বিশ্বকাপ ফুটবল ২০১০… গ্রুপিং

এইমাত্র চূড়ান্ত হলো বিশ্বকাপ ফুটবল ২০১০ এর ড্র। ৩২ দলকে ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে। চূড়ান্ত গ্রুপ এরকমঃ

গ্রুপ ‘এ’ সাউথ আফ্রিকা, মেক্সিকো, উরুগুয়ে, ফ্রান্স।

গ্রুপ ‘বি’ আর্জেন্টিনা, নাইজেরিয়া, কোরিয়া রিপাবলিক, গ্রীস।

গ্রুপ ‘সি’ ইংল্যান্ড, ইউএসএ, আলজেরিয়া, স্লোভেনিয়া।

গ্রুপ ‘ডি’ জার্মানী, অস্ট্রেলিয়া, সার্বিয়া, ঘানা।

গ্রুপ ‘ই’ নেদারল্যান্ড, ডেনমার্ক, জাপান, ক্যামেরুন।

গ্রুপ ‘এফ’ ইটালি, প্যারাগুয়ে, নিউজিল্যান্ড, স্লোভেকিয়া।

গ্রুপ ‘জি’ ব্রাজিল, উত্তর কোরিয়া, আইভরিকোস্ট, পর্তুগাল।

গ্রুপ ‘এইচ’ স্পেন, সুইজারল্যান্ড, হন্ডুরাস, চিলি।

গ্রুপ জি কে মনে হয় সহজেই গ্রুপ অফ ডেথ বলা যায়(ব্রাজিলের জন্য শুভকামনা ;)) । তবে গ্রুপ ‘ডি’ এবং ‘ই’ ও যথেষ্ঠ কঠিন হবে। এবার সিসিবি’র বিজ্ঞ ফুটবলবোদ্ধারা আশা করি এই গ্রুপিং সম্পর্কে তাদের মূল্যবান বক্তব্য রাখবেন, সেই সাথে কে কোন দলকে সমর্থন করবে তাও জানিয়ে দেবে। আমি নিজে নেদারল্যান্ডের সমর্থক।

শুভেচ্ছা।

২,০৬৮ বার দেখা হয়েছে

৭০ টি মন্তব্য : “বিশ্বকাপ ফুটবল ২০১০… গ্রুপিং”

  1. কামরুল হাসান (৯৪-০০)
    গ্রুপ ‘জি’ ব্রাজিল, উত্তর কোরিয়া, আইভরিকোস্ট, পর্তুগাল।

    :))


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  2. রকিব (০১-০৭)

    গ্রুপ জি দেখে মনে হচ্ছে ব্রাজিলের ওয়ার্ম আপটা ভালো দলগুলোর সাথেই হবে। উলটাপালটা দলের সাথে না খেলাই ভালো। :-B


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  3. মান্নান (১৯৯৩-১৯৯৯)

    নাইজেরিয়ায় কাটিয়েছি কিছুদিন। এখন ফ্রান্সে । এই দুটো দেশই খুব ফুটবল ভক্ত এবং ফুটবল নিয়ে এদের মাতামাতি দেখেছি কাছ থেকে। এদের উপর নজর রাখবো। দুই দলের জন্যই শুভকামনা।

    জবাব দিন
  4. ফয়েজ (৮৭-৯৩)

    ব্রাজিলই চ্যাম্পিয়ন হইবো এইটা মোটামুটি নিশ্চিত, তয় আমি এইবার নতুন দল ধরমু ঠিক করছি, স্পেন।

    দেখি চিল্লায় চিল্লায় এইটারে কতদূর তুলতে পারি। 😀


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  5. এহসান (৮৯-৯৫)

    আমি খুব খুশী যে... ফ্রান্স আর উরুগুয়ে শীর্ষ বাছাই হিসেবে স্বাগতিক দক্ষিন আফ্রিকাকে পেয়েছে। তাই গ্রুপ টা বেঁচে গেছে। শীর্ষ বাছাই হিসেবে অন্য যেকোনো দল পড়লেই গ্রুপটার বারোটা বেজে যাইতো।

    ইংল্যান্ড আপাতঃ দষ্টিতে সোজা গ্রুপ হলেও ইউএসএ আর স্লোভেনিয়া খুব একটা সহজ না। তারপরও ২য় রাউন্ডের শুরুতেই তারা পাবে জার্মানী অথবা ঘানাকে। ঘানা এইবার অন্যতম শক্তিশালী... নাম গুলা অনেকেই চিনতে পারে... Ghana players like Michael Essien, skipper Stephen Appiah, Sulley Muntari, John Pantsil and John Mensah

    জবাব দিন
  6. আব্দুল্লাহ্‌ আল ইমরান (৯৩-৯৯)

    ব্রাজিল নিপাত যাক ! কাল গ্যালারীতে লাইভ দেখলাম খেলা।
    লঙ্কা আর পাক বাজে খেলা হইছে।বাংলাদেশ আর ভুটানের খেলা মজা পাইছি। ভুটানও ভাল বাট বাংলাদেশ অনেক উন্নতি করছে মনে হয়।সাবাস ! :boss:

    জবাব দিন
  7. জুনায়েদ কবীর (৯৫-০১)

    ফার্স্ট রাউন্ড থেকে যারা বাদ পড়ে যেমন আর্জেন্টিনা বা ফ্রান্স, গ্রুপ নিয়ে চিন্তা করতে পারে... 😛
    ব্রাজিল এসব নিয়ে চিন্তিত নয়... B-)


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  8. আহসান আকাশ (৯৬-০২)

    গ্রুপ পর্বে মনে হয় তেমন কোন অঘটন ঘটবে না, ফেবারিটরা সবাই কোয়ালিফাই করবে। তবে কিছু ফ্লুক হতেই পারে। বড় দলগুলোর মধ্যে একমাত্র পর্তুগাল বাদ পড়বে।

    আর্জেন্টিনা পার্টি ব্রাজিলের গ্রুপিং দেখে খুব খুশি হলেও ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই উঠবে এবং ২য় রাউন্ডে পাবে অপেক্ষাকৃত দূর্বল প্যারাগুয়ে/ স্লোভাকিয়াকে (গ্রুপ চ্যাম্পিয়ন না হতে পারলে সামনে পড়বে স্পেন :grr: ) অন্যদিকে আর্জেন্টিনা সহজেই গ্রুপ চ্যাম্পিয়ন হলেও ২য় রাউন্ডে পাবে ফ্রান্স অথবা মেক্সিকোকে (স্বাগতিক দঃ আফ্রিকাও চলে আসতে পারে)। যার সাথেই হোক আর্জেন্টিনার জন্য তা কঠিনই হবে।

    ইংল্যান্ডের কথা এহসান ভাই আগেই বলেছেন। জার্মানী ২য় রাউন্ডে পেতে পারে ইউএসএ/ স্লোভেনিয়া, সহজেই উত্রে যাওয়া উচিৎ।

    হিসাব ঠিক থাকলে আমার দল নেদারল্যান্ড(হল্যান্ড) গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে উঠে ২য় পর্বে পাবে
    স্লোভেনিয়া/প্যারাগুয়ে...ব্যাপার না 😀 অন্যদিকে ইটালি ২য় পর্বে আটকে যেতে পারে ডেনমার্ক অথবা ক্যামেরুন এর কাছে।

    এবারের অন্যতম ফেবারিট স্পেন ( পাল্টি খাওয়া ফয়েজ ভাইয়ের নতুন দল 😛 ) ২য় পর্বে সামনে পাবে আইভরি কোস্ট অথবা পর্তুগালকে।আর হিসাব একটু উল্টা পাল্টা হলে ব্রাজিলের সাথেও দেখা হয়ে যেতে পারে....... ফয়েজ ভাই সাবধান ।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
    • ফয়েজ (৮৭-৯৩)

      আরে ব্যাপার না, স্পেন-ব্রাজিল খেলা হইলেই ভালো, রিস্ক ফ্রী, একটা না একটা কোয়ার্টারে যাইব, আর্জেন্টিনার মত ২য় রাউন্ড থেইক্কা আফ্রিকার কান্ট্রি গুলারে ধরতে হইবো না। কোয়ার্টার পর্যন্ত নিশ্চিন্ত থাকা যাবে :grr:

      আর দুইটাই গেলে তো ফাটাফাটি, সেমিফাইনালে দেখা হইবো মনে হয়, একটা না একটা ফাইনাল


      পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

      জবাব দিন
  9. মনিরুজ্জামান মুন (২০০২-২০০৮)

    আমি জীবনে খুব কম ভবিষ্যতবাণী কর্রেছি,আজ আবার একটা করছি,এইবার ফ্রান্চ্স ছাড়া অন্য কেউ ওয়ার্ল্ড কাপ জিতবে না,যদি যেতে তাইলে আমি একটা :frontroll: দিমু

    জবাব দিন
  10. সামীউর (৯৭-০৩)

    গ্রুপিং নিয়ে অনেক কথাই বলা হচ্ছে 😮 । যার যার কোলে সবাই ঝোল টানছে, ভালো কথা। আর্জেন্টিনার সমর্থকেরা উল্লসিত কারণ ৯০ এর পর আর ফাইনালে উঠতে না পারা দলটির গ্রুপ পর্ব থেকে বাড়ি ফেরা আর গ্যালারিতে বসা খেলোয়াড়ের লাল কার্ড খাওয়ার স্মৃতি এখনো টাটকা! আর ষষ্ঠ স্বর্গ থেকে ব্রাজিল মাত্র সাত কদম দূরে! তাই ১৪ জুন থেকে ১১ জুলাই এর মাঝে কে থাকছে আর কে থাকছেনা এই চিন্তা সেলেকাওদের হয় না! আর ব্রাজিলই একমাত্র দেশ যারা নিজেদের মহাদেশের বাইরে কাপ জিতেছে! যারা ফাইনাল জিততে চায় তাদের বার গ্রুপ অফ ডেথ কি?

    জবাব দিন
    • আহসান আকাশ (৯৬-০২)

      গ্রুপ পর্যায়ের বেশির ভাগ খেলা বাংলাদেশ সময় (ডিজিটাল) রাত ৯টা/১০টা থেকে শুরু হবে।


      আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
      আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

      জবাব দিন
    • কামরুল হাসান (৯৪-০০)

      বিশ্বকাপ ফুটবল ২০১০

      তারিখ সময় খেলা

      ১১ জুন রাত ৯টা দক্ষিণ আফ্রিকা মেক্সিকো
      ১১ জুন রাত ১-৩০ মিনিট উরুগুয়ে ফ্রান্স
      ১২ জুন সন্ধ্যা ৬-৩০ মিনিট দক্ষিণ কোরিয়া গ্রিস
      ১২ জুন রাত ৯টা আর্জেন্টিনা নাইজেরিয়া
      ১২ জুন রাত ১-৩০ মিনিট ইংল্যান্ড ইউএসএ
      ১৩ জুন সন্ধ্যা ৬-৩০ মিনিট আলজেরিয়া স্লোভেনিয়া
      ১৩ জুন রাত ৯টা সার্ভিয়া ঘানা
      ১৩ জুন রাত ১-৩০ মিনিট জার্মানি অস্ট্রেলিয়া
      ১৪ জুন সন্ধ্যা ৬-৩০ মিনিট নেদারল্যান্ড ডেনমার্ক
      ১৪ জুন রাত ৯টা জাপান ক্যামেরুন
      ১৪ জুন রাত ১-৩০ মিনিট ইটালি প্যারাগুয়ে
      ১৫ জুন সন্ধ্যা ৬-৩০ মিনিট নিউজিল্যান্ড স্লোভাকিয়া
      ১৫ জুন রাত ৯টা আইভরি কোস্ট পর্তুগাল
      ১৫ জুন রাত ১-৩০ মিনিট ব্রাজিল উত্তর কোরিয়া
      ১৬ জুন সন্ধ্যা ৬-৩০ মিনিট হন্ডুরাস চিলি
      ১৬ জুন রাত ৯টা স্পেন সুইজারল্যান্ড
      ১৬ জুন রাত ১-৩০ মিনিট দক্ষিণ আফ্রিকা উরুগুয়ে
      ১৭ জুন সন্ধ্যা ৬-৩০ মিনিট আর্জেন্টিনা দক্ষিণ কোরিয়া
      ১৭ জুন রাত ৯টা গ্রিস নাইজেরিয়া
      ১৭ জুন রাত ১-৩০ মিনিট ফ্রান্স মেক্সিকো
      ১৮ জুন সন্ধ্যা ৬-৩০ মিনিট জার্মানি সার্বিয়া
      ১৮ জুন রাত ৯টা স্লোভেনিয়া ইউএসএ
      ১৮ জুন রাত ১-৩০ মিনিট ইংল্যান্ড আলজেরিয়া
      ১৯ জুন সন্ধ্যা ৬-৩০ মিনিট নেদারল্যান্ড জাপান
      ১৯ জুন রাত ৯টা ঘানা অস্ট্রেলিয়া
      ১৯ জুন রাত ১-৩০ মিনিট ক্যামেরুন ডেনমার্ক
      ২০ জুন সন্ধ্যা ৬-৩০ মিনিট স্লোভাকিয়া প্যারাগুয়ে
      ২০ জুন রাত ৯টা ইটালি নিউজিল্যান্ড
      ২০ জুন রাত ১-৩০ মিনিট ব্রাজিল আইভরি কোস্ট
      ২১ জুন সন্ধ্যা ৬-৩০ মিনিট পর্তুগাল উত্তর কোরিয়া
      ২১ জুন রাত ৯টা চিলি সুইজারল্যান্ড
      ২১ জুন রাত ১-৩০ মিনিট স্পেন হন্ডুরাস
      ২২ জুন রাত ৯টা উরুগুয়ে মেক্সিকো
      ২২ জুন রাত ৯টা ফ্রান্স সাউথ আফ্রিকা
      ২২ জুন রাত ১-৩০ মিনিট নাইজেরিয়া দক্ষিণ কোরিয়া
      ২২ জুন রাত ১-৩০ মিনিট আর্জেন্টিনা গ্রিস
      ২৩ জুন রাত ৯টা ইংল্যান্ড স্লোভেনিয়া
      ২৩ জুন রাত ৯টা ইউএসএ আলজেরিয়া
      ২৩ জুন রাত ১-৩০ মিনিট ঘানা জার্মানি
      ২৩ জুন রাত ১-৩০ মিনিট অস্ট্রেলিয়া সার্বিয়া
      ২৪ জুন রাত ৯টা স্লোভাকিয়া ইটালি
      ২৪ জুন রাত ৯টা প্যারাগুয়ে নিউজিল্যান্ড
      ২৪ জুন রাত ১-৩০ মিনিট ডেনমার্ক জাপান
      ২৪ জুন রাত ১-৩০ মিনিট ক্যামেরুন নেদারল্যান্ড
      ২৫ জুন রাত ৯টা পর্তুগাল ব্রাজিল
      ২৫ জুন রাত ৯টা উত্তর কোরিয়া আইভরি কোস্ট
      ২৫ জুন রাত ১-৩০ মিনিট চিলি স্পেন
      ২৫ জুন রাত ১-৩০ মিনিট সুইজারল্যান্ড হন্ডুরাস


      ---------------------------------------------------------------------------
      বালক জানে না তো কতোটা হেঁটে এলে
      ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

      জবাব দিন
  11. আমিন (১৯৯৬-২০০২)

    অনেক দেরি করে ফেললাম। অনেকে অনেক কিছু বলে ফেলেছে। যা হবে আর যা চাই তা দিয়ে একটা লিস্ট করা যাক।
    গ্রুপ এ তে সাউথ আফ্রিকার সাথে ফ্রান্স পরায় আমি খুবই হতাশ। ফ্রান্স আর্জেন্টিনার গ্রুপে পড়ুক মনে প্রাণে চাইছিলাম। যা হোক তারপরেও ফ্রান্স যে খুব স্বস্তিতে নেই এ কথা বলা যায়। মেক্সিকো ভালো দল। তবে ১ম ম্যাচ হেরে গেলে তাদের জন্য টাফ হবে। আর স্বাগতিকদের প্রথম ম্যাচে ফেস করা সব সময় টাফ। ষ্বাগতিকদের সাথে রেফারি সমর্থন ফ্রান্সের পথ আরো বন্ধুর করে দিবে। আর সাথে আছে উরুগুয়ে। দল যেমনই হোক নামের ভারে তারা ফাইট দিবে। আর তার সাথে ২০০২ সালে উরুগুয়ের গা জোয়ারি ফুটবলের কাছে ফ্রান্স ধরা খাইছিলো। তারপরেও ফ্রান্স আর মেক্সিকো উঠাটাই মনে হচ্ছে নিয়তি। সেক্ষেত্রে প্রথম স্বাগতিক দল হিসাবে গ্রুপে আউট হওয়ার লজ্জায় পড়তে হবে আফ্রিকাকে। ব্যাক্তিগত ভাবে অবশ্য আমি চাইবো উরুগুয়ে এ গ্রুপ থেকে উঠুক আর ফ্রান্স বাদ পড়ুক যেটা বেশ কঠিন।
    গ্রুপ বি টা বরং বেশ মন মতো হয়েছে। নাইজেরিয়া বোধ করি আফ্রিকার সবচেয়ে দুর্বল দল। কোরিয়া বেশ সমীহ জাগানো শক্তি। তারপরেও আর্জেন্টিনার পর এ গ্রুপ থেকে ২য় রাউন্ডে যাওয়ার দাবিদার ২০০৪ এর ইউরো চ্যাম্পিয়বদেরই। আমি চাই গ্রাঈস আর আর্জেন্টিনা উঠুক এই গ্রুপ থেকে যেটা খুবই সম্ভব।
    গ্রুপ সি তে ইংল্যান্ডের গ্রুপটা আরো ইন্টারেস্টিং হতো যদি আলজেরিয়ার জায়গায় অন্য কোন আফ্রিকান দল থাকতো বিশেষ করে ঘানা। এই গ্টরুপে আলজেরিয়া বাদে বাকি তিনটি দলই শক্তিশালী। তবে ফ্যাবিও ক্যাপেলোর কারণে হলেও ইংল্যান্ড এগিয়ে থাকবে। রাশিয়াকে আউট করে আসা স্লোভেনিয়ার উপর আমি বিরক্ত। তাই ইভেন কম্পিটিশন হলেও আমি ইউ এস এ কে চাইবো।
    গ্রুপ ডি তে জার্মানী ফেভারিট পরিষ্কার। তবে ঘানা খুব বেশি পিছিয়ে থাকবে না। গতবার জোকার হয়ে যাওয়া সার্বিয়া মনে হয় না এবারও তেমন কিছু করতে পারবে। আর অস্ট্রেলিয়ার ও খুব সম্ভাবনা দেখি না। তবে এ গ্রুপের খেলাগুলো দেখার জন্য জম্পেশ হবে। আমি চাই ঘানা আড় অন্য যে কেউ উঠুক।

    জবাব দিন
  12. আমিন (১৯৯৬-২০০২)

    এবার গ্রুপ ই নিয়ে। এখানে হল্যান্ড দৃষ্টি নন্দন ফুটবল দেখাবে। জাপুনের প্রতি সহানুভূতি রইলো ।ডেনমার্ক আর ক্যামেরুনের ভালো ফাইট হলেও আমি চাইবো ডেনমার্ক উঠুক। তাহলে ইটালির জন্য রাস্তাটা বেশ কঠিন হয়। অন্যদিকে ডাচদের কোয়ার্টার ফাইলান প্রায় নিশ্চিত দেখছি। কারণ ইটালির গ্রুপটা হয়েছে জঘন্য। ঐ গ্রুপে দুর্বলতম দল নিউজিল্যান্ড আছে। আর আছে বিরক্তিকর প্যারাগুয়ে। বরং নব্য স্লোভাকিয়াকেই দেখতে চাইবো আমি। তবে হল্যান্ড এদের সহজেই উতরে যাবে।
    স্পেনের গ্রুপটা নিয়ে আমি বেশ খুশি। স্পেন আর হন্ডুরাসকে আমি দেখতে চাই। যদিও হন্ডুরাস ৩২ তম হওয়ার কঠিন দাবিদার উত্তর কোরিয়া আর নিউজিল্যান্ডের সাথে। অবশ্য হন্ডুরাস উঠুক আমি চাইবো তখনই যখন ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হবে না। তখন আমার অন্য দুই সাপোর্টিং দল আইভরি কোস্ট আর পর্তুগালের একটি চলে যাচ্ছে কোয়ার্টারে। আর ব্রাজিল উঠলে চিলিকে চাইবো। কারণ সুইজারল্যান্ড আকাইমা টিম । স্পেন এই গ্রুপে গোলবন্যা বসাবে তবে এবারো সদা ফেভারিট স্পেনকে ২য় রাউন্ডে বাদ হতে হবে। কারণ সোজা।
    ব্রাজিলের গ্ড়ুপ নিয়ে কিছু বললাম না। শুধু বলা যায় আমার দুইটা সাপোর্টিং টিম (কোনটা ব্রাজিল নয়) এক গ্রুপে পড়ে বিশ্বাকাপের আনন্দ মাটি.......।

    জবাব দিন
    • মইনুল (১৯৯২-১৯৯৮)

      ধরে নেই ---
      গ্রুপ এ - ফ্রান্স, মেক্সিকো
      গ্রুপ বি - আর্জেন্টিনা, নাইজেরিয়া
      গ্রুপ সি - ইংল্যান্ড, ইউ এস এ
      গ্রুপ ডি - জার্মানি,ঘানা
      গ্রুপ ই - হল্যান্ড, ডেনমার্ক
      গ্রুপ এফ - ইতালি, প্যারাগুয়ে
      গ্রুপ জি - ব্রাজিল, পর্তুগাল
      গ্রুপ এইচ - স্পেন, সুইজারল্যান্ড

      তাহলে ২য় রাউন্ডে -
      ফ্রান্স - নাইজেরিয়া ---- ফ্রান্স।
      ইংল্যান্ড - ঘানা ----- ইংল্যান্ড।
      হল্যান্ড - প্যারাগুয়ে ----- হল্যান্ড।
      ব্রাজিল - সুইজারল্যান্ড ----- ব্রাজিল।
      আর্জেন্টিনা - মেক্সিকো ----- আর্জেন্টিনা।
      জার্মানি - ইউ এস এ ----- জার্মানি।
      ইটালি - ডেনমার্ক ----- ইটালি।
      স্পেন - পর্তুগাল ----- স্পেন।

      তাইলে কোয়ার্টার ফাইনাল -
      ফ্রান্স - ইংল্যান্ড ----- মনে হয় ফ্রান্স।
      হল্যান্ড - ব্রাজিল ------ মনে হয় ব্রাজিল।
      আর্জেন্টিনা - জার্মানি ----- খুবই টাফ। তবে মনে হয় জার্মানি।
      ইটালি - স্পেন ---- মনে হয় স্পেন।

      তাইলে সেমি -
      ফ্রান্স - ব্রাজিল।
      আর্জেন্টিনা/জার্মানি - স্পেন।

      বিগ টিম গুলো কোনো অঘটন ছাড়া গ্রুপ শেষ করলে ২য় রাউন্ড থেকেই জমজমাট খেলা শুরু হয়ে যাবে। বড় টিম গুলোর মধ্যে ব্রাজিলের গ্রুপ রানার আপ হবার চান্স বেশি। তাইলে গ্রুপ থেকে বের হয়ে স্পেনকে পার করতে পারলে ইটালির সামনে পড়বে। আর ওই দিকে পর্তুগাল ডেন্মার্ককে হারাতে পারলেও হল্যান্ডকে মনে হয় পারবেনা।

      জবাব দিন
  13. মেহেদী হাসান (১৯৯৬-২০০২)

    এক বছর আইভোরী কোস্টে ছিলাম, ফুটবল নিয়ে ওদের উন্মাদনা দেখার মত...।। টিম হিসাবে ওরা যথেষ্ট শক্তিশালী। ইনশাল্লাহ ব্রাজিলকে হারাতে পারবে... 😀

    দেখা যাক এবার আমার দল আর্জেন্টিনা কেমন করে... বার বার শুধুই হতাশ করে, তবে এবার করবে না মনে হয়...

    জবাব দিন
  14. আহসান আকাশ (৯৬-০২)

    সবার প্রেডিকশন গুলো পড়ে বেশ মজা লাগছে... কত হিসাব নিকাশ উলটে পালটে গেছে... 🙂


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন

মওন্তব্য করুন : স্বপ্নচারী (১৯৯২-১৯৯৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।