সিসিবি ডাটাবেজ তৈরি প্রসঙ্গে

একটা পূর্ণাঙ্গ ডাটাবেস তৈরির কথা হচ্ছিল বেশ কয়েকদিন ধরেই। সর্বশেষ গেট টুগেদারেও একটা ডাটাবেস তৈরির ব্যাপারে আমরা সবাই একমত হয়েছিলাম। তবে গত ১২-০৬-০৯ তারিখে তুহিনের ছুরিকাহত হবার ঘটনার পরে একটা তথ্যসমৃদ্ধ ডাটাবেস থাকার প্রয়োজনীয়তা আমরা সবাই আরো ভালোভাবে উপলব্দি করতে পারছি। সে প্রেক্ষিতেই আমরা চাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব ডাটাবেস তৈরির কাজ শুরু করতে। আমরা এমন একটি ডাটাবেস তৈরি করতে চাই যেখানে সব ক্যাডেট কলেজের সব এক্স ক্যাডেটদের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে। যে কোন প্রয়োজনে আমরা সবাই যেন প্রয়োজনীয় মানুষটির সাথে সঠিক প্রয়োজনে যত দ্রুতসম্ভব যোগাযোগ করতে পারি।

আর সেই লক্ষ্যে ডাটাবেসে কি কি তথ্য সংযুক্ত করা হবে তার একটি প্রাথমিক লিস্ট তৈরি করা হয়েছে:

১। পুরো নাম
২। ক্যাডেট নাম
৩। ক্যাডেট নং
৪। ব্যাচ
৫। হাউস
৬। কলেজ
৭। অবস্থান সময়কাল
৮। রক্তের গ্রুপ
৯। বর্তমান ঠিকানা
১০। যোগাযোগের ইমেইল
১১। কনট্যাক্ট নাম্বার (মোবাইল / টেলিফোন )
১২। পেশা
১৩। বর্তমানে‍ য‍েখানে নিয়োজিত আছেন
১৪।‍‍ নিজের পেশার ব্যাপারে কাউকে যেভাবে সাহ‍ায্য করতে আগ্রহী
১৫। জন্ম তারিখ

এর পাশাপাশি অন্য কোন তথ্য সংযোজন অথবা বিয়োজনের ব্যাপারে কারো পরামর্শ থাকলে নিচে জানানোর জন্য অনুরোধ করছি। আপনাদের সবার মতামত খুব দ্রুত আশা করছি। কারণ আমরা ডাটাবেসের প্রাথমিক কাজ শেষ করার জন্য ডেডলাইন নির্ধারণ করেছি ১৫জুলাই, ২০০৯।

এ ব্যাপারে সবার সুচিন্তিত মতামত প্রত্যাশা করছি।

৭৯ টি মন্তব্য : “সিসিবি ডাটাবেজ তৈরি প্রসঙ্গে”

  1. সাব্বির (৯৫-০১)

    খুব জরুরী এই ডাটা বেজ টা থাকা।
    একটা প্রশ্ন ছিল। এই ডাটাবেজ টা সকলের জন্য উন্মুক্ত থাকবে নাকি শুধু ক্যাডেট রাই এর এক্সেস পাবে। বিশষ টা ভাবা দরকার।

    জবাব দিন
  2. রবিন (৯৪-০০/ককক)

    খুবই ভালো উদ্যোগ। আসতে আসতে চিন্তা করে বলতেছি।

    আচ্ছা, দেশের একটা আলাদা ফিল্ড কি রাখা যায়? যেমন আমি এই যদি এই মাসে কানাডা যাই, কে কে আছে দেশ ফিল্টার দিয়ে দেখে কন্টাক্ট করলাম।

    জবাব দিন
  3. কামরুল হাসান (৯৪-০০)

    'নিজের সম্পর্কে দুই লাইন' এই ধরনের কিছু কি সংযুক্ত করা যায়? 😉


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  4. রকিব (০১-০৭)
    আমরা এমন একটি ডাটাবেস তৈরি করতে চাই যেখানে সব ক্যাডেট কলেজের সব এক্স ক্যাডেটদের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।

    এটা বোধহয় বেশ কষ্টসাধ্য হয়ে যাবে।


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  5. ক্যাডেট ফ্যামিলি'র 100% ক্যাডেট এই ব্লগের সদস্য না সুতরাং শুধু এই ব্লগের সদস্যদের ডাটাবেজ না বানিয়ে যদি সব কলেজের সব ক্যাডেটকে নিয়ে একটা ডাটাবেজ হয় তাহলে ভাল হয়........ এজন্য সব কলেজের সদস্যদের তথ্য নিয়ে তৈরী তাদের ডাটাবেজটাই ব্যবহার করা যায়......

    এজন্যে যা করতে হবে:

    ১) প্রতিটা কলেজের ডাটাবেজ অ্যাডমিনকে একটা এপিআই দিতে হবে তাদের ডাটাবেজের সুনির্দিষ্ট কিছু ডাটা নেয়ার জন্যে........

    ২) সিসিবি সেই এপিআই ব্যবহার করে সেই তথ্য এই ব্লগে প্রদর্শন করবে....

    এর ফলে যা হবে:

    ক) নতুন করে কোন ডাটাবেজ ম্যানেজ করা লাগবে না এবং
    খ) ১২ কলেজের(নতুন ২টি গার্লস কলেজের ডাটাবেজ এখন নেই কিন্তু একসময় হবে নিশ্চিত তাই তাদেরকেও হিসাবে ধরে) মাঝে মেলবন্ধন তৈরী হবে....

    জবাব দিন
  6. মেহেদী হাসান সুমন (৯৫-০১)

    আসলে, ডাটাবেস এ - search option customization এর ব্যবস্থা থাকা দরকার। সেই অনুসারে টেবিল তৈরি করতে হবে - এবং তথ্য সগ্রহ করতে হবে।
    উদাহরন - সার্চ বাই লোকেশন - আমরা সহজেই একটা শহর বা এলাকায় অবস্থানরত ক্যাডেট দের খুজে বের করতে পারব
    সার্চ বাই পেশা - নিদৃষ্ট পেশার ক্যাডেট দের খুজে বের করতে পারব
    সার্চ বাই গ্রুপ নিদৃষ্ট গ্রুপের (গ্রামীন ফোনে কর্মরত বা বুয়েটের ) ক্যাডেট দের খুজে বের করতে পারব
    আমি বর্তমানে মালেয়শিয়ান একটি মোবাইল কোম্পানীর জন্য এ ধরনের একটা কাজ করছি। এডু স্যার চাইলে, আমি কিছু বিস্তারিত তথ্য মেইল করতে পারি ।

    জবাব দিন
  7. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    মূল প্রস্তাব ঠিক আছে। কাজ শুরু করো, জলদি। মন্তব্যে আরো যেসব প্রস্তাব এসেছে সেগুলো হিসেবে নাও। যতোটা 'ইউজার ফ্রেন্ডলি' করা যায় ততো ভালো।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন

মওন্তব্য করুন : রবিন (৯৪-০০/ককক)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।