সুন্দর সুন্দর ব্যানার আহ্বান

সিসিবির অফিসিয়াল ব্যানার ডিজাইনার কোটিপতি কাইয়ূম ভাই ব্যস্ত হয়ে যাওয়ার পর থেকেই আমাদের ব্লগটাকে কেমন জানি গরীব গরীব দেখা যায়। ভাইসব, আপনারা যে যেভাবে পারেন ব্যানার দিয়ে আমাদের সিসিবিকে সাজিয়ে তুলুন। জাতির এই ক্রান্তিকালে আপনাদের কাছে আমাদের এটি একটি করুণ আবেদন।
সুন্দর সুন্দর ব্যানার দিয়ে চলুন আমরা আমাদের সিসিবিকে ঝলমল করে তুলি।

ব্যানার সাইজ: ৯৮০ X ১৬০
ব্যানারে ক্যাডেট কলেজ ব্লগ লেখাটি থাকতে হবে

ব্যানার পাঠানোর ঠিকানা: contact[at]cadetcollegeblog.com

১,০৮৬ বার দেখা হয়েছে

৪৩ টি মন্তব্য : “সুন্দর সুন্দর ব্যানার আহ্বান”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    ব্যানার বানানোর অ আ ক খ টাইপ একটা পোস্ট দিলে আমরা গরীব দুঃখী ব্লগাররাও এই আহবান এ সাড়া দিতে পারতাম...

    অফটপিকঃ এডু দেখি জিহাদের মেইল একাউন্ট দখল দিছে 😛


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. রকিব (০১-০৭)

    ঐ!!!
    আমরাও ব্যানার বানানো শিখতে চাই :((
    ব্যানার-শিল্পীরা যদি একটু সময় বের করে রঙ বেরঙ্গের ব্যানার সাজানোর জন্য একটা টিউটোরিয়াল পোষ্ট দিয়ে দেন, বড়ই উপকার হতো। 😀


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  3. তাইফুর (৯২-৯৮)

    ফটোশপে ব্যানার বানানোর তরিকা নিয়া youtube এ এই ধরনের অনেক ভাল ভাল টিউটোরিয়াল আছে ... 😛 (সম্পাদিত) (সম্পাদিত)


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  4. তাইফুর (৯২-৯৮)

    জিহাদ, সামিয়া, রেজ1 দের জ্বালায়া পোড়ায়া ছারখার করে দিয়ে আমার জীবনের প্রথম ব্যানার ...
    banner


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  5. তৌফিক (৯৬-০২)

    নিজের তোলা ছবিতে একটু এডিট মাইরা সেটার উপর সিসিবি নাম লেইখা একটা ফাঁকিবাজি ব্যানার বানায়ে জিহাদরে মেইল করছি। ভাগ্য ভালো, এইখানে দেই নাই। আমার নাহয় লজ্জা শরম কম, তাই বইলা কি আমার ব্যানারের কি লাজ-লজ্জা নাই?

    জবাব দিন

মওন্তব্য করুন : রেজওয়ান (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।