আপডেটঃ মুক্তিযোদ্ধা মেজর কামরুল হাসান ভূঁইয়ার সাথে সরাসরি আড্ডা, মুক্তিযুদ্ধ জাদুঘরে

আমাদের আশা ছিলো মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠানটি আয়োজন করার। কিন্তু আয়োজকদের ব্যর্থতায় খুব বেশি সংখ্যক মানুষের কাছ থেকে সাড়া পাওয়া সম্ভব হয়নি। এ কারণে ভেন্যু এবং সময় পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অনানুষ্ঠানিক আড্ডাটি হবে মেজর কামরুল হাসানের নিজ কার্যালয়ে। সময় পরবর্তীতে ঘোষণা পোস্টে জানানো হবে।

সবাইকে ধন্যবাদ।
________________________________________
আগামী ১০ই জুন বিকাল চারটা থেকে সন্ধ্যা মুক্তিযোদ্ধা মেজর কামরুল হাসান ভূঁইয়ার সাথে একটি আড্ডার আয়োজন করা হয়েছে। তরুণ প্রজন্ম থেকে শুরু করে সবার সাথে খোলামেলা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি, প্রশ্নের উত্তর দিবেন। চলে আসুন আপনার বন্ধু-বান্ধবদের সবাইকে সহ।

স্থানঃ মুক্তিযুদ্ধ জাদুঘর। ৫নং সেগুনবাগিচা, ঢাকা।
তারিখঃ ১০ই জুন, ২০১১।
সময়ঃ বিকাল ৪টা।

আড্ডা সংক্রান্ত যেকোনো প্রশ্নের জন্য মেইল করুন contact@cadetcollegeblog.com এই ঠিকানায়।

১,৬৮৭ বার দেখা হয়েছে

১২ টি মন্তব্য : “আপডেটঃ মুক্তিযোদ্ধা মেজর কামরুল হাসান ভূঁইয়ার সাথে সরাসরি আড্ডা, মুক্তিযুদ্ধ জাদুঘরে”

  1. সাইফুল (৯২-৯৮)

    ভাল খবর। মিস করব 🙁

    সামনের রমজানে কিছু আছে নাকি? তিন বছর ধরে ইফতার পার্টি মিস করতেছি, এই দূর পারবাসে থাকার কারণে। সিসিবি এর কিছু থাকলে আওয়াজ দিয়েন... 😛

    জবাব দিন
  2. রুম্মান (১৯৯৩-৯৯)

    মনটা বিরাট খারাপ হইল পোষ্টটা দেখে । যেতে পারলে সৌভাগ্যবানদের একজন হতাম । কপালে নাই । যাই হোক, যারা যারা যাবেন , গত ২৬ মার্চ ২০১১ তারিখে আমি মুক্তিযুদ্ধ যাদুঘরকে ৭১ এ যশোরে ঘটা ১টা ঘটনা নিয়ে পেইন্টিং গিফট করেছি । সম্ভব হলে দেখে আসবেন । পেইন্টিং এর নাম " একজন নুরুল হুদা" ।


    আমার কি সমস্ত কিছুই হলো ভুল
    ভুল কথা, ভুল সম্মোধন
    ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
    সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
    ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
    আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

    জবাব দিন
  3. ফয়েজ (৮৭-৯৩)

    মুক্তিযুদ্ধের পরের প্রজন্মকে তাঁর কাজের সংগে যুক্ত করার কোন প্ল্যান তাঁর আছে কিনা এবং থাকলে আমরা কিভাবে যুক্ত হতে পারি?


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন

মওন্তব্য করুন : নাজমুল (০২-০৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।