স্বপ্ন

যখন আমি স্বপ্ন দেখি, মনে যে হয় জেগে আছি,
উড়ে উড়ে ঘুরে বেড়াই, প্রজাপতির সাথে হারাই..
ফুল বাগানের মধ্যে দেখা, আকাশ পরি একা একা
চুপটি করে বসে আছে, বেলি ফুলের সাথে মিশে
কাঁদছে একা করুন সুরে, আমি তখন একটু দূরে–
কাছে গেলাম কৌতুহলে, জিজ্ঞাসিনু খেলার ছলে
বলল, সে যে রাজকুমারী, পাষান হৃদয় পিতা তারি,
খেলতে মানা ফুলের সাথে। তখন থেকে চুপটি করে
বসে বসে ফুল বাগানে কাঁদছে একা করুন সুরে।

মনে আমার ঝড় বয়ে যায় ছোট্ট মেয়ের কান্না দেখে-
চলি তাকে সঙ্গে নিয়ে সাহস করে রাজার কাছে।
শুনে রাজা রেগে গেলেন, আমায় তবে সাজা দিলেন,
ফেলে দেবে আকাশ থেকে সোজাসোজি খাড়া নিচে।
ভয়ে আমার ঘুম ভেঙ্গে যায়, কণ্ঠনালী যায় শুকিয়ে,
ব্যাথায় আমি দুচোখ খুলি, একি! আমি খাটের নিচে!!

[প্রথম প্রকাশ বিসিসি-র কোনো একটা টার্ম ম্যাগাজিন]

৬৩৮ বার দেখা হয়েছে

৫ টি মন্তব্য : “স্বপ্ন”

মওন্তব্য করুন : মেহেদী হাসান (১৯৯৬-২০০২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।