ইউসুফ ঝকক (‘৮৩-‘৮৯)

সিসিবি তে উনি, যতদূর জানি, এডজুটেন্ট হিসাবে পরিচিত। ব্লগ এডজুটেন্ট না, ‘Adjutant’ এডজুটেন্ট। গতকাল খবর পেলাম তাঁকে ঢাকা সি.এম.এইচ এ ভর্তি করা হয়েছে। ম্যাসিভ হার্ট এ্যাটাক-এর শিকার। এখন ICU তে আছেন।
সিসিবি’র সকল সদস্যদের প্রতি অনুরোধ জানাচ্ছি – দোয়া/আরোগ্যকামনা করবেন। আমার ছোটমামা হন, মাত্র ৪০। ছোটমামীও বছরখানেক আগে এ্যাজমাতে মারা যান। এমন ঘটনা খুবই unexpected…

২,০৭০ বার দেখা হয়েছে

১৬ টি মন্তব্য : “ইউসুফ ঝকক (‘৮৩-‘৮৯)”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    দোয়া করি উনি খুব তাড়াতাড়ি সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসুন...


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    আদনান,

    তোমার মামা ইউসুফকে আমরা আদর, ভালোবাসা, শ্রদ্ধায় 'অ্যাডজুটেন্ট' বলে ডাকি। ইউসুফকেই আমরা ব্লগের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দিয়েছি। কিন্তু তুমি এ কি খবর দিলে! আশা করি ও দ্রুত সুস্থ হয়ে উঠবে। আমাদের সবার শুভ কামনা ওর জন্য। তুমি সময়ে সময়ে ওর স্বাস্থ্যের অগ্রগতি আমাদের জানিও। কিছুটা সুস্থ হয়ে উঠলে অবশ্যই ওকে দেখতে যাবো।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  3. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    এত অল্প বয়সে!
    ইউসুফ ভাই নিশ্চয়ই ভালো হয়ে উঠবেন, বিশেষত হাসপাতাল পর্যন্ত যখন পৌঁছে যেতে পেরেছেন।
    আপডেট দিয়ো আদনান।
    খুব মন খারাপ হয়ে গেলো, খুব।

    জবাব দিন

মওন্তব্য করুন : আমিন (৯৬-০২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।