“ক্যাডেট কলেজ ব্লগ” এখন মুঠোফোনেও…

একটু কনফিগার করে নিলে এখন মোবাইলে বাংলা সাইটগুলোও যে ঠিকঠাক দেখা যায় সে কথা ইতোমধ্যে পুরনো খবর। কিন্তু কোন বাংলা সাইটের জন্য মোবাইল ফোনের উপযোগী ভার্সন এখনো পর্যন্ত বের হয়নি।

একথা গতকাল পর্যন্তও সত্যি ছিল। এখন নেই। কারণ আজ থেকে সি.সি.বির মোবাইল ভার্সনও চালু করা হলো।

তো দেখা যাক কোন সাইটের মোবাইল ভার্সন বলতে আসলে কি বোঝায়….

মোবাইলে যারা ওয়েব ব্যবহার করে অভ্যস্থ তারা জানেন যে ফেসবুক, ইয়াহু, গুগল, এম এস এন সহ অনেক জনপ্রিয় ওয়েব সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো তাদের জনপ্রিয় সার্ভিস সমূহের নিয়মিত ভার্সনের পাশাপাশি মোবাইল ফোন উপযোগী ভার্সনও অনেক আগেই থেকেই শুরু করেছেন। মুঠোফোন উপযোগী এইসব ভার্সন সমূহে ঠিক প্রয়োজনীয় বিষয়গুলোই সন্নিবেশিত করা হয় যেন মোবাইল ব্যবহার করে ঠিক প্রয়োজনীয় কাজগুলোই খুব সহজে করে ফেলা যায়। মোবাইল থেকে রেগুলার ভার্সন একসেস করেও একই কাজ করা যাবে কিন্তু তা হবে অনেক ঝামেলাপূর্ণ এবং বেশি ডাটা ট্রান্সফারের কারণে খরচও হয় অনেক অনেক বেশি। আর কোন সাইটের মোবাইল ভার্সনের উপযোগীতা ঠিক এখানেই।

যেসব মোবাইলে দেখা যাবে:

কমপ্লেক্স স্ক্রিপ্ট সমর্থিত ব্রাউজার (যেমন: অপেরা মিনি) ইন্সটল করা যায় এমন যে কোন মোবাইল থেকে সিসিবির এই মোবাইল ভার্সন দেখা যাবে।

মোবাইলে বাংলা সাইট দেখার জন্য:

১। মোবাইলে বাংলা দেখার জন্য আপনাকে কমপ্লেক্স স্ক্রিপ্ট সমর্থিত যে কোন ব্রাউজার ইন্সটল করে নিতে হবে। এক্ষেত্রে সবচে প্রচলিত এবং জনপ্রিয় মোবাইল ওয়েব ব্রাউজার হচ্ছে অপেরা মিনি।

অপেরা মিনি-তে বাংলা কনফিগার করবেন যেভাবে:

১। অপেরা মিনির ব্রাউজারে বাংলা কনফিগার করার জন্য এই পোস্টটি দেখুন।

২। অপেরা মিনি ডাউনলোড করতে পারবেন এখান থেকে।

সিসিবির মোবাইল ভার্সনে যা যা থাকছে:

১। যেহেতু মোবাইল ব্যবহার করে ব্লগ ভিজিটের ক্ষেত্রে পড়ার ব্যাপারটাই গুরুত্ব পায় সবচে বেশি তাই সিসিবির মোবাইল ভার্সনে সে ব্যাপারটিকেই গুরুত্ব দেয়া হয়েছে সবচে বেশি।

২। মোবাইল ব্রাউজারে www.cadetcollegeblog.com টাইপ করে এন্টার চাপলেই সরাসরি তা’ মোবাইল ভার্সনে রিডাইরেক্ট হয়ে যাবে। এর জন্য আলাদা কোন এড্রেস ব্যবহার করার দরকার নেই।

হোম পেজ

হোম পেজ


৩। হোমপেজে কেবল মাত্র সাম্প্রতিক পনেরটি পোস্টের লিংক প্রদর্শিত হবে।

৪। এর নিচে রয়েছে একটি সার্চ বক্স ।

৫। সার্চ বক্সের ঠিক নিচে রয়েছে পৃষ্ঠাসমূহের লিস্ট।

৬। ফুটারে রাখা হয়েছে লগইন/রেজিস্ট্রেশনের লিংক। পাশাপাশি আপনি যদি মোবাইল ভার্সনের পরিবর্তে নিয়মিত সাইটে প্রবেশ করতে চান তবে সে লিংকও ফুটারে সন্নিবেশিত করা হয়েছে। এতে ক্লিক করে আপনি সিসিবির নিয়মিত সাইটে প্রবেশ করতে পারবেন।

ফুটার

ফুটার

একক ব্লগ পোস্ট

একক ব্লগ পোস্ট

৭। একক ব্লগ পৃষ্ঠাতে শুধু নির্দিষ্ট ব্লগটি এবং সংশ্লিষ্ট ব্লগের কমেন্ট প্রদর্শিত হবে। পাশাপাশি ব্লগের উপরে পূর্ববর্তী এবং পরবর্তী ব্লগ পোস্টে যাবার নেভিগেশন লিংক রয়েছে।

৮। পৃষ্ঠা লোডিং এর ক্ষেত্রে ডাটা ট্রান্সফার সর্বনিম্ন রাখার অভিপ্রায়ে অধিকাংশ অপশনগুলো ইংরেজীতেই রেখে দেয়া হয়েছে।
.
.
.

সুবিধা:

১। সিসিবির নিয়মিত সাইট মোবাইল ব্রাউজারে লোড হতে যে পরিমাণ ডাটা ট্রান্সফার হতো মোবাইল ভার্সনে তা কমে গিয়ে এক তৃতীয়াংশে দাঁড়াবে। ফলশ্রুতিতে তা হবে আগের চেয়ে প্রায় আড়াইগুণ সাশ্রয়ী। লোড হতেও আগের চেয়ে সময় লাগবে অনেক অনেক কম।

২। শুধুমাত্র প্রয়োজনীয় বিষয়গুলো সন্নিবেশিত করার দরুন মোবাইল থেকে সিসিবিতে ব্লগিং অভিজ্ঞতা হবে পূর্বের চেয়ে নি:সন্দেহে সহজ, সাশ্রয়ী এবং আরামদায়ক।

সীমাবদ্ধতা:

মন্তব্য

মন্তব্য


১। মোবাইল থেকে কমেন্ট করার ক্ষেত্রে “জবাব দিন” অপশনটি নিস্ক্রিয় থাকবে। কারণ নিয়মিত ভার্সনের ক্ষেত্রে “জবাব দিন” অপশনটি যে ডিভিশন(Division) ব্যবহার করে কাজ করে তা মোবাইল ভার্সনের থিম এ অনুপস্থিত। তবে সাধারণ মন্তব্য অপশন ব্যবহার করে মন্তব্য করা যাবে।

২। মোবাইল ব্রাউজারের সীমাবদ্ধতার জন্য বাংলা অনেক যুক্তক্ষর কিংবা শব্দ ঠিকভাবে প্রদর্শিত নাও হতে পারে।

পুনশ্চ: সিসিবির এই মোবাইল ভার্সনে অনেক ক্ষেত্রেই অনেক সীমাবদ্ধতা রয়ে গেছে। তবে আশা করা যাচ্ছে পর্যায়ক্রমে সেসবও ঠিক করে ফেলা হবে।

হ্যাপি ব্লগিং ।

৫,৪০৬ বার দেখা হয়েছে

৬৪ টি মন্তব্য : ““ক্যাডেট কলেজ ব্লগ” এখন মুঠোফোনেও…”

  1. কামরুল হাসান (৯৪-০০)

    সিসিবি দেখি একধাপ এগিয়ে গেলো সবার চেয়ে।

    জয় সিসিবি। :thumbup:


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  2. আহসান আকাশ (৯৬-০২)

    নাহ... এতোদিনের সেটটা মনে হয় এবার বদলাতেই হবে।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  3. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    জটিল জটিল :boss:
    সিসিবি বাংলা সাইট গুলোর মধ্যে সবসময়ই একধাপ এগিয়ে থাকবে এই কামনাই করি।
    সিসিবি ডেভেলপারদের প্রতি অশেষ কৃতজ্ঞতা :hatsoff:
    এবং সেই সাথে একটি আবেদন, আমাকে একটি বাংলা উপযোগি সেট দিয়ে সহায়তা করলে রেগুলার সিসিবি মোবাইলেও পড়তাম আর কি ;)) :hug:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  4. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    :hatsoff: :hatsoff: :hatsoff:

    এডু-মডু সবার জন্য।

    নিজের জন্য :thumbdown: । কারণ আমি বোধহয় এইসব প্রযুক্তি শিখতে-বুঝতে বেশি সময় নিয়া ফালাই!!


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  5. আমিন (১৯৯৬-২০০২)

    আমার তো ঝামেলা হয়া গেল। আগে মূল সাইট থেকেই আমি পড়তে কমেন্ট করতে জবাবও দিতে পারতাম। এখন ঠিকমতো পড়তেই পারতেসি না। আমার মোবাইলের স্ক্রীনে আটে না। মোবাইলে ঢুকে মোআইল ভারসন বাদ দিয়া মূল ভার্সনে যাওয়ার ব্যবস্থা নাই???

    জবাব দিন
  6. সামিয়া (৯৯-০৫)

    কিছুই বুঝিনাই কারণ ধৈর্য্য ধরে পড়িনাই, প্রযুক্তি বিষয়ক যেকোন পোস্টই যত্নের সাথে এড়িয়ে চলা হয় :shy: :shy:
    এইটুকু বুজছি জিহাদ ভাই বস 😀 :salute:
    আরেকটা জিনিস বুঝিনাই, আমার সেটটা যেটা দিয়ে কল করা, মেসেজ পাঠানো দুইটাই করা যায়, তাতে কি আমি সিসিবি দেখতে পাবো?

    জবাব দিন

মওন্তব্য করুন : কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।