খসড়া

ব্লগ লিখুন এ গেলে অটো সেভ অপশন চালু থাকার কারনে সাথে সাথে খসড়া হিসেবে লেখা সেভ হয়ে যায়। যার কারনে কিছু না লেখা হলেও একটা খসড়া থেকে যায়। যার কারনে এমন অনেক খসড়া আছে যেগুলোতে কোন লেখা নেই কিংবা এক দুই শব্দ আছে। আর অন্য অনেক কারনে অনেকেই খসড়া ফেলে রেখে একই লেখা পরবর্তীতে পাবলিশ করে ফেললেও সেই লেখার একটা খসড়া থেকে যায়। যার কারনে অনেক খসড়া জমে গেছে। সবাই যদি নিজের নিজের খসড়ার ব্যাপারটা নজর দিয়ে যেগুলো দরকার নেই মুছে ফেলি তাহলে মনে হয় লেখা সম্পাদনার জন্য সুবিধা হয়। খসড়া থাকার কারনে সেই লেখাগুলো মডারেটরদের মুছে ফেলা ভাল দেখায় না। তাই সবাইকে নিজের খসড়া লেখার দিকে একবার মনোযোগ দেবার জন্য অনুরোধ করা হল।

১,৮৭২ বার দেখা হয়েছে

১৭ টি মন্তব্য : “খসড়া”

মওন্তব্য করুন : রায়হান আবীর (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।