনি।এখন আবারও সেই একই ভ্যাজর ভ্যাজর শুরু হইল,আমি বুঝতেছিনা একটা হিউমারাস কমেণ্টের মধ্যে এত এত কাহিনী আপনি কেমনে পান!
                      একসময় আপনার রিসার্চভিত্তিক লেখাগুলা পড়ে আপনার প্রতি একটা সম্মানের জায়গা তৈরি হয়েছিল ভাই,এখন আপনার অতি গোঁড়া,আক্রমণাত্মক আর ''সাইকোপ্যাথিক লজিক'' দেখে আমি আসলেই খুব দুঃখিত বস,আমাকে মাফ করবেন

                    • মামুন (০০-০৬)

                      সাবাশ পিন্টু এক্কেরে আমার মনের কথা কইছস :boss: :boss: :boss:
                      আমার মনে হয় ধর্মভিত্তিক যুক্তি-তক্কো আমরা ধর্মভিত্তিক টপিক এই করলে সবার জন্য ভালো হয়।একটা সাধারন ব্লগে ধর্ম বনাম মুক্তচিন্তা যুদ্ধ শুরু করলে সবার কাছেই সেটা বিরক্তিকর একটা ব্যাপার হয়ে দাড়ায়।কিছুদিন আগেই বেশ বড় একটা "ধর্ম বনাম মুক্তচিন্তা" যুদ্ধ হয়ে গেলেও আমি আজ পর্যন্ত এই বিষয়ে কোনদিন কমেন্টাই নাই কিন্তু আজ আর সহ্য করতে পারলাম না। :no: :no: :no:
                      আসেন আমরা নিজেদের চিন্তা-ভাবনা অন্যের উপ্রে না চাপানোর টেরাই কইরা নিজেরা নিজেগো মতোন চলি।তাইলে আর আমাগো এই সুখের ব্লগিং সংসারে আর নিজেগো মইধ্যে কুনো মনোমালিন্য থাকার কথা না বা থাকবো না। 🙂 🙂 🙂
                      অটঃ ভাই-বোনেরা পিলিজ এই ছোট্ট মানুষের কথায় কেউ মাইণ্ড খাইয়েন না।কাউরে কষ্ট দিতে চাই নাই বা কাউরে টার্গেট কইরা কিছু কই নাইক্কা।খালি চাই এমুন বিতর্ক থেকে যেন আবার আগের লাহান যুদ্ধ না শুরু হয়।

                    • রাহাত (২০০০-২০০৬)
                      রাহাত কী এখনও এইটা বিশ্বাস করো যে, হাসিনা- খালেদার কার্টুন আকার জন্য ফেসবুক বন্ধ হইছে? নাকি বিশ্বাস করতে “চাও”?

                      তুমি সকল খবরের কথা বললা, আমি তো কালকে সকল টেলিভিশনের নীচে ব্রেকিং নিউজে দেখলাম, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য ফেসবুক বন্ধ করা হয়েছে। তুমি দেখো নাই?

                      জিয়ার নাম বদলাইয়া 'শাহজালাল' বিমানবন্দর বানানো....এম এ হান্নান বদলে "শাহ আমানত বানানো ...এ তো এ দেশের পুরানা ট্যাকটিকস, আপনে সেইটা বোঝেন নাই? নাকি বুঝতে "চান" না?
                      আমি সকল ব্লগে যাই নাই,শুধু প্রথম আলোর খবরের নিচের কমেন্ট গুলা পড়ছি, আপনেরও দেখা উচিত।
                      আমাদের দেশের মানুষেরা যে কেন এখনো পাক-ভারত ম্যাচে ইচ্ছা কইরা নামে, আমি বুঝি না....নাকি ওদের dominance এখনো এদের মাথা থেকে যায় নাই? বাংলাদেশ এবং বাংলাদেশিরা কি করতেছে বা কি ভাবতেছে, এইটা নিয়া inside bangladesh, for bangladesh, by bangladeshi people কোন কথাবার্তা নাই কেন ? পাক আর্মি তালেবান মারতেছে, আমরাও মারতেছি....তাইলে এইটাও কি আমাদের পাকিমেন্টালিটির বহি:প্রকাশ? বলেন এইটাও এখন জানলাম.....নবিজী(সা) এর নামে তো অনেক দোষ দেয়া হচ্ছে যে, তিনি তরবারি দিয়ে ধর্ম প্রচার করেছেন, আপনি তাহলে কোন পথে মুক্তচিন্তা প্রকাশ করতেছেন?

                    • রায়হান...তোকে যখন এর আগে আমি বললাম থামতে,তখন তো শুনলিই না।উল্টা আমার বদ মেজাজ এর কারণে আমিই বড়ভাইদের কাছে কিছু ঝাড়ি খায়া গেলাম।যাই হোক,আমি প্রথমে একটু মন খারাপ করলেও পরে সেই অমর বাণী মনে পরে গেলো

                      আমরা আমরাই তো

                      তাই আমি পরবর্তীতে খুব ঠান্ডা মাথায় কথাবার্তা বলা শিখলাম।কিন্তু তুই যেখানে ছিলি ঐখানেই থাইক্যা গেলি।সব জায়গায় চালাক চালাক ভাব,মুক্ত মন,মুক্ত চিন্তা,আস্তিক নাস্তিক মাইরা শেষ পর্যন্ত জুনিয়রদের কাছে কথা শুনলি।আমি ওদের সাপোর্ট করছি কিনা সেটা এখানে বড় না।যেটা বড় তা হল - ইউ ডিজার্ভ ইট।মাঝখানে ঢাকা গিয়েছিলাম,অনেক ক্লাসমেটের সাথে দেখা হইলো।তোর সম্পর্কে মনে হলো না কেউ পজিটিভ।মূর্খদের পজিটিভ-নিগেটিভে অবশ্যই তোর কিছুই আসে যায় না।কিন্তু এ ধরণের বিরক্তিকর জ্ঞান বোধ করি না থাকাই ভালো।

                      সরকার যতই ধূয়া দেক, আসল কারণ গত কয়েকদিনের ইসলামী ঐক্যজোটের সহ বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলের আন্দোলন। নবীর ছবি আকার ঘটনাকে কেন্দ্র করেই ফেসবুক বন্ধ হয়েছে।
                      অবশ্য “অনেক” মুসলমানের কাছে এইটা ঠিককাজ।

                      দোস্ত,খুব কষ্টকর হলেও যেটা সত্য তা হল নবীর ছবি আকার ঘটনার কারণে বাংলাদেশে ফেসবুক ব্যান করা হয়নি।পাকিস্তান কে ফলো করেও নয়।আমার এই দুঃখটাকে তোর ধর্মান্ধতা মনে হলেও কিছু করার নাই।ধর্মকে আঘাত করার কারণে নয় বন্ধু,প্রধানমন্ত্রীর কার্টুন আকার কারণেও নয়……ধর্মীয় কিছু অতিপ্রাচীন ভবিষ্যৎ বাণী কিভাবে আমাদের দেশেও সত্য হয়ে দেখা দিচ্ছে তা ফেসবুকে প্রকাশ করে সবাইকে সচেতন করে তোলার চেষ্টা এবং তার কারণে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর প্যান্ট খুলে যাওয়ার ভয়ে ফেসবুক ব্লক করা হয়েছে।

                      রাহাত কী এখনও এইটা বিশ্বাস করো যে, হাসিনা- খালেদার কার্টুন আকার জন্য ফেসবুক বন্ধ হইছে? নাকি বিশ্বাস করতে “চাও”?

                      আমি মোটেও বিশ্বাস করি না,করতে চাই ও না। তোর পক্ষে সমর্থুন দিলাম 🙂 মিসেস ওয়াজেদ আর মিসেস জিয়ার অনেক কার্টুন অনেক্কক্কক্কক্ক আগে থেকেই আছে ফেসবুকে।সুতরাং ভূয়া কথায় আসুন আমরা কান না দেই।

                      # তুমি সকল খবরের কথা বললা, আমি তো কালকে সকল টেলিভিশনের নীচে ব্রেকিং নিউজে দেখলাম, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য ফেসবুক বন্ধ করা হয়েছে। তুমি দেখো নাই?

                      দোস্ত,এইখানে আমার একটা বিশাল মতানৈক্য আছে।বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ধোকা হল,বর্তমান বিশ্বের মিডিয়া সোসাইটি।আমি বেশ কিছু ঘটনার কারণে এখন মিডিয়া (টিভি,পেপার এবং যেকোন সংবাদ মাধ্যম) যা দেখায় বা যা বলে,তার কিছুই বিশ্বাস করি না।মিডিয়া আমাদের মনকে নিয়ন্ত্রণ করে।আমাদেরকে ভাবতে শেখায় মিডিয়া।মিডিয়া যা বলে তা বিশ্বাস করা আমাদের অভ্যাস হয়ে গিয়েছে।মিডিয়াকে ছেড়ে নিজে সত্য কে খুজতে শিখ।ডারউইন নিয়ে যেহেতু এত গবেষণা করেছিস,সুতরাং এতটুকু তো কোন ব্যাপারই না।

                      খালি সিসিবিতেই এসে শুনলা? দয়া করে বাংলাদেশের প্রতিটা ব্লগে যাও। তারপর দেখো সেখানকার মানুষে কী মনে করে।

                      আমি গিয়েছি।সব জায়গায়ই তোর মত অবস্থা।অবশ্যই এটা তোর দোষ না।এটা এই যুগের সবচেয়ে বড় ধোকার ফলাফল,যার নাম - - “মিডিয়া”

                      সিসিবিতে আমি কারও রিক্রিয়েশন করতে আসিনা, টায়ার্ড করতেও না

                      তুই আমারে টায়ার্ড না,সিক করে দিছিস।

                      ধার্মিকদের সাথে [যারা নিজেদের আবার ধর্মান্ধ ভাবে না, কিন্তু আদতে ধর্ম নিয়ে কিছু বললেই চ্যাত করে ওঠে] তাদের সাথে কথা বলে সময় নষ্ট না করার মহাপরিকল্পনায় নামছি।

                      কথা কেন বলবিনা?? কথা অবশ্যই বলবি। না বললে তো কোন আলোচনা আগাবে না।না আগালে আমরা অনেক তথ্য থেকে বঞ্চিত হব।কিন্তু এত কনফিডেন্ট আর এগ্রেসিভ হইস না।

                      সকল ধর্ম এইটাই চায়। জ্ঞানের পথ বন্ধ করা। তাইলেই তো তাদের ভন্ডামি ফাস হয়ে যাবে।

                      একটু ভূল বলছিস দোস্ত।বাস্তবে ঘটছে ঠিক উল্টোটা।

                      আমি আমার সিরিজটা আর কন্টিন্যু করছিনা,হয়তো খেয়াল করেছিস।দোস্ত ,আমারও জানের ভয় আছে।আমার ব্লগটা কন্টিন্যু করলে বলা যায় না,আমাকে র‌্যাব না...USA থেকে SWAT ধরতে আসবে।কি করব বল।ঐ সব কিছুই আমার নিজের ঘাটাঘাটি করে বের করা তথ্য।সবাইকে জানাবো ভেবেছিলাম...এখন চুপ মেরে গেছি।কারণ তিনটা ১।ভয় ২।আমাকে মানুষ জন মৌলবাদী ভাবতে পারে...তাই ৩। বলে কোন লাভ নাই,যা হবার তা হবেই......এত হাজার বছর ধরে সব সিস্টেম অনুযায়ী চলছে,এখন আমরা শত চেষ্টা করলেও তা বন্ধ করতে পারবো না।

                      @ আছিব মামুন রাহাত......ফ্রন্টরোল শুরু।ফুটবল গ্রাউন্ড পর্যন্ত 😀 😀

                    • মামুন (০০-০৬)

                      ভাই খুশীমনে দিতাসি 🙂 🙂
                      কিন্তু আমাগো কথাগুলাই তো আপ্নে কইলেন :grr: :grr: :grr:
                      আর ভাই এইখানে সিনিয়র-জুনিয়র কথা না, কথা হইল যে "আমরা আমরাই তো" তাইলে আর নিজেরা নিজেরা মুখ কালাকালি বা মন কষাকষি কইরা লাভ কি???? :no: :no: :no:

  3. আশহাব (২০০২-০৮)

    ফেসবুক বন্ধ হইসে এইটা কোনো ব্যাপারই ছিল না, কিন্তু যখন শুনলাম হাসিনা-খালেদার কার্টুন এর জন্য আর পাকিস্তানকে ফলো কইরা বন্ধ করসে, তখন থেকেই ... x-( x-( ~x(


    "Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
    - A Concerto Is a Conversation

    জবাব দিন
  4. রাহাত (২০০০-২০০৬)

    সারা ডুনিয়ার ওনেক মাইনসের কারটোন আসে ফেসবুকে, তাতে কিসু হোয় নাই....... এইসোব ডিযিটাল মুলা আর খাইটেসি না....নবিজি(স) এর ওনেক কারটোন এর আগে নেট এ আসছে, তখন তো কোনো কাজ হয় নাই.সেটা কি ধরমিয়ো অনুভুতিতে আঘাত ছিল না ? এখন এত ফাল দিয়া নামসে কেন ? নিজের কার্টুন আসছে বৈলা ? x-( x-( x-(

    জবাব দিন
  5. আহসান আকাশ (৯৬-০২)

    শেষ পর্যন্ত জামাতীদের দাবী মেনে নিয়ে সরকার এই রকম সিদ্ধান্ত নিল!!!

    ধিক্কার...


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  6. সাল্লু (৯২/ম)

    হবুচন্দ্র রাজা: আজ থেকে বন্ধ ফেসবুক।
    গবুচন্দ্র মন্ত্রীরা: ফেসবুক ?
    তৈলমর্দন দল: কেন নয়, তোমরা কি উজবুক?
    হবুচন্দ্র রাজা: আজ থেকে ফেসবুক বন্ধ।
    গবুচন্দ্র মন্ত্রীরা: জে আজ্ঞা খোদাবন্দ।

    জবাব দিন
  7. তন্ময় (২০০৬-২০১২)

    আমি মোবাইল থেকে স্ট্যাটাস দিছি,দেখছি লগে চ্যাটিং ও করছি।কিন্তু আমার কথা হইল পাকিস্তানিরা বন্ধ করছে বইলা কি আমাগরেউ বন্ধ করন লাগব??নিজামীরা যখন গাড়ির সামনে জাতীয় পতাকা লইয়া ঘুইরা বেরাইত তখন এইসব হইলে মানতে পারতাম কিন্তু এখন!!!!!!!!অবশ্য কি আর কমু,জন্ম যখন বাংলাদেশে নিছি তাইলেতো এই সব মাইনা নিতেই হইব।কিন্তু সমস্যা অন্যখানে।নবীজীর জন্য তাদের এতো মায়া মহব্বত এতদিন কই ছিল???যেই নিজের উপর আইসা পচানি পরছে তখনি নবির দরদ উথলাইয়া উঠসে না???যত্তসব........... x-( x-( x-( x-( x-( x-( x-(


    চলো বহুদুর.........

    জবাব দিন
  8. রুবেল (৯৯-০৫)

    বন্ধ হওয়ার পরও পিসি তে ফেসবুক ইউজ করা এবং ফুল ফেসবুক সাপোর্ট এর উপায় :
    just click and open the proxy then you can easily surf facebook by internet browser or google chrome..(auto).for mozilla you need to go to option then change internet settings to use proxy and click ok.

    যা করতে হবে তা হলঃ নিচে freegate সফটওয়ার এর লিঙ্ক দিয়েছি,ওটা ডাউনলোড করে নিন।তারপর জাস্ট freegate ক্লিক করে ওপেন করুন।এরপর সরাসরি ইন্টারনেট ব্রাউজার বা গুগল ক্রোম ওপেন করে জম্পেস ভাবে ফেসবুক ইউজ করুন।কিন্তু যারা মজিলা ফায়ারফক্স ইউজ করছেন তারা অপশন এ গিয়ে ইন্টারনেট সেটিংস চেঞ্জ করুন এবং "use proxy"অপশন সিলেক্ট করে "ok".freegate হয়তো নতুন ভার্সন আসলে তা নিজে থেকেই আপডেট হবে।

    চিপায় পড়লে মানুষ কিনা করে ,বাংলাদেশী সরকার ই বা চাইনীজ থেকে কম কি...এই চিপায় আমরা গত ১ বছর ধরে আছি।যা হোক বন্ধুত্ব ধরে রাখলে তা কেউ ভেঙ্গে দিতে পারেনা হাজার চেস্টা করেও......শেষ কথা......দূরত্ব যতই হোক,কাছে থাকুন... 😉
    download freegate :

    http://drop.io/c3wsetk

    🙂 🙂 🙂 🙂 🙂

    জবাব দিন
  9. আহসান আকাশ (৯৬-০২)

    সাময়িক পোস্টটি প্রথম পাতা থেকে সরিয়ে নিলাম... আমার নিজস্ব পাতায় ব্লগটি থাকছে। (সম্পাদিত)


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  10. আজ আবারো ফেসবুক বন্ধ...কি কারনে বুজছিনা...উফফফফফফফ
    কিভাবে ঢুকি এখন? http://www.vtunnel.com এটা দিয়ে ঢুকছি কিন্তু কমেন্ট চ্যাট কিচ্ছু হয়না..প্লিজ কেউ হেল্প করেন।

    জবাব দিন

মওন্তব্য করুন : আহসান আকাশ (৯৬ - ০২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।