ঘুড়ে এলাম মেঘের দেশে

অনেকদিন পরে আবার কম্পিউটারের সামনে একটু সময় করে বসার সুযোগ পেলাম। বাস্তবতা এবং কর্মব্যস্ততা কোনটিই সুযোগ দেয়নি অতি পরিচিত এবং অতি আপন সিসিবিতে আসার। খুব একটা যে অবসর মিলেছে তাও ঠিক না। তবে যতটুকু পেয়েছি, তার সবটুকুই এই মুহুর্তের জন্য সিসিবিকে দিতে চাই। তবে একথা অনস্বীকার্য যে, এই কয়টা দিন ভীষন মিস করেছি সিসিবিকে। শত ব্যস্ততার মাঝেও মনে পড়েছে অতি প্রিয় সিসিবিকে। আশা করি সবাই এই ক’টা দিন ভালোই ছিলেন। অনেক লেখা জমা পড়েছে নিশ্চয়ই। ধীরে ধীরে সময় করে সব পড়ে নিয়ে নিজেকে আপডেট করে নেব ইনশাল্লাহ।

এই দিনগূলোতে আমি খুবই ব্যস্ত ছিলাম। আর্মি কমান্ডো কোর্সের সাথে বাইরে ছিলাম ১০ দিন। ১০ দিনের মাঝে ৪দিন স্টুডেন্টদের সাথে ঘুরে বেড়িয়েছি শ্রীমঙ্গল, মৌলভীবাজার, কুলাউড়ার বিভিন্ন ঘন গহীন অরণ্যে। প্রায় ১৮০কিঃমিঃ পথ পায়ে হেটে রাতে বিভিন্ন কমান্ডো কার্যক্রম পরিচালনা করেছি। এয়ারফোর্সের এ এন-৩২ বিমান থেকে নীল আকাশে ঝাপিয়ে পড়েছি প্যারাস্যুট নিয়ে নীল আকাশের মেঘপুঞ্জকে আলিঙ্গন করার জন্য। পাখির মত ডানা মেলে উড়ে বেড়িয়েছি খোলা আকাশের বুকে। আগামী কাল আবার বেসিক কমান্ডো কোর্সের স্টুডেন্টদের নিয়ে চলে যাব গহীন জঙ্গলে।

মেঘের দেশে ঘুড়ে বেড়ানোর সেই ক্ষণগুলো থেকে কিছু মুহুর্ত সবার সাথে শেয়ার করার লোভ সামলাতে পারছিনা। জানিনা কেমন লাগবে সবার।

(সর্বশেষ ছবিদুটো ঢাকায় তোলা)

সবাই ভালো থাকবেন।

৪,৭৯৪ বার দেখা হয়েছে

৬২ টি মন্তব্য : “ঘুড়ে এলাম মেঘের দেশে”

  1. মুসতাকীম (২০০২-২০০৮)

    আমিও প্যারাট্রুপার হবো :(( :(( :((


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  2. ফয়েজ (৮৭-৯৩)

    ও আহসান, ক্যামন আছ?

    বুড়া বয়সে ঝাপাঝাপি তো ভালই করতাছ দেখি, কর কর।

    জংগলের ছবি কবে দিবা? নিচে তো খালি ক্ষ্যাত দেখি।


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  3. জুনায়েদ কবীর (৯৫-০১)

    বস, আপনারে দেইখ্যা ভাল লাগতাছে... 😀
    ছবি গুলা তুরন্দাজ হইছে... :-B
    তয় আপনি কোনটা চিনতে পারলাম না...!! :bash:


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
    • আহ্সান (৮৮-৯৪)

      তৌফিক,
      আমিও অনেক মিস করেছি রে ভাই।
      আজ আমাদের এখানে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সিলেট ক্যাডেট কলেজের ক্লাশ টুয়েল্ভ এসেছিলো। চুটাইয়া আড্ডা মারছি। ওদেরকে বললাম সিসিবি'র কথা। তোমাদের অনেকের নামও বললাম। ইশ্ কি যে ভালো লাগছে আজ পোলাপান গুলারে দেইখা...।

      জবাব দিন
  4. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    আহসান ভাই!!!!!!!
    বস্, সালাম ।
    ভালো আছেন জেনে এবং দেখে খুব ভাল্লাগলো বস্
    ছবিগুলো নামিয়ে রাখলাম। চরম লাগছে আমাদের দেশি ট্রুপারদের এরকম ছবিগুলো দেখে।থ্যাংকস আহসান ভাই এগুলো শেয়ার করার জন্য। ভিডিওটা দেখার লোভ হচ্ছে। আপনাকে খুবই মিস করছিলাম সিসিবি'র আমরা সবাই-ই।
    ইনশাল্লাহ নেক্স্ট জংগল ট্যুর শেষে আবার আগের ফর্মে ব্যাক করবেন নিজের বাড়ি সিসিবিতে।


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
    • আহ্সান (৮৮-৯৪)

      রবিন,
      ভাইরে, ফিরে এসেও ফেরা হয়নাই...।
      মাঝখানে আবার জঙ্গলে গেছিলাম। এখন ফিরা আসছি...। কিন্ত এখন বাধ সাধতেছে কম্পিউটারের মনিটরখানা। বহুত সাধ কইরা এলসিডি মনিটর কিনছিলাম। ২ বছর ও যাইতে পারলোনা। কোন এক অদ্ভুত কারনে এখন ঠিক মত ডিসপ্লে আসেনা। আজকে আসছে ২৪ঘন্টা অন করে রাখার পরে।

      জবাব দিন
    • আহ্সান (৮৮-৯৪)

      সানাউল্লাহ ভাই,
      আপনার মত একজন গুণী এবং শ্রদ্ধাভাজন বড়ভাই'র কাছ থেকে এতসুন্দর মন্তব্য পেতে যেকোন ছোট ভাই ই স্বপ্ন দেখে। আমিও তার ব্যতিক্রম নই। লেখালেখিতে আমি এতটাই কাঁচা যে আপনার লেখাগুলো পড়ে মাঝে মাঝে লজ্জায় লেখা ছেড়ে দেবার কথা ভাবতাম। আজ সেই সানাউল্লাহ ভাই'র কাছ থেকে এরকম একটা মন্তব্য পেলাম...আমার আর কি চাই?

      ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে। এখন মনে হয় লেখার মত উৎসাহ পাচ্ছি...। দোয়া করবেন আমার জন্য।

      জবাব দিন
      • সানাউল্লাহ (৭৪ - ৮০)

        তোমাগো বিনয় দেইখ্যা ডরে ব্লগানোই ছাইড়া দিমু ভাবতাছি। তোমাদের একেকজনের লেখা পড়ে এতো ভালো লাগে। অসাধারণ সব মানুষ, দারুণ সব লেখা।

        এয়ারফোর্সের এ এন-৩২ বিমান থেকে নীল আকাশে ঝাপিয়ে পড়েছি প্যারাস্যুট নিয়ে নীল আকাশের মেঘপুঞ্জকে আলিঙ্গন করার জন্য। পাখির মত ডানা মেলে উড়ে বেড়িয়েছি খোলা আকাশের বুকে।

        এইটা কার লেখা? আমার বলবানা নিশ্চয়ই? এতো চমত্কার এক্সপ্রেশন আর দুর্দান্ত সব ছবি? :salute:


        "মানুষে বিশ্বাস হারানো পাপ"

        জবাব দিন
  5. রেজওয়ান (৯৯-০৫)

    :salute: স্যার থুক্কু ভাই,
    এদ্দিন কই ছিলেন...আম্নেরে দেইখ্যা মনডা ভইরা গেল ।
    ধুর এত :gulli2: বাদ দিয়া আইয়া পরেন...বহুত করন জাইব অইগুলা
    আর ছবি গুলা যাক্কাছ হইসে...আমি বি পি সি 'র জন্য টেস্ট দিসিলাম কিন্তু আগের দিন পায়ে ব্যাথা (এসল্ট কোর্সে)পাইয়া আর পারি নাই । ৪০ জন গেসিল আমি ৪১ এ ছিনাম
    :(( :(( :((

    জবাব দিন

মওন্তব্য করুন : আহ্সান (৮৮-৯৪)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।