চুনকাম চলিতেছে, সবার সাহায্য কাম্য

বর্তমানে সিসিবির থীম ইন্টারফেসসহ আরও নতুন নতুন ফীচার আপগ্রেড ও সংযোজনের কাজ চলছে। প্রথম ধাপে সিসিবির থীমটি আপগ্রেড করে রেসপন্সিভ বা মোবাইল ডিভাইস বান্ধব করা হয়েছে। এর মানে হচ্ছে ডেস্কটপ, ট্যাব, স্মার্টফোন সকল ডিভাইসের রেজুলেশন অনুসারে সিসিবির থীমটি আপনাআপনি মানিয়ে নেবে। যেহেতু প্রথমদিকের কাজ চলছে, কাজেই নানা ধরণের বাগ প্রত্যাশিত। সিসিবির নিয়মিত পাঠক/লেখকদের তাই যে কোন ধরণের সমস্যা বা বাগ রিপোর্ট নিচে মন্তব্যের ঘরে করার জন্য অনুরোধ রইলো।

হ্যাপি ব্লগিং!।

৩,৩৩৯ বার দেখা হয়েছে

৪১ টি মন্তব্য : “চুনকাম চলিতেছে, সবার সাহায্য কাম্য”

  1. রাজীব (১৯৯০-১৯৯৬)

    পরিবর্তনটা চমৎকার লাগছে।
    কমেন্ট এর বাক্স যদিও কিছুটা ভিন্ন ঠেকছে তবু বলবো বেশ হয়েছে।


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন
  2. ইয়েন (২০০১-০৭)

    কমেন্ট এর পরে "সিগনেচার", "জবাব দিন" এগুলো সহ আরো কিছু জায়গায় ফন্ট কালার কালোর জায়গায় ধূসর হওয়ায় সাদা ব্যাকগ্রাউন্ডে অনেক সময় অস্পষ্ট আসছে। ফন্ট সব কালো করা যেতে পারে।

    জবাব দিন
  3. জুনায়েদ কবীর (৯৫-০১)

    চোখে সয়ে নিতে একটু সময় লাগছে...কিছুদিন যাক... 😀
    ভাল কথা, 'জবাব' দিতেই থাকলে কমেন্ট থ্রেড তো মনে হচ্ছে বেশি ডানে সরে যাচ্ছে...


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  4. মোকাব্বির (৯৮-০৪)

    সাময়িক হলেও একটি সিসিবি চ্যাটরুম খোলার দাবী জানাই। ব্রেক টাইমে যাতে হা-হুতাশ করা যায়! 🙁


    \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
    অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

    জবাব দিন

মওন্তব্য করুন : মোস্তাফিজ (১৯৮৩-১৯৮৯)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।