আমার এ কারাবাস

[ভূমিকাঃ সত্যিকারের কারাবাসও কারাবাস আবার জীবনকে কারাগারের সাথে তুলনা করলে, এক একটা দিনকে টেনেটুনে পার করে নিয়ে যাওয়াও একধরনের কারাবাস। যৌবনের হাতপা ছড়ানো, মুক্ত পাখীর মত (সাহিত্যের ভাষায়- মুক্ত বিহঙ্গের মত) মুক্ত দিনগুলোয় মনের গহিনে কাউকে নিয়ে সুখের নীড় বাঁধার আজীবনের স্বপ্ন যদিও প্রত্যেকেরই থাকে, কিন্তু সেই রঙিন স্বপ্ন যে পরিনতিতে ‘সংসার’ নামক সাদা-কালো এক দুঃস্বপ্নে গিয়ে শেষ হয়, সে কল্পনা বোধহয় খুব কম জনই সেসময় করে। ‘সংসার-জীবন’কে সে কারনে সাহিত্য জগতের অনেকেই কারাগারের সাথে তুলনা করেন। আমি তেমনই এক কারাগারের সাজাভূক্ত আসামী- ‘লঘু দোষে গুরু শাস্তি’ দিন শেষে যেখানে প্রতিদিনেরই প্রাপ্তি। আমার এ কবিতা আমারই মত লক্ষ-কোটি সাজাভোগী কারাবাসীর প্রতি উৎসর্গকৃত।]

কারাগারে বাস আমার, সাথী তিন দস্যু;
রাত-দিন অত্যাচারে জীবন ক্ষয়িষ্ণু।

বড়জন লম্বাটে, চোখে আঁটা চশমা;
শোনেনা তো কোনো কথা, বেজায় সমস্যা।
ভাল কথা বললেও, তেড়ে আসে সজোরে;
ভয়ে থাকি কখন আমি পড়বো যে নজরে।
খেলাধূলা তার প্রিয়, হলে তাতে কমতি,
শাষিয়ে আমায় যায় প্রয়োজনের বাড়তি।
আমতা আমতা করে সবে আমি সাঁয় দিই,
মুক্তির আশা নিয়ে কষ্টটা মেনে নিই।

মেজ জন মানী খুব, ধরাকে তার সরা জ্ঞান;
রাগলে সে খবর আছে, ভয়ে আমি অজ্ঞান।
হেরফের কিছু হলে, বাঁধাবে যে কান্ড!
ভেঙ্গে-চুরে তচ্‌নচ্‌, রাগ যে প্রচন্ড।
সাধ্যি কি কারও আছে, সামনেতে দাঁড়াবে?
নাকি, চড়-কিলের বন্যায় পিঠটাকে বাঁচাবে!
আমতা আমতা করে সবে আমি সাঁয় দিই,
মুক্তির আশা নিয়ে কষ্টটা মেনে নিই।

ছোট জন আরও তেজী, সহজেই ফোঁসফাঁস;
ক্ষেপে গেলে পিটিয়ে সে আমায় বানায় লাশ।
পড়ি-মরি ছুটি আমি দু’চোখ যেদিকে যায়,
আটকা যে চারিদিক, বসে বসে মার খাই।
তবুও পড়েনা ক্ষোভ, যায়না কো রাগ তার,
মাফ চেলে উলটে সে ঝাঁপিয়ে পড়ে আবার।
আমতা আমতা করে সবে আমি সাঁয় দিই,
মুক্তির আশা নিয়ে কষ্টটা মেনে নিই।

কারাগারের রক্ষীটি সবকিছুই দেখছে;
তবু তাদের পক্ষ নিয়ে, উলটে আমায় শাষাচ্ছে!
চারজনই এক দলে, যেন ‘হরিহর আত্মা’!
আমায় করছে তারা কেবলই শায়েস্তা।
রক্ষীটি কেউ নয়, দস্যুদেরই জননী;
কারাগারের অধিপতি, আমারই অর্ধাঙ্গিনী।
মুক্তি চাইনে আমি, কারাবাসই থাক আমার;
স্বর্গের সুখ যেন মর্তে মিলেছে আমার।

আমার এ কারাবাস শান্তি এনেছে বয়ে;
বিশ্বে কে আর আছে, সুখী আমার চেয়ে?

রচনাকালঃ জানুয়ারী, ২০১০

৬৬০ বার দেখা হয়েছে

২২ টি মন্তব্য : “আমার এ কারাবাস”

  1. আনোয়ার (০০-০৬)

    চরম কবিতা, ভাই মুগ্ধ হয়ে গেলাম :clap: :clap: :clap: । তবে ভাবীজান কি ব্লগ পরেন না মনে হয়?? :dreamy: ??

    রক্ষীটি কেউ নয়, দস্যুদেরই জননী;
    কারাগারের অধিপতি, আমারই অর্ধাঙ্গিনী।

    দারুন লাগলো :clap: :clap:

    জবাব দিন

মওন্তব্য করুন : আঁধার

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।