সিসিবি’র ফেসবুক এপ্লিকেশন তৈরি করা হলো

জলে, স্থলে, মোবাইলে বিচরণের পর সিসিবি এবার ফেসবুকেও ঘাটি গাঁড়লো।

ক্যাডেট কলেজ ব্লগ ফেসবুক এপ্লিকেশনটি ইন্সটল করে নিলে ফেসবুকে বসেও সিসিবি পড়তে পারবেন একই রকম স্বচ্ছন্দ্যে।
ccb_fb01

ফেসবুক এপ্লিকেশন পেজটির ঠিকানা আছে: এখানে
এপ্লিকেশনটি সরাসরি ইন্সটল করে নিতে পারবেন : এখান থেকে

পাশাপাশি Add to profile অপশনের মাধ্যমে এপ্লিকেশন বক্সটি আপনার ফেসবুক প্রোফাইলে যুক্ত করে নিলে সেখানে প্রদর্শিত হবে সিসিবির সর্বশেষ পাঁচটি পোস্ট এর লিংক।

এমনকি এপ্লিকেশনটি থেকেই যে কোন পোস্টে মন্তব্যও করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ফেসবুক প্রোফাইল লিংকটি মন্তব্যকারীর নামের সাথে লিংক হিসেবে যুক্ত হবে এবং মন্তব্যটি মডারেশন কিউ তে জমা হবে।

এটি আর সব ফেসবুক এপ্লিকেশনের মতই একটি এপ্লিকেশন। কাজেই আপনি চাইলে আপনার বন্ধুবান্ধবদেরও এপ্লিকেশন রিকোয়েস্ট পাঠাতে পারবেন।
আপনি যদি ফেসবুক হোমপেজে এপ্লিকেশনটি বুকমার্ক করে রাখতে চান তবে এপ্লিকেশন সেটিংস এ গিয়ে অথবা Add to profile অপশন থেকেও বুকমার্ক করে রাখতে পারেন।
বাকিসব ফীচারগুলো নিজেই ইন্সটল করে পরখ করুন।

এপ্লিকেশনটি ব্যবহারে কোন ধরণের সমস্যার সম্মুখীন হলে এই পোস্টে মন্তব্যের মাধ্যমে জানাতে পারেন।

কৃতজ্ঞতা স্বীকার: সিসিবির ফেসবুক ইন্টিগ্রেশনের জন্য WPbook নামের এই প্লাগইনটি ব্যবহার করা হয়েছে।

২,২২৪ বার দেখা হয়েছে

৪৫ টি মন্তব্য : “সিসিবি’র ফেসবুক এপ্লিকেশন তৈরি করা হলো”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    একটা সমস্যা... এপ্লিকেশন রিকোয়েস্ট এ লেখাটা কেমন হিব্রু টাইপ আসছে, বাংলা মনে হয় সাপোর্ট করছে না।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. সাল্লু (৯২/ম)

    সাজেশন : ফেসবুক/সিসিবি অ্যাকাউন্ট সিংক্রোনাইজ করা কি সম্ভব? ফেসবুক থেকে কমেন্ট করলাম, কমেন্টকারী হিসেবে আমার সিসিবি ইউজার আইডি দেখাইলো। যদিও ব্যাপারটা কত ঝামেলার হইতে পারে আমার কুনই আইডিয়া নাই, উপদেশ দিবার চান্স পাইলে আমারে থামানো কঠিন।

    জবাব দিন

মওন্তব্য করুন : রাফি (২০০২-২০০৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।