বড় হবো…

ডিসক্লেইমারঃ যদিও ডিসক্লেইমার সম্মন্ধে অনেকেরই আপত্তি আছে, কিন্তু তার পরেও পোস্টের শুরুতেই এই অপ্রিয় কাজটি না করে পারছিনা। কারণ, আমি একটা ভয়ঙ্কর কাজ করতে যাচ্ছি যেটা আমার জীবনে এর আগে কখনো করিনি।
……অবশেষে আমি একখানা ছড়া (নাকি কবিতা ঠিক জানিনা) লিখিয়া ফেলেয়াছি। লেখা পড়া করিতে করিতে যখন আমার আর কিছু ভালো লাগেনা, যখন মনের মধ্যে আত্মোপলব্ধি হইল যে, “জীবন তো একটাই, কি হবে এই একমাত্র জীবনটাকে এত কষ্ট দিয়ে” – ঠিক তখনই কাগজ কলম লইয়া বসিয়া গেলাম এবং যাহার ফসল নীচের এই শীর্ণ লাইন গুলো।

দয়া করিয়া নিজ দায়িত্বে পাঠ করিবেন। এডু-মডু কিংবা সম্পাদক যাহারাই আছেন, এই অখাদ্য লেখা খানি মান সম্পন্ন না হইলে তৎক্ষণাত মুছিয়া দিবেন, আমার কোন আপত্তি থাকিবেনা…

—————————————————————————————–

বড় হবো

আমি অনেক বড় হবো
লেখক হবো, কবি হবো
গায়ক নয়তো নায়ক হবো
হয়তো দেশের রাজাও হবো।।

মায়ের চোখের মণি হবো
বাবার হাতের লাঠি হবো
ভাইয়ের বুকের ছাতি হয়ে
বোনের ভালোবাসা হবো ।।

বান্ধবীদের সঙ্গী হবো
বন্ধুদের সব ঈর্ষা হবো
সব কিছু ছেড়ে ছুড়ে
প্রিয়ার ঠোঁটের হাসি হবো ।।

ছেলের চোখের স্বপ্ন হবো
মেয়ের সুখের উৎস হবো
সংসারের কর্তা হয়ে
বউয়ের কলুর বলদ হবো ।।

দাদা হবো নানা হবো
ডায়াবেটিসের রোগী হবো
জীবন নদী পাড়ি দিয়ে
ঐ ভূবনের সাথী হবো ।।

এত কিছু জানার পরেও
স্বপ্ন আমি দেখে যাবো
যায়না বলা হয়তো আমি
সত্যি-ই একদিন বড় হবো ।।

৮,৪৭৩ বার দেখা হয়েছে

১৬২ টি মন্তব্য : “বড় হবো…”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    ছন্দ মিলাইতে পারি না তো, কমেন্ট করবো কিভাবে 🙁

    বস, ছড়া সেই রকম ছিল... কিন্তু পড়ার সময় আমার খালি একটা দৃশ্য চোখের সামনে ভাসছিল... আপনি কমান্ডো গ্রাইন্ডে দাড়ায়া এই ছড়া পাঠ করছেন... আর আমরা শুনে হাততালি দিচ্ছি 😀

    ( ফ্রন্টরোল......... ফ্রন্টরোল......ফ্রন্টরোল...... আমি অত্র এলাকায় নাই, পালাই... )


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. আহ্সান (৮৮-৯৪)

    হা হা হা...ভালো বলেছেন...
    আমার বাসায়, আমি খুবই বোকা ছেলে...আমার মাথায় বুদ্ধি নাই...আল্লাহ একটা চাকরী দিয়েছিল বলে বেঁচে গেছি...ইত্যাদি নানা কথা শুনতে হয়। আমার আপন ছোট ভাইয়েরও হয়তো ধারণা তাই ছিল। তারা জানেনওনা যে আমি কি কাজ করি আর কতটুকু দায়িত্বপুর্ণ(চামে নিজের গুণ-কীর্তন করে নিলাম একটু)...
    নীচের ছবিটির এই স্টুডেন্টটি আমার সেই ছোট ভাই... আশা করি এবার বাসায় আমার ইমেজ বদলাবে my real face

    জবাব দিন
  3. দিহান আহসান

    হা হা হা হা ...
    শেষ পর্যন্ত আমাদের আহসান ভাইয়া ছবি দিলেন, মেয়ে খুঁজতে সমস্যা হবেনা।
    আমি অবাক হয়ে ভাবছি, ছবি'র মানুষটা'ই কি এত সুন্দর করে কবিতা লিখেছে? (অবাক হওয়ার ইমো)

    জবাব দিন
  4. মুসতাকীম (২০০২-২০০৮)

    আহসান আই আপনে বস :salute: :salute: :salute:


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  5. জাফর (৯৫-০১)

    কবিতা পড়ে ব্যাপক মজা পেলাম।

    বান্ধবীদের সঙ্গী হবো
    বন্ধুদের সব ঈর্ষা হবো
    সব কিছু ছেড়ে ছুড়ে
    প্রিয়ার ঠোঁটের হাসি হবো ।।

    ছেলের চোখের স্বপ্ন হবো
    মেয়ের সুখের উৎস হবো
    সংসারের কর্তা হয়ে
    বউয়ের কলুর বলদ হবো ।।

    জবাব দিন
  6. রেজওয়ান (৯৯-০৫)

    বস !!!!! আপনে এখনও পিসি ছাড়েন নাই 😮
    এইডা কি দিলেন বাহ বাহ :salute:
    আর এই ছবিটা শেষ পর্যন্ত এইখানে দিলেন !!!!
    আহহারে বেচারা রায়হান ভাই......
    অঃটঃ ভাই/স্যার এই ছবি দেখলে যে কোন মেয়েই তো......
    :frontroll: :frontroll: ওয়ে ওয়ে

    জবাব দিন
  7. আহ্সান (৮৮-৯৪)

    ইয়ে, মানে ফয়েজ ভাই, আপনারে খুব সোন্দর কইরা এক কাপ চা দিতে বলি?

    ঐ রকিব, ফয়েজ ভাইরে কড়া কইরা কাঁচা পাত্তি দিয়া এক কাপ মালাই চা লাগা তো...
    লগে এক কার্টন বেলা বিস্কুট...

    জবাব দিন

মওন্তব্য করুন : দিহান (অতিথি)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।