সিসিবি ‘ছবি সঙ্কলন’

আপডেট:

খুব বেশি ছবি আমাদের হাতে আসেনি, তাই ছবি পাঠানোর সময় বাড়ানো হলো। আশা করি সবাই অংশগ্রহন করবেন।
ছবি আর লেখা পাঠানোর শেষ তারিখ –১৫ মে, ২০০৯

সিসিবি ‘ছবি সঙ্কলন’
আবারো ই-বই প্রকাশনার উদ্যোগ নিয়েছে সিসিবি প্রকাশনা পরিষদ। তবে এবারে ‘ছবি সঙ্কলন’।
ক্যাডেট কলেজের স্মৃতিময় ছবিগুলো নিয়ে একটি ই-বই প্রকাশ করবে সিসিবি। আপনাদের সবার আন্তরিক অংশগ্রহন কাম্য।

কেমন ছবি পাঠাবেন
ক্যাডেট কলেজের যে কোন ছবি হতে পারে । হতে পারে আমাদের সবার প্রিয় খেলার মাঠের, হাউজের, একাডেমি ব্লকের, ক্লাস রুমের। হতে পারে প্যারেডের, মার্চ-আপের, এক্সট্রা ডিলের। কিংবা হতে পারে কোন প্রতিযোগিতার, দৌড়ের, এথল্যাটিক্সের, অডিটরিয়ামের। আবার হতে পারে রুমে বন্ধুদের সাথে আড্ডার, আম-কাঠাল-ডাব চুরির, রুম ক্রিকেটের, লুকিয়ে ধুমপানের বা ক্যাডেট কলেজ সংক্রান্ত যে কোনো কিছুই হতে পারে। । তবে সবার কাছে অনুরোধ রইলো, খেয়াল রাখবেন ছবিটা যাতে হয় মজার বা ইন্টারেস্টিং বা অন্য কোন ভাবে বিশেষ কিছু।

শুধু ছবি দিলে হবে না। দিতে হবে ছবির ছোট্ট একটা বিবরণ (কবে কোথায় কে/কারা তুলেছে? ছবিতে কারা কারা আছে? ) এবং ছবির পেছনের গল্প খুব সংক্ষেপে কয়েক লাইনে, মজা করে। সর্বোচ্চ ১০০-১৫০ শব্দে।

ছবি সাদাকালো বা রঙ্গিন যে কোন রকম হতে পারে। সর্বনিম্ন ৬০০ x ৮০০ থেকে শুরু করে যত বড় ইচ্ছে ছবি দিন সমস্যা নেই। তবে ৬০০ x ৮০০ এর কম হলে হবে না। একাধিক ছবি পাঠালে আপত্তি নাই।

সকল ছবি থেকে বাছাই করে ছবি নিয়ে সিসিবি সম্পাদনা পরিষদ প্রকাশ করবে স্মৃতিময় ক্যাডেট কলেজের ‘ছবি সঙ্কলন’।

কিভাবে পাঠাবেনঃ
ছবি এবং তার সংগের লেখা একসাথে পাঠিয়ে দিন এই ঠিকানায়-
contactcadetcollegeblog@gmail.com

আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কাম্য।
ধন্যবাদ। :

৩,৩২৭ বার দেখা হয়েছে

৪৫ টি মন্তব্য : “সিসিবি ‘ছবি সঙ্কলন’”

  1. আদনান (১৯৯৭-২০০৩)

    যাহ্‌ শালার... পাঠাইলাম ছবিগুলা এতক্ষণ বইসা বইসা। ছাপা না হইলে কিন্তু কইলাম আগের বার যা করসি হেইডা কইরা দিমু!!

    ম্যাশ, তুই আরো কিছু সাপ্লাই দে আমাদের... রিজল্যুশনের ব্যাপারটা মাথায় রেখে সেন্ড করে দে যা আছে।

    ভাল কথা, ছবি আমার পাঠানো হয়ে গেছে বলে তারিখ এক্সটেন্ড করার ব্যাপারে কিন্তু আমি মত বদলাই নাই। জমা দেবার ডেট আরো বাড়তি চাই। যাদের ছবি দূরে আছে বা পাঠানোতে পেইন আছে তাদের কথা চিন্তা করেই বললাম।

    জবাব দিন
    • মাসরুফ (১৯৯৭-২০০৩)

      ওয়ে হোয়ে সায়েদ ভাই,বিশ্বাস করেন আর নাই করেন আপনেরে সেইদিন স্বপ্নে দেখছি-সন্ত্রাসীদের সাথে গোলাগুলি করতাছেন আর আমি পলায় আছি 🙁 ঈমানে কইতাছি এমুন স্বপ্ন ক্যান দ্যাকলাম বুঝবার পারতাছি না-নিজের যত্ন নিয়েন...

      জবাব দিন

মওন্তব্য করুন : ইউসুফ (১৯৮৩-৮৯)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।