আজিজের বৌ-ভাত

গত রবিবার প্রচন্ড কাজের চাপে মাঝেও বসকে বলে আমরা কয়েকজন আবার ছুটে চললাম সিলেট শহরে। উদ্দেশ্য, আজিজের বৌ-ভাত আজ। অফিস শেষ করে বের হতে হতে প্রায় আড়াইটা বেজে গেল, এবং ফলশ্রুতিতে আমরা যখন গিয়ে পৌছালাম, তখন অন্যান্য মেহমানরা অলমোষ্ট সবাই-ই চলে গেছে। সে যাই হোক, সবকিছুর পরেও আমরা আমাদের মত মজা করেছি।

আজিজকে এবং নতুন ভাবীকে আপনাদের সবার শুভেচ্ছা এবং শুভকামনা পৌঁছে দিলাম।

আজিজকে ওর কিছু বন্ধুরা বলেছিল, ” ছুটি শেষ করে কবে ফেরত যাবি?”
আজিজের উত্তর, “৩০ অক্টোবর।”
বন্ধুরা বললো, “তাহলে ভাবীকে নিয়ে ক্যান্টনমেন্ট ঘুড়ে যাস।”
আজিজের বেশ দায়িত্বপূর্ণ উত্তর,”বিয়ের পরে এখন আমিতো আর আমার একার নই, আমার সাথে এখন আরো একজন আছে। তাই চাইলে-ই তো আমি যখন খুশী যেখানে যেতে পারিনা।”
বন্ধুদেরতো চোখ ইয়া বড় বড় হয়ে গেল। বিয়ের পরে মানুষের নাকি একটু পরিবর্তন হয়, কিন্তু আজিজ তো দুই দিনের মাথায় একদম……। :-/

আরেক বন্ধুর প্রশ্ন, “তুই কি বাসার (কোয়ার্টারের) সিরিয়ালের জন্য নাম লিখিয়েছিস?” (উল্লেখ্য যে, আমাদের কোয়ার্টারের জন্য একটা রেজিস্টারে নাম লিপিবদ্ধ করতে হয় এবং সেই রেজিস্টারে লিপিবদ্ধ করা নামের সিরিয়াল অনুযায়ী বাসা বরাদ্দ করা হয়)
আজিজের উত্তর,” হ্যা নাম লেখাতে বলে দিয়েছি। বাসা দিলে দিবে, নইলে বউ নিয়ে মেসের রুমে উঠে যাবো। বউ আমার সাথে থাকবে। আমি ঐসব ফোন টোনে বিশ্বাসী না।”
বন্ধুরা এবার ড্যাবড্যাব করে কিছুক্ষণ আজিজের দিকে তাকিয়ে রইলো………। :-/

আজিজের বিয়ের দিন ভাবীর ছবি পোষ্ট করতে পারিনি বলে দুঃখিত। তবে আজ আপনাদের সবার জন্য আজিজ এবং ভাবীর যুগল ছবি আ্যটাচ করে দিলাম।

নতুন দম্পতি আপনাদের সকলের দোয়া প্রার্থী।

আজিজের বৌ-ভাত
আজিজের বৌভাত
আজিজের বৌভাত

২,১৭৬ বার দেখা হয়েছে

২৩ টি মন্তব্য : “আজিজের বৌ-ভাত”

  1. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    আজিজ ভাই আর ভাবীরে আবারো শুভেচ্ছা সকল ছুডু ভাইগো পক্ষ থেইকা।
    আর বস্, বিয়ার ছবিতো দিলেন, এখন এইটা দেইখা মাসরুফের কান্দন আটকাইবো ক্যাডায় =)) =))


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  2. সামি হক (৯০-৯৬)

    কলেজে থাকতে গল্প শুনেছিলাম বিড়াল নাকি পহেলা রাতে মারতে হয়। তো এখানে বুঝাই যাচ্ছে কে বিড়াল টা মেরেছে। নবদম্পতির জন্য অনেক শুভেচ্ছা রইল।

    মাশরুফ তেরা নম্বর আয়েগা। আমার বউটারো ছোটবোন নাই নাহলে তোমার জন্য কিছু একটা করার চেষ্টা করতাম।

    জবাব দিন
  3. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    হ জানি।সবাই বাপ মায়ের একমাত্র মেয়ে বিবাহ করে কারো কুনু ছুডু শ্যালিকা নাই-থাকলেও তার বিয়া হয়া গেছে-শ্যালিকা বইলা কিছু আসে নাকি???
    x-( x-( x-( x-( x-(
    চক্রান্ত,সব আমার বিরুদ্ধে চক্রান্ত।একদিন এই চক্রান্ত ভ্রান্ত করে আমি হব ক্ষান্ত।

    জবাব দিন
  4. হাসনাইন (৯৯-০৫)

    মাসরুফ ভাই টেনশন নিয়েন না। দুনিয়ার সকল পোলাদের মায়ের একটাই চিন্তা "পোলার বিয়া"। আইজ বিকালে আম্মারে কইলাম দেশের বাইরে গেলে আর এদেশে আসুম না। আম্মার ফেরাস্ট কথাই ছিল, "তুই কি বাইরে বিয়ে করবি??" =)) =)) =))

    জবাব দিন
  5. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    মামা একজাম নভেম্বরের ২৮ তারিখে 🙁 সিরিয়াসলি পড়তে হইবো।
    আহসান ভাই এই ব্যস্ততার মধ্যে থাইকাও আপনে আমার পরীক্ষার তারিখ মনে রাখসেন-আমি আমার অনুভূতি বুঝাইতে পারবো না কিরকম লাগতেছে

    জবাব দিন
  6. শুভেচ্ছা, সকল বড় ভাইদের পক্ষ থেকে।

    আহসান, টেনশন নিও না, বিয়ার পর একটু আউলা থাকে সবাই, তুমিও থাকবা।

    দিল্লিকা লাড্ডু ভাই, খাইলেও টেনশন, না খাইলেও টেনশন, মাইনক্কা চিপা যারে কয় আর কি.........।

    জবাব দিন
  7. আরিফ (৯৫-০১)

    আহসানভাই,এখনও একা আছেন বলে এখনও সাহস পাই ,একা থাকার ক্লাবে..
    "আহসান ভাই তুমি এগিয়ে চলো,
    আমি আছি তোমার পিছে...,
    আহসান ভাইয়ের চরিত্র
    ফুলের মত পবিত্র" :boss:

    জবাব দিন
  8. আহ্সান (৮৮-৯৪)

    @ফয়েজ ভাই,
    রীতিমত ভয়ানক কথাবার্তা...। বড় ই ডর লাগতাছে... 🙁

    @টিটো মিয়া,
    দেশে এখন জরুরী অবস্থা চলতাছে...। আন্দোলন করা কিংবা শ্লোগান দেওয়া ঠিকনা...। 🙂

    @আরিফ,
    খালি সাহস পাইলেই চলবেনা। সাহস দিতেও হবে...।
    আর যেই শ্লোগানটা দিলা, এইটা কি ভালো পাইয়া দিলা নাকি পচানোর লাইগা দিলা আপাতত বুঝবার পারতাছিনা... :-/

    জবাব দিন
  9. আরিফ (৯৫-০১)

    আহসান ভাই,সাহসও দিলাম..ঝামেলা মুক্ত লাইফ..
    আর চিরকুমার থাকার কথা কইলে,সবাই চরিত্র নিয়ে প্রশ্ন তোলে...এই জন্য
    আগের থেকে আপনার সার্টিফিকেট দিয়ে দিলাম আরকি.. 😀
    আমি আছি আপনার দলে...

    "এক ঝাক সুন্দরীর সংস্পর্শের চেয়ে,এক ঝাক ক্যাডেটের সংস্পর্শ অনেক আনন্দদায়ক"---আরিফ

    ভাই বানী দিয়ে দিলাম 😀

    জবাব দিন

মওন্তব্য করুন : আহ্সান (৮৮-৯৪)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।