আয় ছেলেরা, আয় মেয়েরা

সব ঠিকঠাক। ১১ ডিসেম্বর, শুক্রবার। সিসিবি পিকনিক।
স্থানঃ মুন হাউজ, শাহাদাত ভাইয়ের বাগান বাড়ি
গাজীপুর।

বাস ছাড়বেঃ
সকাল ৮-৩০ মিনিট শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে। বিশ্ববিদ্যালয় এবং আশেপাশের এলাকার সকল সদস্যকে ৮-১৫ মিনিটের মধ্যে বাসের ভিতর অবস্থান নেবার জন্যে অনুরোধ করা হচ্ছে। একবার বাস ছেড়ে দিলে তখন শুধু লাকি আখন্দের গান বাজবে- আমায় ডেকোনা , ফেরানো যাবে না।

নিচের লেখা পথ দিয়ে বাস যাবেঃ

কারওয়ান বাজার —পান্থপথ— ধানমন্ডি ৩২– আসাদগেট— মানিক মিয়া এভিনিউ– বিজয় স্মরনী— মহাখালী— বনানী— স্টাফ রোড— উত্তরা– গাজীপুর।

————————————————————————————-
এবার কে কোথা থেকে উঠবেন ঠিক করে নিন। রাস্তায় বাস দাঁড় করিয়ে রাখা তো সম্ভব না। তাই নির্দিষ্ট সময়ের আগে উপস্থিত হবার জন্যে অনুরোধ করছি। নইলে…… আমায় ডেকোনা ফেরানো যাবে না।

উত্তরাতে (রাজলক্ষীর সামনে) হালকা চা-নাস্তা খাবার জন্যে আমরা মিনিট দশেকের একটা বিরতি নেবো। তারপর………… চলনা ঘুরে আসি অজানাতে।

যারা পিকনিকে যেতে পারছেন না তাদের মন খারাপ করার কিছু নেই। আমরা গরুর মাংস, খিচুড়ি, আস্ত তেলাপিয়া ভুনা খেতে খেতে আপনাদের কথা মনে করবো।
আবাহনী-মোহামেডান ফুটবল খেলার সময় প্লেয়ার কম হলেও আপনাদের কথা মনে হবে।

ধন্যবাদ।

৫,৭৬৩ বার দেখা হয়েছে

১০৫ টি মন্তব্য : “আয় ছেলেরা, আয় মেয়েরা”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    এখনো শিওর হতে পারলাম না যেতে পারব কিনা :(( :(( (এখনো আশায় আছি)


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. মিশেল (৯৪-০০)
    নিচের লেখা পথ দিয়ে বাস যাবেঃ

    কারওয়ান বাজার —পান্থপথ— ধানমন্ডি ৩২– আসাদগেট— মানিক মিয়া এভিনিউ– বিজয় স্মরনী— মহাখালী— বনানী— স্টাফ রোড— উত্তরা– গাজীপুর।

    okay done.

    বাই দা ওয়ে, এয়ারপোর্টের সামনে একটু থামান যাবে না??? 🙂

    জবাব দিন
  3. জিহাদ (৯৯-০৫)

    খিলক্ষেত ওভারব্রীজের নিচে একটু থামাইয়েন ড্রাইবার সাব। ওভারব্রীজের উপ্রে থেকে আমি আর মুহাম্মদ প্যারাসুট ছাড়া ল্যান্ড করবো ইনশাল্লাহ।


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
  4. তারেক (৯৪ - ০০)

    যাক, কিছুই কইলাম না। খোদার দুনিয়ায় ইনসাফ বইলা আসলে কিছু নাই। :((
    কেউ একজন আমার লাইগা একটা গেঞ্জি রাইখো। এম্নিতে স্মলই পরি, ইদানিং, মানে,মিডিয়াম হইলেই চলবে। 🙂


    www.tareqnurulhasan.com

    জবাব দিন
  5. আশহাব (২০০২-০৮)

    শনিবার সকালে আমার নাকের অপারেশন থাকার দরূণ যেতে পারছিনা 🙁 :((
    ব্যাপার না... এই দিন দিন না আরো দিন আসবে... :dreamy: :gulti: B-)


    "Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
    - A Concerto Is a Conversation

    জবাব দিন
  6. পোস্টটা পড়ে শোনানো হলো আমাকে একটু আগে...মন ভালো ছিলো না, হেসে ফেললাম তার মাঝেই, মন ভালো করে দেবার কৃতজ্ঞতা জানিয়ে গেলাম। কি মজা করে লেখা 🙂 আমায় ডেকো না, ফেরানো যাবে না... :))

    জবাব দিন
  7. কামরুল হাসান (৯৪-০০)

    আহারে, মিস হইয়া গেল।
    অফিসের কাজে চিটাগাং যাইতে হইতেছে, তাই পিকনিকে যাইতে পারুম না। 🙁

    সবার জন্যে শুভ কামনা।
    আমাদের জন্যে বেশি বেশি ছবি তুইলা নিয়া আইসেন।


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  8. কামরুল হাসান (৯৪-০০)

    এখনো এতো মানুষ অন লাইন ক্যান?
    আপনারা সকালে পিকনিকে যাবেন না?
    যান যান ঘুমান। :grr:


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  9. শার্লী (১৯৯৯-২০০৫)

    হাহ 🙁 🙁 :(( :((
    যাই হোক আমার জন্য গেঞ্জির ব্যবস্থা করা যায় কি? যদি কোন সহৃদয় ব্যক্তি করেন তাহলে আমি তার কাছে টাকা পৌঁছে দেয়ার ব্যবস্থা করে দেব।

    জবাব দিন
  10. রহমান (৯২-৯৮)

    ~x( এই মূহূর্তে আফসোস ছাড়া আর কিছুই করার নাই আমার। আরেকটা দিন ছুটি হাতে থাকলে জয়েন করতে পারতাম :bash: ।
    কাইয়ুম, আমার জন্য একটা টি-শার্ট ম্যানেজ করতে পারবি কিনা জানাইস। তোর টি-শার্টের সমান সাইজ হলেই চলবে।
    ছবিব্লগের অপেক্ষায় রইলাম। সিসিবি পিকনিক সফল হোক :boss: । ইনশাল্লাহ, পরের পিকনিকে যোগ দিব।

    জবাব দিন
  11. সাব্বির (৯৫-০১)

    সব জংগলে গেছে কারও মোবাইলে নেটওয়ার্ক নাই।
    আর কাইয়ুম ভাই তো সেলিব্রেটি মানুষ তাই আমার ফুন ধরে না x-(
    কামরুল ভাই, জিহাদ, রায়হান সবগুলা নেটওয়ার্কের বাইরে 😡
    ম্যাশের সাথে কথা হইল বেশি খাইলেও, পুলাডা ভাল :-B

    জবাব দিন
  12. আহ্সান (৮৮-৯৪)

    প্রথমবার নোটিশটা পইড়াই বউরে কইছিলাম, "১১ তারিখ রেডি থাইকো...। তোমারে রাজেন্দ্রপুর থাইক্কা উঠাইয়া পিকনিক এ যামু।" বউ ও রাজী ছিলো। অনেক আগ্রহ নিয়া মুন কটেজের ম্যাপটাও দেখে নিল। কিন্তু শেষ পর্যন্ত আমি নিজেই কাত হয়ে পড়লাম...। ইশশশশশশশ...কত্ত মজা না জানি হইছে...।

    জবাব দিন

মওন্তব্য করুন : আহসান আকাশ (৯৬ - ০২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।