যতো খুশি ততো আইসক্রিম

১৪ থেকে ১৭ মে শেরাটন হোটেলে ইগলু আইসক্রিম ফেস্টিবল। এবিসি রেডিও দিচ্ছে প্রতিদিন ১০টি করে ফ্রি টিকেট। একজন সঙ্গীসহ সকাল ১০/১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যতো খুশি ততো খাওয়ার সুযোগ। কে কে নিতে চাও? আমি জানি কারো কারো আইসক্রিমে আসক্তি আছে!! 😀 এখনই লাফিয়ে উঠেছে কেউ কেউ!

কিচ্ছু না, যে কোনো মোবাইল থেকে IGLOO FEST লিখে ৮৯২০ তে পাঠিয়ে দাও, আর সিটিসেল গ্রাহকরা পাঠাবে ৬১৬১ নম্বরে। একটা কোটা কি রাখবো সিসিবির জন্য?? :grr: :grr: :grr:

এবিসির প্রমোটা শুনো এখানে : আইসক্রিম যতো খুশি ততো খাও

৮,৪১৩ বার দেখা হয়েছে

১১৯ টি মন্তব্য : “যতো খুশি ততো আইসক্রিম”

  1. এহসান (৮৯-৯৫)
    ১৪ থেকে ১৭ মে শেরাটন হোটেলে ইগলু আইসক্রিম ফেস্টিবল। এবিসি রেডিও দিচ্ছে প্রতিদিন ১০টি করে ফ্রি টিকেট। একজন সঙ্গীসহ সকাল ১০/১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যতো খুশি ততো খাওয়ার সুযোগ।

    সব আজাইরা কাম। এইসব আইসক্রিম হালাল না। আর খাইলেও পেটে অসুখ হইবো। x-(

    জবাব দিন
  2. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    সানা ভাইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইই

    আমি আইসা পড়ছিইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইই

    ইয়ে মানে আমি আর আমার "ইয়ে" যুদি আপনের কোটায় আইসা পড়ি তাইলে জিনিসটস বড় সোন্দর দ্যাখায় :shy: :shy: :shy: :shy: :shy:

    এই মাত্র মেসেজ পাঠাইলাম আর কনফার্মেশন মেসেজ রিসিভ করলাম।

    আমার "ইয়ে" আকারে আমার অর্ধেক হৈলেও খাওয়া দাওয়ায় মাশা আল্লাহ আমার চেয়ে কম যায়না।আমাগোরে না খাওয়াইলে কৈলাম আপনার ফেস্টিভালটাই মাটি হয়া যাইব :-B :-B

    আমি আইস্ক্রিম খাপোওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওও :(( :(( :((

    জবাব দিন
  3. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    যারা যারা এসএমএস পাঠাচ্ছো, আমার মেইলে ফোন নম্বরটা জানিয়ে দাও। সিসিবির মধ্যে লটারি করবো। দেখা যাক। আমার বিরুদ্ধে কোনো পক্ষপাতিত্বের অভিযোগ আনা যাবে না আগেই বলে দিলাম।
    মেইল ঠিকানা : sanaullah62@yahoo.com

    B-) B-) B-)


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  4. জাহিদ (১৯৯৯-২০০৫)

    সংশোধনীঃ উপরে উল্লেখিতো আয়োজনটি ছিলো এপ্রিল মাসে।
    জনাব সানাউল্লাহ ভুল করে গত মাসের প্রোমো এই মাসে দিয়েছেন।
    আমরা দুঃখিত, এবং আপনাদের আর কোনো ক্ষুদে-বার্তা না পাঠানোর জন্য অনুরোধ করা গেল।

    জবাব দিন
  5. মেহবুবা (৯৯-০৫)

    সানা ভাই,
    রেডিও মিস করসি।এইটা ছারতাসি না।কি লাগবে খালি কন............।কয়টা :just: ফ্রে্নড লাগবে? আর তেল ?এতগুলা দিয়ে কি করবেন ভাই?
    এস এম এস করে দিসি।মানুস জোগার করে ফেলসি...............। :guitar:

    জবাব দিন
  6. জিহাদ (৯৯-০৫)

    আমার লটারি ভাগ্য খুবই খারাপ। তাও আল্লাহর নাম নিয়া পাঠাইলাম একটা। উপরে আল্লাহ তায়ালা আর নিচে সানা ভাই। দেখা যাক কি হয়। :awesome:

    ভাইয়া, আপনাকে একটা মেইল করসি। এইটার পাশাপাশি আরেকটা জিনিস জানার ছিল ।সেটা মেইলে জানাইসি। 🙂


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
  7. ইউসুফ (১৯৮৩-৮৯)

    আবহাওয়া বার্তা: বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে - ৪৪ ডিগ্রী সে:। সেখানকার মানুষের জীবনযাত্রা গরমে অতিষ্ঠ। অনেকের জীবননাশের সম্ভাবনা। একমাত্র আইসক্রীম জাতীয় খাবার খেতে চিকিৎসকদের পরামর্শ।

    অফটপিক: গত সপ্তাহে যশোরে একজন সিনিয়র সি সি বি সদস্যের আগমন ঘটেছে।

    জবাব দিন
  8. তাইফুর (৯২-৯৮)

    বস, সিসিবি'র জন্য একটা কোটা না ...
    এক কৌটা কোটা'র আবেদন জানাই ...
    (বরাবরে'র মতই আমি লেইট)


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  9. তাইফুর (৯২-৯৮)

    সানাউল্লাহ ভাই,
    প্রথমেই ধণ্যবাদ আমাদের সবাইকে জানিয়ে এই পোষ্ট টা দেবার জন্য, দ্বিতীয় ধণ্যবাদ আপনার ই-মেইল ঠিকানা দিয়ে "সিসিবি কোটা"র ব্যবস্থা করে দেবার জন্য।
    এই ব্লগে আপনার পদচারণা সবসময়ই প্রেরণাদায়ক ছিল, আছে, আশা করি থাকবেও ...


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  10. মেহবুবা (৯৯-০৫)

    সিসিবি র ভাই ও বোনেরা আমি একজন winner :shy: .
    লটারির কপাল দেখি আমার ভালই।
    সানা ভাইরে তেলের বোতল টা পাঠাবো ঠিক করলাম আর এ বি সি থেকে ফোন।

    আমি সবার হয়ে খেয়ে আসবো কথা দিলাম। 😀
    :shy:

    জবাব দিন
    • কামরুল হাসান (৯৪-০০)

      আমার ঠান্ডা লেগে গেছে। তাই আমি আইসক্রীম খেতে যেতে পারবো না। আমার বদলে কামরুল ভাই গিয়ে সবার হয়ে আইসক্রীম খেয়ে আসবে।
      -- মেহবুবা ( সিগনেচার অস্পষ্ট 😉 )


      ---------------------------------------------------------------------------
      বালক জানে না তো কতোটা হেঁটে এলে
      ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

      জবাব দিন
  11. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    আইসক্রিম খাইয়া আইসা পোস্ট না দিলে খবর আছে কিন্তু!! কেমন খাইলা, কি কি খাইলা, কারে লইয়া খাইলা, কতোগুলা খাইলা, বাড়তি আরো কিছু জিতলা কিনা (যেমন : শেরাটনে লাঞ্চ বা অন্যকিছু) সব বিস্তারিত লিখতে হইবো কইলাম। নাইলে খবর আছে! B-) :grr: B-) :grr: B-) :grr:


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  12. নাজমুল (০২-০৮)

    ভাই আমি জানতাম সময় শেষ :(( :((
    এখন শুনি আছে আমি জেন পাই ভাই 🙁
    আপনের কত লিটার তেল দরকার?? 😕
    ওহে সানাউল ভাই,
    আপনি সিনিয়র এর সিনিয়র আপ্নে বসের বস :salute:
    আপনের দরদ ভরে দিল
    আপ্নের মতো এতো ভালো পোষ্ট কেউ দেয়না 🙂
    ABC radio আমি এমন কোনো সময় নাই যে শুনিনা এখনো শুন্তেসি
    বিশ্বাস 🙂
    FCC বস :salute:

    জবাব দিন

মওন্তব্য করুন : সানাউল্লাহ (৭৪ - ৮০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।