উৎসের খোঁজে

এর উৎস কোথায় জানি না
কোনো সাগরের তলদেশে?
নাকি কোনো পাহাড়ের হ্রদে?

এর উৎস খুঁজে পেতে আমি
সৃষ্টিতত্ত্ব নিয়ে গবেষণা চালিয়েছি
মহাভারতের সেই প্রসুত অণ্ডে খুঁজেছি
বিগ-ব্যাং থিওরিতেও কিছু লেখা নেই।

খুঁজে খুঁজে ক্লান্ত এই মন
যখন শুয়েছিলো অরণ্যের ঝরানো পাতায়
ছায়াপথ থেকে কেউ এসে বলে
“এই আমি! হৃদয়ের কাছে!
যুগ যুগ ধরে তোমার প্রেমের উৎস!”

১৩.০১.২০১৫

৭৪০ বার দেখা হয়েছে

৫ টি মন্তব্য : “উৎসের খোঁজে”

  1. রাজীব (১৯৯০-১৯৯৬)
    “এই আমি! হৃদয়ের কাছে!
    যুগ যুগ ধরে তোমার প্রেমের উৎস!”

    অসাধারণ।


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন
  2. সাইদুল (৭৬-৮২)

    খুঁজে খুঁজে ক্লান্ত এই মন
    যখন শুয়েছিলো অরণ্যের ঝরানো পাতায়
    ছায়াপথ থেকে কেউ এসে বলে
    “এই আমি! হৃদয়ের কাছে!
    যুগ যুগ ধরে তোমার প্রেমের উৎস!”

    স্বাগতম,জামিল ভাই,


    যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান

    জবাব দিন

মওন্তব্য করুন : সাইদুল (৭৬-৮২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।