আজিজের বিয়ে

আজ ছিল আজিজের বিয়ে। সিলেটের অনেকেই আজ দেখেছে ক্যাডেটরা কত মজা করতে জানে। পুরো বিয়ের আসর মাতিয়ে রেখেছিল সিলেট, রাজশাহী, পাবনা, কুমিল্লা আর বরিশালের ৮/১০জন ক্যাডেট। ………ওহো…আমিতো এখনো বলিইনি যে আজিজ টা কে। আজিজ হচ্ছে সিলেট ক্যাডেট কলেজের ক্যাডেট। কলেজের সময়কাল ‘৯০-‘৯৬ (সম্ভবত ১৫তম ব্যাচ)। আর্মিতে আমার অত্যন্ত স্নেহভাজন একটা জুনিয়র। যশোরে থাকতে আমাদের পাশাপাশি রুম ছিল। খুবই মজার কিছু সময় আমরা কাটিয়েছি আমরা একসাথে। আজিজ অত্যন্ত ভালো বাস্কেটবল এবং ভলিবল খেলে।

আজিজ হচ্ছে খুবই ভালো মনের একটা ছেলে। এত মজা করতে পারে যে, যারা ওর সংস্পর্শে না এসেছে তারা তা কখনই বুঝতে পারবেনা। দুই একটা ছোট্ট উদাহরণ দিলেই বোঝা যাবে। কলেজে থাকতে একবার ছুটি থেকে এসে হাউসে চুপচাপ বসেছিল। হাউস বেয়াড়া দেখে জানতে চাইলো, “কি ব্যাপার মন খারাপ? বাসার কথা মনে পড়ছে?” আজিজের নির্লিপ্ত উত্তর, ” বাসার কিছু কিছু ঘটনা মনে পড়ছে।” হাউস বেয়াড়ার প্রশ্ন, “কি কথা?” আজিজ আবারো নির্লিপ্তভাবে উত্তর দেয়,”বাসায় এবার আপনাকে নিয়ে অনেক গল্প করছি। সবাইকে আপনার কথা বলেছি।” হাউস বেয়াড়া তো মহা খুশী। তাকে নিয়ে ছুটিতে ক্যাডেটের বাসায় আলোচনা হয়…!!!! খুশী চেপে না রাখতে পেরে হাউস বেয়াড়া আবার জানতে চাইলো, “বলেন কি? আমাকে নিয়া? কি গল্প? কি কথা?” আজিজ এবার আগের চেয়ে আরো নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দেয়, ” অনেক কথাই বলছি। আব্বা সবকিছু শুনে বলছেন- মাইর দেস নাই কেন ধইরা?” হাউস বেয়াড়া চোখ বড় বড় করে তাকিয়ে ছিল।

আরেকটি ঘটনা। বন্ধু মহলের এক আড্ডায় বিয়ে শাদি নিয়ে কথা বার্তা চচ্ছিলো। ক্যাডেট কলেজের সেই উঠতি বয়সে সবাই যেরকম নিজের ভবিষ্যত আর্ধাঙ্গিনীকে নিয়ে স্বপ্ন দেখে আরকি। তো আলোচনার এক পর্যায়ে একটা ব্যাপার চলে আসলো এবং সবাই ই মোটামুটি ব্যাপারটির সাথে একমত পোষণ করলো। ব্যাপারটি হলো, “যে ছেলেদের চেহারা খারাপ তাদের বউ দেখতে সুন্দর হয় আর যে ছেলেদের চেহারা ভালো, দেখতে সুন্দর তাদের বউ দেখতে সুন্দর হয়না।” যাহোক, আড্ডা শেষ…সবাই যার যার রুমে বা কাজে চলে গিয়েছে। আজিজ খুব মন খারাপ করে বসেছিল। এক বন্ধু এসে তার মন খারাপের কারণ জানতে চাইল। আজিজ কিছুক্ষণ চুপ থাকলেও একটু পরে বেশ সিরিয়াস ভঙ্গিতে বললো, “তোরা যে বললি যে ছেলেরা দেখতে সুন্দর, হ্যান্ডসাম, তাদের বউ নাকি দেখতে সুন্দর হয়না……তাইলেতো আমার বউ দেখতে সুন্দর হবেনা।” আজিজের সেই বন্ধুটি হো হো করে হেসে উঠে দৌড়ে গিয়ে সবাইকে খবর দিতে গেলো, “ঐ পোলাপান শুইনা যা, আজিজ নিজেরে সুন্দর আর স্মার্ট দাবী করতেছে।”

আজ ঠিক এই ব্যাপারটি নিয়েই খুব হাসাহাসি হচ্ছিলো। আজিজকে বলা হলো, “এতদিনেতো হাতে নাতে প্রমাণ পেলি যে নিজের সম্মন্ধে তোর যে ধারণা ছিল তা একদমই ভূল।” আজিজ লাজুক একটা হাসি দেয় যার অর্থ তার অর্ধাঙ্গিনীকে তার খুবই পছন্দ হয়েছে। যাহোক, আমরা ডিসিশান নিয়েছিলাম বিয়ে পড়ানোর পরে যখন আজিজ দাঁড়িয়ে সবাইকে হাত তুলে বলবে, “আসসালামুআলাইকুম”, তখনকার একটা ছবি তুলে রাখতে হবে এবং বাকী জীবনটা আজিজকে এই ছবি নিয়ে ক্ষেপানো হবে। কিন্তু অতি চতুর আজিজ আমাদের সে সুযোগ দেয়নি। খুব দ্রুত সালাম দিয়েই বসে গেল। আজিজ যখন “কবুল” বললো, তখন আমরা সব ক্যাডেটরা “ই…য়ে…স…স…স….” বলে এমন জোরে চীতকার করে উঠলাম যে কমিউনিটি সেন্টারের সব লোকজন বিস্মিত হয়ে আমাদের দিকে তাকিয়ে ছিলো। তারা বুঝে উঠতে পারছিলোনা আমরা এমন করছি কেন। ওদের আসলে দোষও দেইনা। কারণ, ওরা কি করে বুঝবে যে ক্যাডেট কি জিনিষ। কেমন তাদের সম্পর্ক…কেমন তাদের ভালোবাসা একজনের প্রতি আরেকজনের..।

আজিজের দু’টি ছবি (মোবাইলে তোলা) দিলাম এখানে। বিয়ের আসরেই জানিয়েছিলাম যে ব্লগে আজ এটা সবার সাথে শেয়ার করবো। ভাবীর কোন ছবি দিতে পারলাম না বলে দুঃখিত। কারণ, হলো মেয়ে মহলে গিয়ে ছবি তোলা আমার পক্ষে ঠিক সম্ভব হয়ে ওঠেনি।

আজিজ আজ জীবনের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। আমাদের সবার শুভ কামনা রইলো এই নব দম্পতির প্রতি। আসুন আমরা সবাই মিলে দোয়া করি যেন অনাগত দিনগুলো এই দম্পতির সুখময়, সমৃদ্ধ এবং মসৃণ হয়।

বিয়ের আসরে আজিজ-১
বর আজিজ (সিরিয়াস!!!!)

আজিজ ভাইয়ের হাউস বেয়ারার সাথে কথোপোকথনটা জটিল... "মাইর দেস নাই কেন ধইরা?" এইটা পইড়া হাসতে হাসতে চেয়ার থেইকা "পিরা" গ্যালাম বস্ =)) =))

আজিজ ভাই এবং ভাবি'কে সালাম।

আর বস্, আরেকটা কথা, আপনাদের স্মার্ট ছেলে আর সুন্দরী বউয়ের থিউরিটা শুইনা মনে বেশ বল পাইলাম। সামনে হয়তো শুভদিন আইলেও আইতে পারে আমাগো :grr: :grr: :grr:


সংসারে প্রবল বৈরাগ্য!

জবাব দিন
  • মাসরুফ (১৯৯৭-২০০৩)

    পরথম কমেনট টা আমি এ করি...আজিজ ভাইএর মুখ তো খুশিতে পুরা বাংলা ৫...মাশা আল্লাহ...
    নেট এ যা কইছি এইখানেও তাই কই...এক মাঘে শীত যায় ন...।দেইখেন আজীজ ভাই কি করে আপনের বিয়ার সুময়
    আর আজীজ ভাই রে লাগবে কেন দেখেন না আমি কি করি, এই সিসিবি কি করে... 😀

    জবাব দিন
  • জুনায়েদ কবীর (৯৫-০১)

    মাসরুফ, তোমার "এক মাঘে শীত যায় না" শুনে মনে পড়ে গেল বিবাহ বিষয়ক আমাদের বিভিন্ন আলোচনার কথা...
    কেন জানি সবাই বলত বিয়ে করলে শীতকালেই করা উচিৎ...(!)
    আমাদের যারা এখনও বিয়ে করে নাই, তাদের আফসোসও শীতকালে বেড়ে যায়...(আবার বলি, কেন কে জানে??? 😀 )

    যাই হোক, এক মাঘে যদি শীত নাই যায়- সেটা আমাদের(ব্যাচেলর) জন্য বরং ভাল... 😉

    আজিজ ভাই ও নতুন ভাবি কে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  • আহ্সান (৮৮-৯৪)

    ফৌজি,
    উইশ ইউ অল দ্য বেষ্ট।

    মাসরুফ,
    বেশি কথা না বলে লেখা পড়া কর তো বাপ।

    তৌফিক,
    এত্ত গুলা ছোট ভাই বোন আমার। একটা দায়িত্ব আছেনা? আমার কি আর অন্য কিছুর খেয়াল থাকা উচিত??

    জবাব দিন
  • আরে , এতো দেখি আমাদের আজিজ ভাই।
    উনারে তো ভালো মতো খেয়াল আছে। হেভি এথল্যাট ছিলো।

    কি কান্ড দেখো তো। কলেজের বড় ভাই বিয়া করলো আর একটা দাওয়াতও পাইলাম না। 🙁 🙁

    নাহ! আইজকালকার দুনিয়ায় কেউ কাউরে চিনে না 🙁 🙁

    আহসান ভাই,
    ইয়ে মানে আপনার টা যেনো কবে? শেরওয়ানীর অর্ডার দিছেন?

    জবাব দিন
  • মাসরুফ (১৯৯৭-২০০৩)
    মেয়ে মহলে গিয়ে ছবি তোলা আমার পক্ষে ঠিক সম্ভব হয়ে ওঠেনি।

    ...আগে কইবেন না মিয়া,আমার ডিপার্টমেন্টে পুলা মাইয়ার রেশিও ১ বনাম ৪। এক্কেরে ছুন্নতের মতন একজন পোলার বিপরীতে ৪ জন মাইয়া।

    আমি মানুষটা লাজুক টাইপের হইলেও অগো লগে এতদিন থাকতে থাক্তে লজ্জা বেশ কন্ট্রোলে আইসা গেছে।তাছাড়া তালগাছের মত উঁচা মাথা দিয়া "ভিউ" টাও বেশ কিলিয়ার আসে।মেয়েমহলে গিয়া আমিই নাহয় ভাবীজানের ছবি তুইল্লা আনতাম।
    ভাই-ভাবী একলগে হইলে তো আরো জুস অইতো 😀

    জবাব দিন
  • আপাতত ছুড ভাইগো শেরওয়ানীর অর্ডার দিতেই ব্যস্ত।

    এই সব ধানাই-পানাই চলবে না আহসান ভাই।
    ঘরে জোয়ান বড় ভাই থাকতে আমরা ছোটরা বিয়া'র কথা চিন্তাও করি না 😉 😉 । আপনের বিয়া না দিয়া আমি বিয়া করুম না 😉 😉 , মাসরুফও করবো না, ফৌজিয়ান ভাইও করবো না(এই দুইজনের টা অবশ্য শিওর না, দুই জনের কথা বার্তাই আজকাল কেমুন কেমুন লাগে) :grr: :grr: ।
    দরকার হইলে আপনের বিয়ার জন্য পুরা সিসিবি আন্দোলনে নামবো। :duel:
    দেখি পোলাপাইন আমার সাথে সবাই সুর মিলাও তো...

    চোখ জুড়ানো মনের মতো
    ভাবি এনে দাও
    ও আমার ভাইয়ারে...
    ও আহসান ভাইয়া রে...

    জবাব দিন
  • টিটো রহমান (৯৪-০০)

    @ফয়েজ
    =)) =))

    @কামরুল হাসান
    আমগো প্রথম ব্যাচের এক ক্যাডেট(আহসান কবির, আলপিনে লিখত) এখনও বিয়া করে নাই আর আহসান ভাই তো সেই দিনের ছেলে 😀


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  • আহ্সান (৮৮-৯৪)

    @ফয়েজ ভাই,
    অত্যন্ত মূল্যবান কথা বলছেন। মনে রাখুম।

    @কামরুল,
    চীতকার চেচামেচি বন্ধ কর। নইলে কিন্তু :chup:

    @টিটো,
    আমি আসলেই সেই তুলনায় শিশু। আর আহসান ভাইয়ের কথা আমি সবাইরে ই কইতে চাই। মাগার কেউই কানে নিতে চায়না।

    @মাসরুফ,
    তোমার পারফরমেন্সের ব্যাপারে আমার কোনই সন্দেহ নাই। তোমার কাছ থাইক্কা অনেক কিছু শিখনের আছে... 🙂

    জবাব দিন
  • আহ্সান (৮৮-৯৪)

    (আহসান ভাই, আর তর সইতাসে না । আমি বিয়া করুম
    জলদি কিছু করেন ।)

    @রেজওয়ান,
    এই গব্বর সিং মার্কা প্রোফাইল পিকচার দেখলে কন্যা পক্ষ ডরাইবো। এমনকি আমারে মাইরও দিবার পারে। ভালা ছবি লাগাও, ভদ্র গোবেচারা টাইপের। চেষ্টা কইরা দেখুমনে তারপর।

    জবাব দিন
  • বন্য (৯৯-০৫)

    “যে ছেলেদের চেহারা খারাপ তাদের বউ দেখতে সুন্দর হয় "
    হিসাবমতে ঐশ্বরিয়া আমার বউ হওনের কথা.... x-(
    অভিষেকের বাচ্চা লাইন ভাঙসে.... ওরে পাঙ্গান.. :((

    নব দম্পতির পাঙখা জীবন কামনা করছি..

    জবাব দিন
  • আহ্সান (৮৮-৯৪)

    @নাজমুল
    পাত্রী দেখতে বলো বাবা-মা'কে।
    অথবা,
    নিজে পাত্রী ঠিক করে বাবা-মা'কে জানাও।
    আরো কিছু অথবা আছে, কিন্তু আমার মনে হয় এই দু'টিই সর্ব শ্রেষ্ঠ উপায়।

    জবাব দিন
  • মাসরুফ (১৯৯৭-২০০৩)
    আমার এক কোর্সমেট একবার একে-৪৭ নিয়ে রওয়ানা দিছিল।
    কারণ?
    নিউজ পেপারে আসছিল যে সালমান খান ঐশ্বরিয়ারে থাপ্পড় মারছে

    সায়েদ ভাই,আপনের ওই কোর্সমেটরে খবরদার জানি ইন্ডিয়ায় কুনু ট্রেনিংএ পাঠানো না হয়-কেলেংকারি বাইধা যাইবো গা মামু...

    জবাব দিন
  • সাইফ (৯৪-০০)

    ছুডূ ভাইয়েরা আর বড় ভাইয়েরা,যারা খেলারাম খেলে যা খেলায় ব্যস্ত,বিয়ার পরে কিন্তু বউ আবার কইয়া ঊঠতে পারে,

    আর পারছি না গুরু
    সেই নার্সারি থেকে শুরু :bash:

    জবাব দিন
  • ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)

    দোস্ত,
    অনেক দিন পর এলাম।
    প্রথমেই নব দম্পতিকে অনাবিল শুভেচ্ছা।
    ছুটি কাটিয়ে এলাম।
    ছুটি না বলে রিলে রেস বলতে পারিস।
    পুরা ফ্যামিলি শুদ্ধা আমরা তিন দেশ ঘুরে এলাম।
    আলহামদুলিল্লাহ। দেশে দম ফেলার সময় পাইনি।
    পরে আরো কথা হবে। এখন হাজিরা দিয়ে গেলাম।
    আমি আপাতত কিছু জিগাইলাম না- ছোট ভাইদের প্রশ্নবানে তুই ইতমধ্যে কেটু-সাগরে আছিস।
    😉

    শূভেচ্ছা নিস।


    সৈয়দ সাফী

    জবাব দিন
  • আহ্সান (৮৮-৯৪)

    ওবায়েদ,

    বন্ধু, ওয়েলকাম ব্যাক। অনেকদিন পরে তোকে দেখে ভালো লাগলো। ছুটি ভালো কেটেছে জেনে ভালো লাগলো।

    আচ্ছা তুই কি আমার বন্ধু নাকি শত্রু? পোলাপানের সাথে যদি তুইও তাল মিলানোর চেষ্টা করিস, তাইলে কি হবে? x-(

    জবাব দিন
  • মাসরুফ (১৯৯৭-২০০৩)

    @ আহসান ভাই-প্রকৃত বন্ধুর কাজ হইল বন্ধুকে সুপথ দেখতে সহায়তা করা।ওবায়দুল্লাহ ভাই আমাদের সাথে সায় দিয়া সেই পবিত্র দায়িত্বটাই পালন করতেছেন 😀

    জবাব দিন
  • জুনায়েদ কবীর (৯৫-০১)

    কি লিখব বুঝতাছি না...আবার ৫০ পূরাইতেও মন চাইতেছে...
    যাইহোক, ওবায়দুল্লাহ্‌ ভাই, ওয়েল্কাম ব্যাক!!!


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  • মওন্তব্য করুন : সায়েদ উল হাসমত (৯২-৯৮)

    জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

    দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।