প্রসঙ্গঃ সাম্প্রতিক মন্তব্য

সিসিবির সবচেয়ে জনপ্রিয় অংশ মনে হয় সাম্প্রতিক মন্তব্য। সেটার অভাবে গত দুদিন অনেককেই মাথা ঠুকতে দেখা গিয়েছে। কাইয়ূম ভাইর মত যারা শুধু মন্তব্য করে তারা খুব অসুবিধায় ছিলেন। তাদের সুবিধার জন্য সাময়িকভাবে ব্লগে সাম্প্রতিক মন্তব্য যোগ করা হয়েছে। তাড়াহুড়ো করে যোগ করার কারণে এটাতে বেশ কিছু সমস্যা এখনো রয়ে গেছে। সবচেয়ে বড় কথা সিসিবির ব্লগ এডজুট্যান্ট প্যারেডে না থাকার কারণে অনেক কিছু সমন্বয় করা সম্ভব হয় নি। সবার সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। খুব শীঘ্রই এডজুট্যান্ট এসে এটিকে আবার আগের অবস্থায় নিয়ে যাবেন। ততক্ষণ পর্যন্ত এটা দিয়েই কাজ চালাই।

-একটিং ব্লগ এডজুট্যান্ট

১,৯৩৪ বার দেখা হয়েছে

২১ টি মন্তব্য : “প্রসঙ্গঃ সাম্প্রতিক মন্তব্য”

  1. রকিব (০১-০৭)

    blockquote>

    কাইয়ূম ভাইর মত যারা শুধু মন্তব্য করে তারা খুব অসুবিধায় ছিলেন।

    কাইয়ূম ভাইতো এইবার :gulli2: :gulli2: মারবে।


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  2. রবিন (৯৪-০০/ককক)

    এক্টিং এডু স্যার এর প্রতিঃ

    একটু আগে মইন (৯৪/সকক) এর আমাদের প্রব্লেম টা নিয়ে কথা হলো।মূল সমস্যা যেটা ছিলো সেটা হলো, আমাদের সাম্প্রতিক মন্তব্যের প্লাগ ইন টার mysql এ query রেট ছিলো খুব ই স্লো। যেই কারনে সেটা এতো বেশি mysql এ query করতো যার জন্য অন্যান্য সাইট গুলা স্লো হয়ে যেতো (যেহেতু mysql টা শেয়ার করা)। তাই আমাদের প্লাগ ইন টার কোড অপ্টিমাইজ করে তারপর আবার চালু করতে হবে। যদি না করে চালু করি তাহলে আবার সাসপেন্ড হবার চান্স আছে।
    আমি জানি না, কোড অপ্টিমাইজ করা হয়েছে কি না, তাই :just: শেয়ার করলাম যতোটুকু বুঝেছি।

    জবাব দিন
      • সমস্যা হলে বইলেন........ ঠিক করে দেয়ার ট্রাই করব...... মানে কোড করে দেয়ার ট্রাই করব আরকি...

        আমার মতে যেহেতু সাম্প্রতিক মন্তব্য অংশটা খুবই ফ্রিকোয়েন্টলি পরিবর্তন হচ্ছে সুতরাং একে ডাটাবেজ এক্সেস করতে না দেয়াই ভাল...... যেটা করতে হবে তা হল: মূল কমেন্ট ইনসার্শন কুয়েরিটাকে একটু এডিট করে লোকাল সার্ভারে একটা টেক্সট ফাইলেও সেভ করে রাখতে হবে কমেন্টগুলো....... সাম্প্রতিক মন্তব্য প্লাগইনটা সেখান থেকে ডাটা পড়বে.... ডাটাবেজে যাবেই না.........

        *** কনসেপ্ট এটা....... বিস্তারিত ভাবিনাই......

        জবাব দিন
        • কামরুলতপু (৯৬-০২)

          লোকাল সার্ভার বলতে কি বুঝাচ্ছ? রিসেন্ট কমেন্ট আনতে হলে সার্ভার এর ডাটাবেজ তো মনে হয় একসেস করতেই হবে। তোমার কথাটা আরেকটু খুলে বল।
          জিহাদ নতুন প্লাগইন এর দেখ অপশন এর উপর ভিত্তি করে অনেক গুলা কাজ করা আছে ঐ অংশগুলা চেঞ্জ করে ফেলতে পার। আমাদের যা যা লাগবে সেটা রেখে এইটাকে একেবারে কাস্টমাইজ করে ফেলা মানে অপশনগুলা আর থাকবেই না। তুমি কি আমাকে আগের প্লাগইন ফাইলটা সেন্ড করতে পারবা?

          জবাব দিন
  3. জিহাদ (৯৯-০৫)

    বর্তমান প্লাগইনটা ভালই। অন্তত আগেরটার চে। লাস্ট দুইদিনের স্লো রানিং কোয়েরী লগ ফাইল আশা ব্যাঞ্জক। নতুন প্লাগইনটা খুব বেশি সমস্যা করছেনা। 🙂


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
  4. তৌফিক (৯৬-০২)

    ওয়েব ডিজাইন শিখুম-শখ হইছে।

    জিহাদ, কোথা থাইকা শুরু করুম কও তো? এইচ টি এম এল দিয়া স্ট্যাটিক ওয়েবসাইট বানাইতে পারি, একটা বানাইছিও

    www.engr.mun.ca/~egss/

    এইটারে ডায়নামিক কেমনে করা যায়?

    জবাব দিন

মওন্তব্য করুন : রবিন (৯৪/ককক)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।