ব্লগের সবচেয়ে বুড়া সদস্য!!

কামরুল আমাকে ‘বুড়া’ বলেছে। আসলেও আমার চুল বেশিরভাগ পাকা। বয়সও কম হলো না, ৪৬। আমাকে ও বুড়া বলতেই পারে। এই বুড়া বয়সে ব্লগাচ্ছি! নিজেকে নিয়েই মাঝেমধ্যে অবাক হয়ে যাই। নইলে এই সময়ে এসে সংবাদপত্র ছেড়ে রেডিও স্টেশন সামলাতে বসেছি?

জীবনে অনেক কিছুই অল্প বয়সে করেছি। ১৪ বছর বয়স থেকে সিগেরেট খাওয়া! ১৮-১৯ বছর বয়সে রাজনীতি। ২০ বছর বয়স থেকে সাংবাদিকতা। ২৩ বছর বয়সে বিয়ে।

একটা কাজই শুরু হয়েছে দেরিতে! ব্লগানো। ৪৫ বছর তার জন্য অপেক্ষা করতে হয়েছে। আমার চেয়ে বুড়া এই ব্লগে আর সম্ভবত কেউ নেই। নিজেকে তাই বুড়া ভাবিনা। একমাত্র ছেলে ফেসবুকে আমার বন্ধু। আর আছো তোমরা। ক্যাডেট কলেজ ব্লগ, সামহোয়ারইনে….। নিজেকে সমসময় তরুণ, সজীব রাখি এভাবেই। বেঁচে থাকলে ৬৪ বছর কেন ৮০ বছরেও ব্লগাবো। ধন্যবাদ তোমাদের সবাইকে।

বিশেষ দ্রষ্টব্য : কামরুল কিছু মনে করোনা। এই কথাগুলো মনের মধ্যে অনেকদিন ধরেই ঘুরপাক খাচ্ছিল। প্রকাশের সুযোগ পাচ্ছিলাম না। তুমি সে সুযোগ করে দিয়েছ। তাই অনেক অনেক ধন্যবাদ তোমাকে, শুভেচ্ছাও।

২,৭২০ বার দেখা হয়েছে

৩১ টি মন্তব্য : “ব্লগের সবচেয়ে বুড়া সদস্য!!”

  1. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    ২৩ বছর বয়েসে বিবাহ!!!!!! হায় আল্লাহ আমার তো তাইলে বিয়ার বয়স হয়া গেছে-
    আহসান ভাই, কামরুল ভাই, এতো দিন শুধু শুধু আমারে পচাইসেন, আমি নাকি খালি বিয়া বিয়া করি এই কইয়া x-( x-( বড়ই অন্যায় x-( x-(

    জবাব দিন
  2. ভাইয়া মনে হয় আমার উপর মাইন্ড করছেন। সরি ভাইয়া। দেখা হইলে দুইটা ইডি দিয়া দিয়েন। 😛
    আপনার লেখা পাচ্ছিলাম না। তাই খেপানোর জন্য বইলা ফেলসি। কাজ হইছে।
    তবে আসল কথা হইলো ক্যাডেটদের বয়স কখনো বাড়ে না। সারাজীবন তারা ১২-১৮ই থেকে যায়।

    আপনাকে লিখতে দেখে খুব ভালো লাগছে। আনাদের ব্লগ এবার সেলিব্রেটি ক্যাডেটে জম-জমাট হয়ে যাবে।
    আপনি আছেন, মামুন ভাই আছে। আর সবাইকেও নিয়ে আসবো। জমিয়ে আড্ডা হবে।

    ভালো থাকবেন। অনেক শুভেচ্ছা।

    জবাব দিন
  3. আহ্সান (৮৮-৯৪)

    সানাউল্লাহ ভাই,
    খুবই ভালো লাগছে আপনার লেখা পেয়ে। দোয়া চাইছি যেন আমরাও আপনার মত এভাবে নিজেদেরকে তরুণ, সজীব রাখতে পারি।
    ভালো থাকবেন ভাইয়া।
    নিয়মিত আপনার লেখার প্রতীক্ষায় থাকব।

    কামরুল,
    সাবাস সানাউল্লাহ ভাইয়ের কাছ থেকে লেখা আদায় করার জন্য...।

    জবাব দিন
  4. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    সানাউল্লাহ ভাই, কামরুল একটা ইউনিভার্সাল কথা বলেছে, ক্যাডেটদের বয়স কখনো বাড়ে না আমরা আপনার কাছ থেকে আগের চমৎকার লেখাগুলোর মতো আরো আরো লেখা চাই, চাই সংবাদপত্রে আপনার কাটানো সময় নিয়ে লেখা, এ বি সি দাঁড়া করানোর অভিজ্ঞতাটাও জানতে চাই। ব্যস্ততার দোহাই দিয়ে আমাদের ফাকি দিয়েননা বস্, প্লিইইইইজ।


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  5. সামিয়া (৯৯-০৫)

    তিতুমীর ভাই কোথায়? একটা সূচনা ব্লগ দিয়ে আর নাই...
    আর আমিন ভাইয়ের ক্যাডেট নম্বর ১৮৬২ লেখার পরের পর্বটা আসবে না?
    আরও অনেকেই সিসিবিতে অনুপস্থিত বহুদিন ধরে...
    সিসিবিতে হলেও সবাই একসাথে থাকুক, এই কামনা করি।

    জবাব দিন
  6. তৌফিক (৯৬-০২)

    সানা ভাই, আসেন কোলাকুলি করি। আমিও বিবাহ করছি ২৪ বছর বয়সে। 😀

    ব্লগে স্বাগতম। আপনার লেখাগুলা (যেগুলা এখনো লিখিত হয় নাই এবং যেগুলার আশায় বইসা আছি) ব্লগে অন্য মাত্রা যোগ করবে বলেই আমার বিশ্বাস।

    জবাব দিন

মওন্তব্য করুন : রেজওয়ান (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।