সিসিবি মাহফিল…

আগামী ২২ শে ডিসেম্বর বেলা তিন ঘটিকার সময় সিসিবির প্রথম জন্মদিন উপলক্ষে এক বিশাল ওয়াজ- মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে দলে দলে যোগদান করে…

স্থানঃ- পান্থপথ। দ্য হাউস অফ কামরুল।
সময়ঃ- তিন ঘটিকায়, পান্থপথ শমরিতা হাসপাতালের বিপরীতে মেডালিয়ন ফার্নিচারের পাশের চা’র দোকান হতে ‘মিলা ৬৯’ নামক একটি বিমান উপস্থিত ভদ্রলোক/ মহিলা গণকে নিয়ে কামরুল সাহেবের বাসার উদ্দেশ্য রওনা করবে।
চান্দাঃ- নাই। কুয়েত ফেতর কুটিপুটি সাইফ সাব অনুষ্ঠান স্পন্সর করবেন বলে গোপন খবরে প্রকাশ। তাকে ছিল্লা কাইট্টা লবণ প্রদান করা হইবেক।

গুরুত্বপূর্ণ ফোন নং-

রায়হানঃ- ০১৬৭০৪১৪৭৮২
মাসরুফঃ- ০১৭১২১৭৮১১১
কামরুল হাসানঃ- ০১৯১২৮৫৬৭৯৭

৫,৯৮২ বার দেখা হয়েছে

৭৮ টি মন্তব্য : “সিসিবি মাহফিল…”

  1. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    যাউগ্গা! মাস্ফ্যু আমারে সোনারগাঁও থেইক্যা লাইগ্যা ডবল বার্গার লইয়া যাইতে কইছিলো। সাইফ দায়িত্ব নিছে!! বড় বাঁচা বাইচ্চা গেছি!!! :party: :party: :party:


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  2. রেজওয়ান (৯৯-০৫)

    এইবার আমি সত্যি সত্যি খেলুম না............... :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((
    মাস্ফ্যু ভাই আমি কিন্তু খেলুম না............... :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((

    জবাব দিন
  3. আইজ রাইত থিকাই আমার খানাদানা বন।খাল কমলালেবুর রস খামু এপেটাইট বাড়াইতে।আর লগে ধানমন্ডি লেকের পাড়ে ১ মাইল দৌড় আর ১ ঘন্টা ওয়ার্ক আউট তো আছেই।খিদা না লাইগা যাইব কই!!!!! 😛
    খাপো খাপো দুনিয়া খাপো 😀

    জবাব দিন
  4. সাইফ (৯৪-০০)

    লাভলু ভাই বারগার মাফ নাই ,আপনার নামে কে এফ সি তে জিঞ্জার বার্গার এর অর্ডার দিয়া দিছি.........ফোন করে বলে দিছি, এবিসি এর একটা পার্টী আছে অইখানে আমাদের ৫০টা বার্গার লাগব............আপনার নাম,ফোন নাম্বার সব দেয়া আছে............খিয়াল কইরেন নইলে কিন্তু আপনার এবিসি এর বদনাম হইয়া ্যাইব.....................কাজেই ভাইজান পিছলানের কোন সুযোগ নাই.....................।বার্গার আমাদের চাই...........................।।

    জবাব দিন
  5. রহমান (৯২-৯৮)

    😮 কি হচ্ছে এসব??? x-( x-( x-( "সিসিবি মাহফিল" নাম দেইখা ভাবলাম সিসিবির বর্ষপূর্তি উপলক্ষে মিলাদ মাহফিল পড়া হইব, আল্লাহ, খোদার নাম ডাকা হইব; তা না এইখানে দেহি সবাই মিললা মিলা উল্টা পাল্টা (৬৯) না কোন আপা/আন্টিরে দাওয়াত দিয়া আইনা আবার গাছেও তুলতাছে। নাউজুবিল্লাহ, আসতাগফিরুল্লাহ। বলি দুইন্না থাইক্কা কি আদব, লেহাজ, ইন্‌সাফ সব উইঠ্যা যাইতেছে? 😡 😡 😡

    হে আল্লাহ, ২২ তারিখে যেন ঢাকা শহরে স্পেশাল কারফ্যু জারি হয়, বার্গার/ফাষ্ট ফুডের দোকান গুলা যেন বন্ধ থাকে, মাস্ফ্যুর যেন পেট খারাপ থাকে, আর ঘর থাইক্যা কেউ যেন বাইর হইবার না পারে। -আমিন ছুম্মা আমিন :-B

    জবাব দিন
  6. ধুর ঝাতির বিবেকের কাছে আমার প্রশ্ন দুইডার আন্সার চাইলাম কেউ দিলোনা-
    ১।মিলা আপার এট লিস্ট এক্টাভদ্রছবি কি আপলোড করুম?
    ২।অন্য যাস্ট ফ্রেন্ড কি এলাউড?

    জবাব দিন
  7. রবিন (৯৪-০০/ককক)

    যাক, এইবার টাইমিং টা ভালো হইছে আমার জন্য। আমার পরের দিন ভোর এ ফ্লাইট। কিন্তু অফিস টাইম এর পরে হইলে ভালো হইতো না? ব্যাপার না। ইনশাল্লাহ চইলা আসমু

    জবাব দিন
  8. তাইফুর (৯২-৯৮)

    কুন সিসিবি সমাবেশ এইডা ?? B-)
    জুনিয়র সিসিবি সমাবেশ :ahem:
    না সিনিয়র সিসিবি সমাবেশ :ahem:


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  9. মুসতাকীম (২০০২-২০০৮)

    ধুর ক্যাম্মে কি? 🙁
    মুইতো বরিশাল :(( :(( :((
    মুইও আইবার চাই কিন্তু ক্যাম্বায় আমু :bash: :bash: :bash:


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  10. সাব্বির (৯৫-০১)

    ভুয়া সমাবেশ। কিছুই হইবনা।
    আল্লাহ সহ্য করবোনা। সব বানচাল হবে 😀 😀
    মেহেদী লাইভ আপডেটের জন্য তো সমাবেস হওয়া টা জরুরী।
    অসুবিধা নাই, দেখবি ২/১ দিন পর ওরা ফটোশপে এডিট কইরা আমাদের ভুগিচুগি বুঝাইয়া দিব।
    দেশে গেল সবাইরে লইয়া সত্যিকারের সমাবেশ করুম, পল্টন ময়দানে।
    (অফটপিকঃ মনডা বড়ই উদাস, সিসিবির তিন তিনটা গেটটুগেদার হইল একটা তেও থাকতে পারলাম না। কবে দেশে যামু, সবাইরে এক নজর দেখমু আল্লাহই জানেন। :dreamy: )

    জবাব দিন
  11. সমাবেশ শেষে আমরা যখন একসাথে ২৫ জন বের হচ্ছি-এত মানুষ দেখে আমার সামনেই বাইরের
    একজন রাস্তায় জিজ্ঞাসা করলঃভাই আপনারা কোন পার্টি?আওয়ামি লীগ না বিএনপি?

    কি পরিমান হইচই আর মজা করেছি তার কিঞ্চিত ধারণা এ থেকে পেতে পারেন 😀

    জবাব দিন
  12. কামরুল হাসান (৯৪-০০)

    রোজার আগে আরেকটা মাহফিলের আয়োজন করা যায় না? 😀


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন

মওন্তব্য করুন : রেজওয়ান (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।