সিসিবির ওয়ার্ডপ্রেস ভার্সন আপগ্রেড সম্পর্কে

আপডেট: সিসিবির ওয়ার্ডপ্রেস ভার্সনের কাজ সফল ভাবে সম্পন্ন হয়েছে। কেউ সাইট ব্যবহারে কোন সমস্যার সম্মুখীন হলে দয়া করে নিচে মন্তব্যের ঘরে রিপোর্ট করুন। ধন্যবাদ।

———————————————————-
ক্যাডেট কলেজ ব্লগটি ওয়ার্ডপ্রেস ব্যবহার করে ডেভেলপ করা হয়েছে। আজ রাত বাংলাদেশ সময় ১২টা থেকে ক্যাডেট কলেজ ব্লগের ওয়ার্ডপ্রেস ভার্সন আপগ্রেডের কাজ শুরু করা হবে। আপগ্রেড এবং আপগ্রেড পরবর্তী টেস্টিং এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ রাত ১২ টা থেকে আনুমানিক রাত একটা পর্যন্ত ডাউন থাকতে পারে। পাশাপাশি আপগ্রেডের পর প্রথম কয়েকদিন ব্লগের বেশ কিছু ফীচার অনুপস্থিত থাকতে পারে এবং পর্যায়ক্রমে সেগুলো যোগ করা হবে।

আপগ্রেড এবং আপগ্রেড পরবর্তী সময়টুকু সিসিবির ব্লগার এবং পাঠকদের ধৈর্য্য ধরে থাকার জন্য অনুরোধ করা হলো। আপনার সহযোগিতার জন্য অগ্রীম ধন্যবাদ।

৭২১ বার দেখা হয়েছে

১৯ টি মন্তব্য : “সিসিবির ওয়ার্ডপ্রেস ভার্সন আপগ্রেড সম্পর্কে”

  1. কিবরিয়া (২০০৩-২০০৯)

    মন্তব্য টেষ্ট ১ ২ ৩ ৪ ৫... (কপি ফ্রম ডলার ম্যানের পোষ্ট)।


    যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
    জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
    - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

    জবাব দিন
  2. আহসান আকাশ (৯৬-০২)

    ব্লগের উপরের বার টা চোখে লাগছে, এর তেমন কোন অতিরিক্ত সুবিধাও দেখছি না (আমার কাছে), এটা কি অপশনাল করে দেয়া যায় না?


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  3. রকিব (০১-০৭)

    অতিথিদের মন্তব্য করার অপশনটা বোধহয় চালু নেই এই মুহূর্তে। লগ ইন না করলে মন্তব্য করতে দেয় না।


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন

মওন্তব্য করুন : সাইফুল (১৯৯২-১৯৯৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।