বার্সিলোনা vs আর্সেনাল

1
শুরু হয়ে গেল বার্সিলোনা আর আর্সেনালের চ্যাম্পিয়ন্স লীগ কোয়ার্টার ফাইনালের ২য় লেগ। প্রশ্ন একটাই আর্সেনাল কি পারবে মিরাকল ঘটাতে? চলুন দেখি…

৩,৩০২ বার দেখা হয়েছে

৭২ টি মন্তব্য : “বার্সিলোনা vs আর্সেনাল”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    টিম লাইন আপঃ
    Barcelona: Valdes, Dani Alves, Marquez, Milito, Abidal, Busquets, Xavi, Keita, Pedro, Bojan, Messi.
    Subs: Pinto, Iniesta, Henry, Maxwell, Toure Yaya, Fontas, Jeffren.
    Arsenal: Almunia, Sagna, Vermaelen, Silvestre, Clichy, Denilson, Diaby, Walcott, Nasri, Rosicky, Bendtner.
    Subs: Fabianski, Eduardo, Eboue, Traore, Campbell, Merida, Eastmond.


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. আহসান আকাশ (৯৬-০২)

    ১০ মিনিট শেষ, আর্সেনাল এখন পর্যন্ত বলটা চিনতেও পারলো না ঠিকমত... তবে ১ম লেগের চেয়ে অবস্থা অনেক ভাল 😛


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  3. আহসান আকাশ (৯৬-০২)

    ২৫ মিনিট শেষ... ১-১

    কাহিনি কি, আর কেউ কি খেলা দেখতেছে না? :-/


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  4. আহসান আকাশ (৯৬-০২)

    রেফারি এইটা কি কার্ড দিল x-( ডেনিলসন এত সুন্দর একটা ট্যাকেল করলো আর রেফ মেসির দুইটা ডিগবাজি দেখে কার্ড দিয়ে দিল x-( x-(


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  5. আহসান আকাশ (৯৬-০২)

    আগামী শনিবারে রিয়ালের সাথে বার্সার খেলা... গার্ডিওলার উচিৎ মেসিকে তুলে দিয়ে রেস্ট করানো :grr:


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
    • আহসান আকাশ (৯৬-০২)

      হুম, ও সব রেস্ট আর্জেন্টিনার জয়ে ম্যাচ খেলার সময় নিয়ে নেয় :grr:


      আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
      আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

      জবাব দিন
      • কামরুল হাসান (৯৪-০০)

        আহসান ব্যাপার না। নেক্সট টাইম।
        তোর প্রিভিউ পোস্টে একটা প্রেডিকশন দিছিলাম। 😛

        বার্সেলোনা-আর্সেনাল প্রেডিকশনে তোর মাথার চেয়ে মন বেশি কাজ করছে মনে হয়। অ্যামিরেটসে বড়জোর ড্র করতে পারে গানাররা। ন্যু ক্যাম্পে কয়েকটা খাবে।

        :))


        ---------------------------------------------------------------------------
        বালক জানে না তো কতোটা হেঁটে এলে
        ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

        জবাব দিন
        • আহসান আকাশ (৯৬-০২)

          এক মেসির সাথেই পেরে উঠতেছে না... বার্সিলোনা খেলত মেসিরে ছাড়া, আমরা যেমন খেলতেছি ফ্যাব্রিগাস, আরশাভিন, ভ্যান পারসি ছাড়া... দুনিয়ায় কোন ইন্সাফ নাই 🙁


          আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
          আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

          জবাব দিন
          • গ্রুপ ম্যাচে, যেইটায় হারলে ঘটিবাটি নিয়ে বাড়ি ফিরতে হইতো, সেই ম্যাচে ইন্টারের সাথে বার্সা খেলছিল মেসি আর ইব্রা ছাড়া ... তারপরেও ইন্টাররে কান্দায়ে দিসিলো ... পেদ্রো আর পিকে মিলে ...

            কাজেই মেসি না থাকলেও কেউ না কেউ স্টেপ আপ করতো 😀

            জবাব দিন
  6. আহসান আকাশ (৯৬-০২)

    আর ২০ মিনিট আছে, গত ম্যাচে শেষ ২০ মিনিটে আর্সেনাল ২টা গোল করছিল


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  7. আহসান আকাশ (৯৬-০২)

    নাহ, বেন্টনারকে নিয়ে আর হয় না, এইটা ক্যামনে বারে লাগাইলো ~x( ~x( ~x(


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  8. আহসান আকাশ (৯৬-০২)

    শেষ ১০ মিনিট... আর্সেনাল লাস্ট ৯ ম্যাচে শেষ ১০ মিনিটে ১০ গল করছে...


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  9. আহসান আকাশ (৯৬-০২)

    আর্সেনালের এই লাইন আপের সাথে বার্সিলোনার যা করার কথা ছিল তাই হয়েছে... আশার কথা হচ্ছে নতুন করে আর কেউ ইঞ্জুরিতে পড়ে নাই...

    এখন চ্যাম্পিয়ন্স লীগটা বার্সিলোনা জিতলেই হয় 😛


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  10. এহসান (৮৯-৯৫)

    আহসান ব্যাপার না। নেক্সট টাইম। তোমার প্রিভিউ পোস্টে একটা প্রেডিকশন দিছিলাম।

    আর্সেনাল হয়তো দুই লীগেই গোল করবে। কিন্তু এগ্রিগেটে বার্সেলোনা কম পক্ষে ৩ গোলের ব্যবধানে জিতবে। মানে তেমন কোনো প্রতিদন্দ্বিতাই হবে না।

    যাই হোক কষ্ট পাওয়ার কিছুই নাই। কারণ Leonel's is Messiah. আরসেন ওয়েঙ্গার যথার্থই বলসে..."The fourth goal he scored, I don't know many players in the world who can score that goal. He makes the impossible look possible."
    "He has several great years ahead of him and, touch wood, if nothing happens, he can reach unbelievable levels."
    "He's PlayStation. He can take advantage of every mistake you make. I actually believe we played quite well."

    তুমি সারারাত এখানে কমেন্ট্রি দিলা, কিন্তু মেসি জাদু ভুলে সিসিবিতে আসা হয়নি।

    জবাব দিন
  11. মেহেদী হাসান (১৯৯৬-২০০২)

    সারাদিন জার্নি করে বাসায় আসলাম, ভেবেছিলাম আয়েশ করে খেলা দেখবো। ইলেক্ট্রিসিটির কারনে হল না। তোর কমেন্ট্রি দেখছিলাম, ইচ্ছা করেই কমেন্ট করিনি। তবে খেলার পুনঃপ্রচার দেখলাম। মেসি রকস। :hatsoff:

    জবাব দিন
  12. কামরুল হাসান (৯৪-০০)

    কী ব্যাপার! কেউ ম্যান ইউ- বায়ার্ন দেখতেছেনা?
    রুনি খেলতেছে এবং ম্যান ইউ অলরেডি ২ টা দিয়া দিছে। 😀


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন

মওন্তব্য করুন : ইফতেখার (৯৫-০১)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।