সিক রিপোর্ট

বেশ রকমের একটা ঝামেলা পেরিয়ে ব্লগটা মাত্রই আবার শুরু হলো। এখনো সব কিছু ঠিক ঠাক গুছিয়ে ওঠা হয়নি। সমস্যা রয়ে গেছে বেশ কিছু। তবে সবার সহযোগিতায় অচিরেই সেগুলোও দূর করা সম্ভব হবে।

এই পোস্টটা খোলা হল কার কি সমস্যা হচ্ছে এই ব্লগ ব্যবহার করতে সেটা জানার জন্য। কোন ব্রাউজারে দেখতে কি রকম সমস্যা হচ্ছে সেটাও অনুগ্রহপূর্বক জানান।

আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করবো।

Long Live CCB 🙂

৩,৪৮৪ বার দেখা হয়েছে

৫৫ টি মন্তব্য : “সিক রিপোর্ট”

  1. ১। Explorerএ আমার ব্রাউজারে side bar আসেনা, তবে operaতে ঠিক আছে।
    ২। শাহেদ, নাবিলা, nourin এই তিনজনকে "আমাদের কথা" পেইজের গুঁতোগুঁতির লিস্টে আনা হোক।
    ২। CCB হসপিটালে থাকাকালীন সময়ে wordpressএ কিছু লেখা পোস্ট হইসিলো, যেমন আমার "ফুয়াদের বন্য থেকে", সেগুলোকেও এখানে transfer করা হোক।

    জবাব দিন
  2. রায়হান আবীর (৯৯-০৫)

    আপাতত একটাই বড় সমস্যা...

    সেটা হচ্ছে বেশীরভাগ সময় অপেরাতেও সাইটটা পুরাটা কখনই লোড হয় না। অর্থাৎ ডানদিকের প্যানেলগুলা আসেনা। তাছাড়া যেগুলা বড় লেখা সেগুলাও পুরাটা আসেনা। টাইম আউট হয়ে যায়। গতকালকে "পলেন" লেখাটায় নওরীন আপু কি কমেন্ট করছেন এইটা আমি সারাদিন ট্রাই করেও দেখতে পারি নাই।

    জবাব দিন
  3. নওরীন (৯৪-০০)

    রূপকথা লেখাটায় অনেক গুলো শব্দ মুছে গেছে পাব্লিশ এর পর দেখলাম। এটা কেন হল বুঝলাম না ঠিক। @ জিহাদঃ "কেন হইছে এমন টা জানালে ভাল হত। ওয়েল ইংরেজি শব্দ গুলো লেখা মুছে গেছে বুঝলাম যে প্রগ্রাম সাপোর্টের ব্যাপার আছে হয়ত। কিন্তু বাংলা শব্দ গুলো কেন আসেনি বুঝিনাই! ওয়ার্ডের কি কোনো লিমিটেশন আছে? থাকলে ম্যাক্সিমাম টোটাল কত ওয়ার্ড হতে হবে জানালে ভাল হয়।" ধন্যবাদ।

    জবাব দিন
    • জিহাদ (৯৯-০৫)

      আপু আপনার লেখাটা আমি এপ্রুভ করিনি। হয়তো নেট টাইম আউট হবার জন্য কিছু লেখা আসেনি।
      তবে ব্যাপারটুকু পুরোপুরি অনিচ্ছাকৃত। দয়া করে পুরো লেখাটুকু আরেকবার সাবমিট করতে পারবেন? আমি ঠিক করে দিচ্ছি।
      আর ব্লগে যত কম ইংরেজী শব্দ ব্যবহার করা যায় তত ভাল। বাংলার সাথে ইংরেজী শব্দের মিশ্রণ দেখতে দৃষ্টিকটু লাগে। আর ওয়ার্ড প্রেসে লেখার জন্য কোন শব্দ সীমা বাঁধা নেই। আপনি মহাকাব্য লিখলেও সমস্যা নেই 🙂


      সাতেও নাই, পাঁচেও নাই

      জবাব দিন
  4. ভ্রাত জিহাদ,
    আমার ফায়ারফক্সে সাইট ঠিকঠাক দেখা যায় না, এইটা তোমারে আগেই বলছিলাম।
    ঘটনা হইলো, এইটা লিনাক্সের দোষ না, উইন্ডোজে বইসা লিখছি এখন, এখনো ফায়ারফক্সে ঠিক নাই।
    ঠিক করো বস। (আর যাই করো, আমারে অপেরা ইউজ করতে বইলো না। )

    জবাব দিন
    • জিহাদ (৯৯-০৫)

      শ্রদ্ধাভাজনেষূ তারেক ভাই,

      শায়েস্তা খাঁ কিংবা ফখরুদ্দিন, আমি কারো আমলেই বলিনাই যে এইটা লিনাক্সের দোষ। দোষটা বরং আপনার পরম প্রিয়, দুই নয়নের মণি সুন্দরী পরাক্রমশালী ফায়ারফক্সের। তবে উহারা বলিয়াছে কালকে বের হওয়া ফায়ারফক্সের ভার্সন ৩ তে bug টা জোর পূর্বক মেরে ফেলা হয়েছে।
      ফায়ার ফক্স ২ তে সমস্যাটা ঠিক করার জন্য হয়তো আরো কিছু দিন সময় লাগবে।কারণ আগে যে প্লাগইন টা ইউজ করতাম তার ক্রিয়েটর বলছে যে তার পরীক্ষা চলতেসে। আমি অবশ্য মনে মনে ভাবতেসিলাম- ব্যাটা আবার পরীক্ষা কীসের। প্লাগইন বানাইছিস তো কাজ করবেনা ক্যান? এখনি আবার ঠিক করতে বয়। কিন্তু জানেনই তো সুসভ্য জাতির ক্যাটেগরিতে থাকার জন্য its ok বলেই চুপ থাকতে হয়।

      এই হইলো ঘটনা...


      সাতেও নাই, পাঁচেও নাই

      জবাব দিন
  5. জিহাদ (৯৯-০৫)

    ১। আগে টাইম আউট হবার যে সমস্যাটা ছিল সেটা ঠিক করা হয়েছে।
    ২। নিচের ফোনেটিক কীবোর্ডও এখন ঠিক ঠাক কাজ করছে।
    ৩। ইন্টারনেট এক্সপ্লোরার এ সাইডবার আসার প্রব্লেমটা আমার এখানে দেখতে পাচ্ছিনা। এটা খুব সম্ভবত স্লো নেট কানেকশনের জন্য হচ্ছে। আর IE6 এও এই ঝামেলা হতে পারে। ভাল হয়ে ব্রাউজারটা আপডেট করে নিলে।

    বাকি সমস্যাগুলো দেখা হচ্ছে...


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
  6. তারেক (৯৪ - ০০)

    ভ্রাত জিহাদ,
    তোমার সর্বশেষ তেলেসমাতি বাজিমাৎ করিয়াছে। আমি এখন অগ্নিশেয়াল ব্রাউজারে ঠিকমতন বাংলা দেখিতে পাইতেছি, লিনাক্সে বসিয়াই।
    আমার শুভাশীষ নিও।


    www.tareqnurulhasan.com

    জবাব দিন
  7. কামরুলতপু (৯৬-০২)

    সবার কি এই সমস্যাটা হচ্ছে নাকি আমার একাই। লেখা লেখতে গেলে সব কিছু হ্যাং হয়ে যাচ্ছে। লেখা যাচ্ছে ঠিকই কিন্তু বাকি কোন বোতাম কাজ করে না প্লাস অন্য ট্যাবেও করে না। মজিলাতে।
    লেখা দিতে পারলামনা।

    জবাব দিন

মওন্তব্য করুন : জিহাদ

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।