আঁতলামি আপডেট

– স্যার, আগামী এক সপ্তাহ পড়বো না।
– ক্যানো ? কোথাও ঘুরতে যাচ্ছ নাকি ?
– না স্যার, এই সপ্তাহে আমার এস.এস.সি পরীক্ষার রেজাল্ট দিবে
– ও, আচ্ছা।

মূহুর্তেই মনে পড়ে গেলো সেই ২০০৪ এর কথা, যখন ঠিক একই রকম চিন্তা আর উত্তেজনা নিয়ে আমি অপেক্ষা করছিলাম আমার এস.এস.সি পরীক্ষার রেজাল্ট এর জন্যে। এখনো মনে পড়ে ক্যাডেট কলেজের ফোন নাম্বারটা ব্যস্ত থাকায় আমার বাবার চিন্তামগ্ন মুখের কথা। ঠিক মনে আছে, ফোনের রিসিভারটা ধরা অবস্থায় আমার বাবার হাত কাঁপছিল। ফোনের রিসিভারের অন্যপাশের কথাগুলো একবার, দুইবার, তিনবার শুনে নিশ্চিত হয়ে ঘোষনা দিলেন, আমি জি.পি.এ ৫.০০ পেয়েছি।

উফ্ কি আনন্দ, কি দারুন খবর। আমার আপনজনদের দিতে পারার মতো আরো একটা সুসংবাদ।

আজ যাদের অপেক্ষার পালা শেষ হলো তাদের অনেকের গল্পই হয়ত এমন কিংবা অনেকটা এমন।

পাবনা ক্যাডেট কলেজের সবাই এবার জি.পি.এ ৫.০০ পেয়েছে। আজ আমার গর্ব করার পালা। কলেজ ছেড়ে এসেছি ৫ বছর হতে চলল, তবু প্রতি বছরই বোর্ড পরীক্ষার রেজাল্ট এর এই সময়টা আবার সুযোগ করে দেয় নিজের কলেজ নিয়ে গর্ব করার। আবার মনে করিয়ে দেয় হাসি-কান্নার সেই ৬টা বছরের কথা।

১,৮৬০ বার দেখা হয়েছে

১৯ টি মন্তব্য : “আঁতলামি আপডেট”

  1. আসাদুজ্জামান (১৯৯৬-২০০২)

    হারাধনের সাত ছেলে, সবাই নিজেকে বাদ দিয়ে গুনে দেখে ছয়জন। একজন মিসিং। 😀
    ব্যাপারটা ঠিক উলটো। ক্যাডেট কলেজ ছিল ১০টা। মেয়েদের একটা। এখন হইছে ৩টা। ১০ আর ৩, ১৩। ঠিক না?????

    ভাই নাজমুল, তুমিও কি confused??? ছেলে ক্যাডেটদের তো অন্তত এইটা ভুল হওয়ার কথা না...।।

    জবাব দিন
  2. এত জি.পি.এ ৫.০০ দিয়া কি হইব। মোটমাট ৬২হাজার ছাড়াইছে। ভাল খারাপ বোঝার কোন উপায় রইল না। যাউগ্গা, যা হইছে ভালই হইছে। শুনতে মন্দ লাগে না। কিছুটা হলেও গর্ভ বোধ হয়। ১০০% এ+!!!!

    জবাব দিন

মওন্তব্য করুন : মহিউদ্দিন (৯৫-০১ বকক)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।