আহ!

সিসিবিতে শেষ পোষ্ট দিয়েছিলাম প্রায় দুই মাস আগে, জুনা ভাইয়ের হিসাবে ৯ সপ্তাহ । মাঝে এ কয়দিন পোষ্ট দেয়া তো দূরের কথা নিয়মিত কমেন্ট করার ও সুযোগ হয়নি। এ সময়ের ভিতরে নতুন একটা বছর চলে এসেছে, হাঁড় কাপানো শীতকাল পার হয়েছে(যার প্রায় পুরোটাই জঙ্গলে তাঁবুর মধ্যে কাটাতে হয়েছে), বাংলাদেশের ক্রিকেট টিমের এক সিরিজ শেষ হয়ে আরেক সিরিজ শুরু হয়েছে, আইসিএল এর কেউ কেউ দলে ফিরেছে( এটা নিয়ে আমিনের সাথে জমাইতেও পারলাম না, আফসোস!), আর্সেন্ ওয়েঙ্গার আরেকটা ট্রান্সফার উইন্ডো ঘুমিয়ে ঘুমিয়ে পার করেছে, সিসিবি ফ্যান্টাসী লীগে ফেব্রুয়ারী মাসের ম্যাচের পয়েন্ট জানুয়ারিতে কাউন্ট করায় আমার ম্যানেজার অফ দ্যা মান্থ হওয়া মিস হয়েছে, এক বিয়ের অনুষ্ঠানে এহসান ভাই আর গোলাপজান ভাবীর সাথে দেখা হয়েছে, চা ওয়ালা রকম দুই/তিন বার ফেসবুকে পোস্ট দেবার জন্য তাগাদা দিয়েছে, প্রচুর লেখা এসেছে, শীতের কম্বল বিতরন করা হয়েছে(এখানেও কিছু করতে পারিনি), ভাল কিছু বিতর্কও হয়েছে, যেগুলোতে যোগ দিতে না পেরে দুঃখ লেগেছে। ( কত্ত বড় একটা লাইন লেখলাম রে বাবা! তাও কত কিছু বাদ পড়ে গেল)

যাই হোক, আসল কথা হলো আবারো সিসিবিতে লেখার মত সময় বের করতে পেরেছি, আহ! কি শান্তি…

পুরাই ফাঁকিবাজি টাইপ একটা পোস্ট পড়ে যারা সময় নষ্ঠ করলেন তাদের জন্য একটা স্বান্তনা পুরষ্কার……

৭৭৬ বার দেখা হয়েছে

২৬ টি মন্তব্য : “আহ!”

  1. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    বলি আকাশদা নাকি হে?তা ক্যামোন চিলেন গো দাদা?শীতকালে ঝাড়খন্ডের জঙ্গলে তাঁবু শুদ্দো যেতে হয়েচিলো বুজি? আহা কতদিন আপনার সাথে মন খুলে কলকাতার গল্প করিনা...

    জবাব দিন
  2. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    এই শিরোনামে একটা ব্লগ লেখার আইডিয়া মাথায় নিয়ে ঘুরতেছি দেড় বছরের ধরে। এইটা ঠিক না আকাশ… 😀 [ক. রা. তৌফিক]

    এখন রাত হয়ে গেছে, তারউপর হালকা শীত পড়ছে, তাই কিছু লেখলামনা, পড়ে বিস্তারিত কইতেছি [ক. রা. আমিন] 😉

    ধুর, এইটা কিছু হইলো, যা ব্যাটা শতেক পোলার বাপ হ... [ক. রা. ফয়েজ ভাই] :grr:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  3. এহসান (৮৯-৯৫)

    এরকম একটা ব্লগ আমিও লিখতে চাই। আহসান আকাশের বিয়ে খেতে চাই। ফ্যান্টাসী লীগে আহসান আকাশের খেলা শেষ। কিছু আগে ছিলো কামরুলের, এখন তাফালিং চলতেসে রিবিনের। এরা সবাই শনিবারে আমারে পিছায়া দেয় কিন্তু সোম্বারের মধ্যেই আবার পিছায়া যায়। যাক আমি সামনে তাকাইতে চাই, তানভীর ব্যাটারে আর এক মাসের মধ্যেই কাইত কইরা ফালামু ইনশাল্লাহ!!!

    জবাব দিন
    • আহসান আকাশ (৯৬-০২)

      বস তাড়াতাড়ি ব্লগ একটা নামায়া ফেলেন...

      গত সপ্তাহে হাল সিটির জায়াত ৯০ মিনিটে মাঠে নেমে আমার ৯ পয়েন্ট লোকসান করে দিছে, নাহলে আপনারে টপকায়া যাতে পারতাম। আর জানুয়ারী ট্রান্সফার উইন্ডোর জন্য ওয়াইল্ড কার্ড হাতে রেখে দিছিলাম, আগামী দু/এক সপ্তাহের মধ্যেই ইউজ কইরা আমি আবার দাপটের সাথে টাইটেল রেসে ফিরে আসব ইনশাল্লাহ...
      আর তানভীর ভাইয়ের আগে আপনি গোলাপজান ভাবীকে সামলান ;)) ;))


      আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
      আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

      জবাব দিন
  4. তানভীর (৯৪-০০)

    পোস্টটা বেশী বড় হয়ে গেছে। ফয়েজ ভাইকে ঠিকমত অনুসরণ করতে পার নাই। লেগে থাক, একসময় না একসময় ঠিক-ই পারবা। 😀

    ধুর!! ফ্যান্টাসী লীগে পিছায়ে যাচ্ছি প্রতি সপ্তাহে! আর ভাল্লাগেনা! 🙁

    জবাব দিন
  5. হাসান (১৯৯৬-২০০২)

    আমি এখন ১২তম, দুই সপ্তাহে চেন্জ করতে পারি নাই, কিন্তু ওই দুই সপ্তাহে সবার থেকে অন্তত ৫০ পিছায়ে গেসি, এর মধ্যে রুনির ওই ৪ গোল এর ম্যাচে ক্যাপ্টেন না রাখতে পেরে ৩২ মিস করছি :((

    জবাব দিন

মওন্তব্য করুন : আহসান আকাশ (৯৬ - ০২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।