আজাদ-এর প্রথম সাইকেল চালানোর অভিজ্ঞতা

আমাদের SSC exam এর registration করানোর জন্য একবার কলেজ এ যাওয়া লাগলো। আমাদের intake এর সবাই… তো, আমাদের হাফিজ থাকতো ঝিনাইদহ-তেই। সে কলেজ-এ সাইকেল চালিয়েই চলে আসলো।

আজাদ তখন সাইকেল চালাতে পারতো না। ও বায়না ধরলো যে তাকে সাইকেল চালানো তখন-ই শিখাতে হবে। ভাল, আমি শিখানো শুরু করলাম। বললাম, প্যাডেল মার, দুরে তাকা, ভয় পাইসনা আমি আছি পেছনে তরে ধইরা রাখমু problem নাই তুই just সোজা তাকা আর প্যাডেল মারতে থাক।

ভালই চলছিলো… আমি ছেড়ে দিয়েছিলাম পেছন থেকে, হঠাৎ ও দেখল campus এর দুইটা মেয়ে হেটে হেটে আসছে; ও সাথে সাথে balance উলটা পালটা করে ফেললো। আর যখন দেখল যে আমি পেছনে আর ধরে নেই, তখন ও nervousness এর চরম level-এ, আর control রাখতে না পেরে আকাবাকা করতে করতে পাশে hedge এর ভেতরে… আর পড়বি তো পড় একেবারে ঐ মেয়ে দুটো যখন পাশাপাশি চলে এসেছে ঠিক তখন! …

আজাদ আবার বেশ মুডি টাইপ ছিল ঐ বয়স-এ, লজ্জায় তো পুরা লাল!! আর আমরা হাসতে হাসতে গড়াগড়ি, ওর সব মুড বের হয়ে গেছে এটা দেখে…. oh, beautiful old days; I miss a lot!

২,৪৯১ বার দেখা হয়েছে

৩১ টি মন্তব্য : “আজাদ-এর প্রথম সাইকেল চালানোর অভিজ্ঞতা”

  1. আরিফ (৯২-৯৮)

    শাবাশ আদনান। তবে মেয়েগুলারে দেখেই যে তুমি তাল হারায়ে সাইকেল ছেড়ে দিস এইটা ত বোল্লা না। তুমি ত মেয়ে দেখলে মাথা থিক রাখতে পার না। ব্যাপার না।

    জবাব দিন
  2. জুনায়েদ কবীর (৯৫-০১)

    আদনান, নাইস টু সি ইউ হেয়ার ব্র... :thumbup:
    কিন্তু, তুমি কিছু কিছু টার্ম ইংরেজীতে দিয়েছে কেন???
    যাইহোক, ব্লগে স্বাগতম... :clap:


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
    • রকিব (০১-০৭)
      লিখেছেনঃ আদনান (১৯৯৭-২০০৩) | মঙ্গল, ৩/০২/০৯ – ১১:৪৬ অপরাহ্ন

      ~x( 😮 :-/ 😮 :bash:

      আদনান (১৯৯৪-২০০০) বলেছেনঃ
      ফেব্রুয়ারী ৪, ২০০৯ @ ৭:১৪ পূর্বাহ্ন

      কত্তোগুলা আদনান ভাই !!!!!!!!!!!


      আমি তবু বলি:
      এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

      জবাব দিন
  3. সাকেব (মকক) (৯৩-৯৯)

    আদনান,
    সিসিবিতে স্বাগতম...

    খালি যাওনের আগে একটা গান শুনায় যায়েন। ওইযে ওইটাঃ ইচ্ছে করে, যাই চলে যাই অচিনপুর

    তুমি কি গান-বাজনা কর?


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  4. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    বয়েজ এন্ড গার্লস,এইটা কোন আদনান বুঝছেন তো? "ভালবাসা দিবস ৯৯ ও ইলিয়াস স্যারের উক্তি" নামে আমার যেই ব্লগ...
    That’s him!(hotat NSU er DJuice PC theke Bangla chole gelo….Teki brothers,please give the link if possible…)

    Adnan, welcome!!!!

    জবাব দিন

মওন্তব্য করুন : সাকেব (মকক) (৯৩-৯৯)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।