পেরেক


JCC এর রেজাউল করিম স্যারকে (পৌরনীতি) আসলে সবারই চেনার কথা। কুমিল্লায় এনজয়মেন্ট এর নতুন উপকরণ হিসেবে যোগদান করলেন ২০০০ সালে। উনার নিক নেম ছিল পেরেক (JCC থেকেই দেয়া)…..
উনার কথার বেশিরভাগ জুড়ে থাকত উনি কবে কাকে পিটিয়েছেন এবং সেই পিটান খেয়ে কত জন জীবনে কত বড় হয়েছে। স্যার তার কথার মধ্যে মানে মানে করতেন। এক বার আমাদের আজিজুল স্টপওয়াচ দিয়ে মেপে দেখলো ৩৫ মানেs per minute… অবস্থা তো সেরকম।
যাই হোক একবার ক্লাস এ উনি একটা ঘটনা বললেন।
তার ভাষাতেই বলি….(দয়া করে প্রতি দুই ওয়ার্ডর পর পর মানে add করে নিবেন)

হুমমমমম মানে এক বার আমি রাস্তার মাঝে দাড়ায় আছি..হঠাৎ দেখি আমার পা ধরে কে যেন সালাম করল..আমি তো অবাক….তাকে বললাম মানে বাবা তুমি কে? তখন সে আমাকে বলল
– স্যার, আমি মেজর কামরুল।
– কিন্তু আমার তো মনে নেই বাবা।
তখন সেই ছাত্র বলল-
– স্যার, মানে একদিন আপনি আমাকে প্যাটাইছিলেন (পেরেকের ভাষায়)।
আর সেজন্যই আজ আমি মেজর………………তো এরকম অনেক ঘটনা তিনি আমাদের বলতেন..তার সব ঘটনার সারমর্ম ছিল যে কেউ যদি জীবনে একবার উনার মার খায় তাহলে সে অনেক বড় হবে। পোলাপান তো সব তার উপর হট হতে লাগল। তার ফল হিসেবে পেরেক কে একটি চিঠি লেখা হল। সেটার ভাষা ছিল:

শ্রদ্ধেয় স্যার,
মমমানে প্রথমেই আমার মানে সালাম নিবেন। আশা করি আল্লাহ’র কৃপায় মানে ভালো আছেন..
আপনি হয়ত আমাকে মানে চিনতে পারছেন না…মমমমানে স্যার আপনাকে একটি ঘটনা বলি তাহলেই মানে আমাকে ভালো মত মানে চিনতে পারবেন..মমমমমমানে একবার একটা ওয়াল ম্যাগাজিনে আমি একটা মানে কবিতা লিখেছিলাম..মমমানে কবিতা পড়ে মমানে আপনি আমাকে মানে খুব প্যাটাইছিলেন। আর মানে বলছিলেন আমি জীবনে কখনই মানে লিখতে পারব না। কিন্তু আপনার সেই মানে প্যাটানি খেয়ে মমানে আমার শিক্ষা হল..আর আমি লিখতেই থাকলাম আর লিখতেই থাকলাম…আজ মানে আমার কবিতা মানে সব জায়গায় লিখা থাকে…আর আপনার
কথা আমার মনে পড়তেই থাকে….আমাকে চিনতে পেরেছেন স্যার………??????
মমমমমানে স্যার আমি রবীন্দ্রনাথ মমানে ঠাকুর স্যার…..আর মানে আপনার দয়ায় আমি স্যার মানে এখন বিশ্বকবি স্যার….

ইতি,
মানে আপনার স্নেহ মানে ধন্য মানে বিশ্বকবি

১,৪৪৯ বার দেখা হয়েছে

১১ টি মন্তব্য : “পেরেক”

  1. সরি সরি আমি ভাবছি ইউসুফ...
    নাম দেবার দরকার নাই। যে নামে মেম্বার সে নাম শো হয় উপরে...ডেডম্যান...
    প্রোফাইলে ঢুকে কোন নাম প্রদর্শন করতে চান সেখানে অমিতাভ লিখুন...তাহলেই হবে...

    জবাব দিন
  2. অমিতাভ ভাই,
    প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার এই পোস্টে কিছু মাতব্বরি করার জন্য।
    মাতব্বরিটা হচ্ছেঃআপনি যে সব টার্ম ইংলিশে লিখেছিলেন সেগুলো বাংলা করে দিয়েছি।

    আর একটা কথা।আপনি মনে হয় এম এস ওয়ার্ডে লেখাটা টাইপ করেছিলেন খসড়া হিসেবে।এম এস ওয়ার্ডে টাইপ করলে অনাকাঙ্ক্ষিত প্রচুর ট্যাগ যুক্ত হয় যার জন্য ব্লগ পোস্ট করলে অনেক সময় ফন্ট সাইজ একেকটা একেক রকম আসে।এই জন্য সমাধান হচ্ছে খসড়া করার জন্য হয় ওয়ার্ডপ্রেস এডিটর ব্যবহার করুন কিংবা নোট প্যাডে বাংলা ফন্ট সিলেক্ট করে সেখানে লিখুন। দ্বিতীয়টাই সবচে কার্যকর এবং সহজ উপায়।

    লেখা পুরা গুল্লি হইসে... মানে মানে ঝাক্কাস... 😀

    জবাব দিন
  3. মানে পেরেক নিয়া লেখার জন্য আপনাকে ধন্যবাদ। ব্রেক দিয়ে দিয়ে কথা বলায় তার জুড়ি নাই। তার বহুত কাহিনী। পেরেইক্কার পোলা আলপিন তো আমগোর কলেজে। আর পেরেইক্কা এখন পাবনায়। সে হাউসের সিনিয়র মোস্ট টিউটর হিসাবে যেদিন হাউস এসেম্লিতে বক্তৃতা দিতে উঠছিল তার শুরু শুনে আমি ভাবছিলাম তার কেউ মনে হয় মারা গেছে। পরে আমাদের হাউসমাস্টার হইছিল। লেখাটা মাইইই...নে ভাল হইছে।

    জবাব দিন
  4. accha perek ki akhono class er majhkhane giya baire thutu fele?

    amader class e civic sense shikkha dito......ar nijei ektu por por baire giya oaaak thu koiya thu felto....

    perek er ei Mane Mane koar obbhash ta ami dibbi dektesi.....ICCLMM e ami akbar akta choto khato puroskar paisilam.....CCC te......perek tokhon bhab niya koitese.....ei cheleta mane......amar Cadet Mane....ami jantam mane.....confirm prize pabe mane.......

    obosso Sir lok kharap chilen na.....helped me out a lot of times with many things....mane......ami ei karone kritoggo mane.....

    জবাব দিন

মওন্তব্য করুন : কুচ্ছিত হাঁসের ছানা

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।