সেভেনটিনথ এপ্রিলে সিসিবি মিট হবে এবিসি রেডিওতে, ফ্রেন্ডস মিস করো না

কি কবে : সিসিবি আড্ডা
কোথায় : এবিসি রেডিও, ৯৯ কারওয়ানবাজার, ঢাকা ট্রেড সেন্টার, তিনতলা, ঢাকা
কবে কখন : শুক্রবার এপ্রিল ১৭, ২০০৯, বিকেল চারটা

এখন কি প্রয়োজন : কারা আসছে তার একটা সম্ভাব্য তালিকা
কেন : খাবারের আয়োজন করতে হবে না? 😀
সম্ভাব্য উপস্থিতি : ৫০ জন
তালিকাভুক্তির শেষ সময় : শুক্রবার এপ্রিল ১৭, ২০০৯, বিকেল চারটা
………………………………………………………………………

হ্যাল্লো ফ্রেন্ডস,

সিসিবি ব্লগারদের একটা ইনভিটেশন আছে সেভেনটিনথ (১৭) এপ্রিল, 2009 আফটারনুন ৪টায়।এবিসি রেডিও, এফ এম এইটি নাইন পয়েন্ট টুতে। তবে আমরা সেখানে কোনো সং প্লে করবো না, বরং লিসন করবো। অ্যান্ড চলবে গ্রেট গ্রেট আড্ডাবাজি। থাকবে ফুড অ্যান্ড ফান! মাস্তি! ওয়াও!!

আই থিংক ইউ নো, এটা প্রায় মাস দুয়েক আগের পুরনো একটা ইনভিটেশন। কিন্তু তখনকার পরিস্থিতির কারণে সেটা লাস্ট মোমেন্টে আমরা প্রসপন্ড করেছিলাম। অ্যাট লাস্ট আমরা সেই ব্লগারস মিটে জয়েন করার একটা চান্স পাচ্ছি। ওই সুযোগে আমরা রেডিও অফিসের টেবিল-চেয়ার, ইকুইপমেন্টস, কম্পিউটার, সার্ভার, লিংক রুম, স্টুডিওগুলো ঘুরে দেখতে পারবো। বাট কোনো কিছু টাচ করা বা অন-এয়ার করতে পারবো না। নো ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি! অ্যান্ড ইউ নো অ্যাবাউট অল দ্যা আরজেস? মে বি তারা সেদিন ছুটিতে থাকবে। স্পেশালি লেডি আরজেস!! ওহ্‌ নো, সো স্যাড!!

এবারের আমাদের সিসিবি মিটে উই থিংক, আমরা মিশন ফেরত কিছু বয়েজকে (!) পাবো। স্পেশালি রহমান, সায়েদ এবং মে বি ওবায়দুল্লাহও দেশে এর মধ্যে কাম ব্যাক করবে। চিটাগাং থেকে, আমাদের ফেবারিট ফয়েজ অলসো চেষ্টা করবে টু জয়েন আস। যেশোওর যাওয়ার আগে ইউসুফকেও আমরা পাবো ফিল করছি। আর গ্রামীণ ইয়ারলি নাইট সত্ত্বেও স্পেশালি উই থ্যাংক আল্লাহ দ্যাট আওয়ার টেলকো বয়েজ এবারের গেদারিংটা মিস করবে না।

ও! ইয়েস, এবিসি রেডিও’র অফিসটা একটু ট্রাই করলে ফ্রেন্ডস তোমরা সহজেই খুঁজে পাবে। এটা :just: প্রথম আলোর পাশে ৯৯ কারওয়ানবাজার, ঢাকা ট্রেড সেন্টার, ট্রান্সকমের শো রুমের সেকেন্ড ফ্লোরে। সো, ফ্রেন্ডস, তোমাদের জন্য ফ্রাইডে সেভেনটিনথ (১৭) এপ্রিল, 2009 আফটারনুন ৪টায় আমরা ওয়েট করবো। ডোন্ট বি লেইট, তাড়াতাড়ি চলে আসো।

সিসিবি মিটে আসার আগে একটা সং শুনে নাও। যারা লাভ রিভারে হাবুডুবু খাচ্ছো তাদের জন্য একটা টিপস। গভীর রাতে ভলিউমটা স্ট্রং করে সংটা প্লে করো। কাল সারারাত ছিল স্বপ্নের রাত বাই আশা ভোসলে। ফিল্ম : প্রেমের প্রতিদান। এটা আমরা ভবিষ্যত ফিল্ম মেকার কামরুল হাসানকে ডেডিকেট করছি।

কাল সারারাত ছিল স্বপ্নের রাত

১৪,৬৮৮ বার দেখা হয়েছে

৩৪২ টি মন্তব্য : “সেভেনটিনথ এপ্রিলে সিসিবি মিট হবে এবিসি রেডিওতে, ফ্রেন্ডস মিস করো না”

  1. এহসান (৮৯-৯৫)

    মন খুব খারাপ। এই মাত্র ম্যান ইউ হারতে হারতে ৯৩ মিনিটে গোল করে জিতে গেলো 🙁 । তার উপর এইসব গেট টুগেদারের গল্প। :((

    এই দিন না আরো দিন আছে... একদিন আমিও ইনশাল্লাহ গেট টুগেদারে যাবো। সানা ভাই আমরা যারা মিস করতেসি; ভবিষ্যতে ওদের জন্য কিছু একটা করার কথা মাথায় রাইখেন প্লিজ।

    জবাব দিন
  2. সানাউল ভাই খাবার দাবার এর কথা বলে তো এখুনি পেটের রাক্ষসটা জাগিয়ে দিলেন।

    এই দিন না আরো দিন আছে… একদিন আমিও ইনশাল্লাহ গেট টুগেদারে যাবো। সানা ভাই আমরা যারা মিস করতেসি; ভবিষ্যতে ওদের জন্য কিছু একটা করার কথা মাথায় রাইখেন প্লিজ।

    এহসান আমিও তোমার সাথে একমত।
    অঃ তুমি কি যুক্তরাজ্যে?

    জবাব দিন
  3. কামরুল হাসান (৯৪-০০)
    অ্যান্ড ইউ নো অ্যাবাউট অল দ্যা আরজেস? মে বি তারা সেদিন ছুটিতে থাকবে। স্পেশালি লেডি আরজেস!! ওহ্‌ নো, সো স্যাড!!

    এটা নিজামী-খালেদা চারদলীয় জোটের সাথে মিলে লাবলু ভাইয়ের সুক্ষ ষড়যন্ত্র। বাংলার মানুষ এই ষড়যন্ত্রের মোক্ষম জবাব দিবে ব্যালটের মাধ্যমে। 😉 😉

    এনিওয়ে ফাইনালি আমরা মিট করছি সেটাই বড় কথা এন্ড ফর দ্যাট অল ক্রেডিট গোজ টু বয়েজ স্পেশালি লাবলু ভাই ডান এ গ্রেট জব............ :clap: :boss:

    লাস্ট বাট নট লিস্ট , মেনি মেনি থ্যাঙ্কস ফর ডেডিকেটিং মি দ্যা আশা ভোসলে সং, কিন্তু কথা হইলো গিয়া -- আর কত রাত আশা ভোসলের গান শুনুম? ;;;


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  4. রায়হান আবীর (৯৯-০৫)

    :pira: :pira: :khekz: :khekz:

    খালি গরীবের একটা কথা আছে সানা ভাই। কথা ছিল সিরাজ ভাই, সায়েদ ভাই মিলে একটা পার্টি দিবে, রহমান ভাই একটা দিবে, তাইফুর ভাই একটা দিবে ইত্যাদি ইত্যাদি। আমার গভীর আশংকা হচ্ছে আপনার দেওয়া এই গেট টুগেদারের মাধ্যমে তারা বেমালুম সেগুলোর কথা ভুলে যাবে।

    কিন্তু জাতি তাদের স্মরণ করিয়ে দিতে চায়, জাতি এত সহজে কিছু ভুলেনা। তাদের প্রত্যেকের আলাদা করে পার্টি দিতে হবে। :grr: :grr:

    জবাব দিন
  5. অ্যান্ড ইউ নো অ্যাবাউট অল দ্যা আরজেস? মে বি তারা সেদিন ছুটিতে থাকবে।

    এবিসি ছাড়া অন্য যেকোন রেডিও হইলে এই কথা শুনে আমি বড়ই দুঃখ পাইতাম.....কারণ ঐসব ঢং করা আরজে গুলারে সামনে পাইলে ওদের মুখ , হাত, গাল ঠিক থাকত কিনা সন্দেহ আছে...... স্পেশালি নীরব নামের খাটাশটারে পাইলে হইত....... x-( x-( ছেলে হয়েও হিজড়া সাজার আপ্রাণ চেষ্টা কেন করতিছে তার সিক্রেট বলায় ছাড়তাম ***টারে

    জবাব দিন
  6. মহিব (৯৯-০৫)

    ও ইয়া। যামু কি পোস্ট পইড়াই হাসতে হাসতে আরেকটু হইলে পাঁচতলা থেইকা লাফ দিতাম। লাবলু ভাই রকজ। 😀

    লাবলু ভাই, বাই এনি চান্স, প্রভা কী আসার কোন কারণ আছে? 😛

    জবাব দিন
  7. রাব্বি (১৯৯৮-২০০৪)
    অ্যান্ড ইউ নো অ্যাবাউট অল দ্যা আরজেস? মে বি তারা সেদিন ছুটিতে থাকবে।

    লাবলু ভাই একটা সুক্ষ ষড়যন্ত্র এর গন্ধ পাইতেছি। তার মধ্যে সারারাত ছিল স্বপ্নের রাত শুইনাই সপ্ন দেখা শুরু করছি। :bash: :bash:

    জবাব দিন
  8. জুনায়েদ কবীর (৯৫-০১)

    ওয়াও!! হাউ সুইট... :clap:
    ১৭ এপ্রিল আমরা এভাবে সেলিব্রেইট করব, ভাবতেই পারছি না... :dreamy:
    আচ্ছা ঐদিন কি আমরা '৭১ সরকারের সকল আংকেলদেরকে উইশ করব??? :-B

    এনিওয়েজ, আমার এত ভাল লাগছে...এত ভাল লাগছে...হোয়াট শুড আই সে...অনেক ভাল লাগছে...আশা করছি ঐদিন আমরা অনেক রক্‌ করব... B-) :party:


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  9. রকিব (০১-০৭)

    সম্ভব হলে আমা্র মতো আর যারা অভাগা আছে :bash: :bash: তাদেরকে যদি ভার্চুয়ালি এই গেট টুগেদারে :just: একটু পার্ট নেয়াবার চান্স গিভ করতেন।
    জিহাদ ভাই, রায়হান ভাই -একটু যদি থিঙ্ক কইরা দেখতেন ফ্যাক্টটা 😀 😀


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  10. ফয়েজ (৮৭-৯৩)

    🙁
    প্যাচ কিছু লাগছে, আইজ রাইতে ঢাকা যাইতে হচ্ছে, ২০ তারিখ আবার যাইতে হইব, ১৭ তারিখটা পইড়া গেলে চিপার ডেটে।

    আরে ব্যাপার না, দেখি কি করা যায়............।


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  11. রেজওয়ান (৯৯-০৫)

    আহারে :(( :((
    কি সুগভীর চক্রান্ত x-( x-( x-(
    এই ৫ দিন সাভার থাইক্কা মাছি মারলাম , কিছু হইল না x-(
    আর এখন যখন রংপুর চইলা আসছি কত্ত কিছু যে হইবে :bash: :bash:
    ধুর, আমি কইত্তেরি না, যদি না ক্যাম্পে যাই , ডজ মাইরা আইয়া পরমু :bash: :bash:
    কিন্তু যদি এবং কেবল যদি আল্লাহ চায় =(( =((

    জবাব দিন
  12. রেজওয়ান (৯৯-০৫)

    আমার একটা দাবী আছে......। যদি অইদিন আমরা কেউ কেউ যাইতে না পারি তাহলে আমাদের জন্য লাইভ টেলিকাস্টের ব্যবস্থা করতে হইবে। আজকাল ল্যাপটপের যুগে একটা এজ মোডেম হইলেই ইয়াহুতে ফকফক্কা ওয়েবক্যাম দিয়া......।
    সো আমি জোরসে দাবীজানাই এই বিষয়ডা মাথা রাকখার জন্য। আর যে বা যিনি এইটা করবেন কাইন্ডলি আইডি টা এইখানে দিয়া দিবেন যাতে কইরা যে যাইতে পারবে না সে যেন এড কইরা রাইখা দেখতে পারে.........পিলিইইইইইইইইইইইইইইইইইইজ ।

    জবাব দিন
  13. রেজওয়ান (৯৯-০৫)

    একটা ব্যাপার নিয়া আমি বড়ই দুঃখিত..... 🙁
    এই পোস্টে এখন পর্যন্ত সায়েদ ভাই, রহমান ভাই, তাইফুর্ভাই, সিরাজ ভাই এদের কারো কোন কমেন্ট দেখি নাই... 😕 😕
    তারা কি আসবেন না.........??????
    কেউ কি তাদের সাথে কোন রকম কনটাক্ট করেছেন ????
    আহসান ভাই ই বা গেল কোথায়.........??????

    জবাব দিন
  14. ওইদিন নারী কথাবন্ধুদের অফিসে আসা নিষিদ্ধ করা হয়েছে!!

    এইটা কেমন কথা???

    যাই হোক, সানা ভাই... এই গেট টুগেদার-এ এ্যাটেন্ড করতে আমি খুলনা থেইকা আসতেছি... ওয়েইট !!! :guitar: :guitar:

    জবাব দিন
  15. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    মাস্ফ্যুরে ব্লগে দেখি, কিন্তু কোনো মন্তব্য বা পোস্ট দেখি না। সিসিবি মিট নিয়েও ওর কোনো উচ্ছাস নেই! ঘটনা কি?? :just: ফ্রেন্ড কি দাগা দিছে?

    এমুন পাঙ্গা দিমু, খবর আছে!! x-( 😡 x-( 😡 x-( 😡


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  16. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    আজাশ ভাই, আমি পোলাডা কি এতই খারাপ?একটু খাই খাই করা আর যাস্ট ফ্রেন্ডদের প্রতি আগ্রহ থাকা ছাড়া আমার র কোন দোশ আছে নি?আমার চাচা শ্বশুরহৈতেআপ্নেরেতয়াপত্তিদেখেবুকফেটেমরেগেলাম 🙁

    জবাব দিন
  17. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    @সানা ভাই-বস আমার জন্য খানাদানা এ্যারেঞ্জ করা লাগবেনা-ওইদিন আমার মডেল টেস্ট আছে(বিসিএস পরীক্ষা ৩০ তারিখ),ওইটা শেষে এক ফাঁকে চইলা আসুম যুদি পারি-আর খানাদানা আমি কাইয়ুম ভাই, কামরুল ভাই ইনাদের সাথে শেয়ার করুম...সো ওইটা নিয়া চিন্তা নাই :))
    অফ টপিক-চউক্ষে আন্ধার দেখতাছি পরীক্ষা নিয়া দোয়া কইরেন...

    জবাব দিন
  18. রহমান (৯২-৯৮)

    বস্‌,

    আয়া পড়লাম 🙂

    গতকাল সন্ধ্যায় ঢাকা আসলাম। এর আগে কুমিল্লাতে ছিলাম ৮ দিন। এই কদিন নেটে বসা হয়নি 🙁 । ১৭ তারিখ এবিসিতে হাজির থাকব ইনশাল্লাহ 🙂 ।

    একটু আগে সায়েদের সাথে কথা হলো। ও জানালো যে ১৭ তারিখের গেট টুগেদারের খবর ও জানে এবং সময়মতো এবিসিতে হাজির থাকবে। ওর পারমিশন নিয়ে এখানে ওর মোবাইল নম্বরটা দিলামঃ ০১৫৫২৩২৬০৬৮। যারা যারা চান, ওকে ফোন করে ঝাড়ি দিতে পারেন 😛 । ঢাকায় থেকেও কেন সিসিবিতে অনুপস্থিত জেনে নিন তার কারন... 😀

    আজকে বিকেলে মাজহারের বড়ভাই হায়দার ভাই (মেজর হায়দার) এর বাসায় গিয়েছিলাম। মাজহারের জন্য মিলাদ ও দোয়া হলো। আমাদের কলেজের অনেকে এবং বিসিসির আমাদের ব্যাচের বেশ কয়েকজন এসেছিল।

    সানা ভাই, একটা অনুরোধ করবো। ১৭ তারিখ অনুষ্ঠান শুরুর আগে আমরা সবাই মিলে কি পিলখানার সকল শহীদ (বিশেষ ভাবে সকল এক্স ক্যাডেটদের) উদ্দেশ্যে কয়েক মিনিট নীরবতা পালন করে সম্মান দেখাতে পারি? অথবা অন্য কোন বেটার আইডিয়া থাকলেও করা যাবে কি?

    রেজওয়ান ও অন্য যারা এখানে আমাকে স্মরণ করেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই প্লিজ চেষ্টা করবেন ১৭ তারিখে আসার জন্য। ওখানে অনেকের সাথেই দেখা হবে ইনশাল্লাহ।

    জবাব দিন
  19. কামরুল হাসান (৯৪-০০)

    লাবলু ভাই
    জামাই মাস্ফু আর আমাদের :just: ভাবী্রে ধইরা এখন পর্যন্ত ২৭ জন হিসাব করলাম।
    আরো কিছু বাড়বে। এর মধ্যে আমি আবার স্প্রাইট খাই না। আমার জন্যে কোক অর্ডার দিয়েন 😉 😉


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  20. টিটো রহমান (৯৪-০০)

    যাক শেষ পর্যন্ত গেট টুগেদারটা হচ্ছে :awesome: :tuski: :awesome: :tuski: :awesome: :tuski: :guitar: :guitar: :guitar: :guitar: :awesome: :tuski: :guitar: :awesome: :tuski: :guitar: :awesome: :tuski: :guitar: :awesome: :tuski: :guitar: :awesome: :tuski: :guitar:


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  21. শাওন (৯৫-০১)

    না...না...না...না......দুধ ছাড়া চা হবেনা (রঙ চা)..... দুধ চা চাই 😀 😛


    ধন্যবাদান্তে,
    মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
    প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১

    ["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]

    জবাব দিন
  22. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    প্যারেড রিপোর্ট :

    ১. সাজিদ
    ২. নাজমুল
    ৩. ফাহিম আশাহাব
    ৪. সালেকীন
    ৫. কামরুল
    ৬. জিহাদ
    ৭. মুহাম্মদ
    ৮. রায়হান
    ৯. রবিন
    ১০. টিটো
    ১১. মাস্ফ্যু
    ১২. সায়েদ
    ১৩. রহমান
    ১৪. তারিক
    ১৫. জাহিদ
    ১৬. আকাশ
    ১৭. আমিন
    ১৮. কাইয়ুম
    ১৯. ইউসুফ
    ২০. সামিয়া
    ২১. রাশেদ
    ২২. মহিব
    ২৩. আহসান '৯৯
    ২৪. তুহিন
    ২৫. জুনায়েদ
    ২৬. তানভীর
    ২৭. মাহমুদ ফয়সাল
    ২৮. তাইফুর
    ২৯. আন্দালিব
    ৩০. শার্লী
    ৩১. আহসান (এইমাত্র জানালো সিলেট থেকে সেও আসবে শেষ মুহূর্তে)
    ৩২. শওকত মাসুম
    ৩৩. রেজওয়ান
    ৩৪. হাসান (কামরুল, ডেইলি স্টার)
    ৩৫. সাজ্জাদ
    ৩৬. আব্দুল্লাহ
    ৩৭. ফরহাদ
    ৩৮. আরমান
    ৩৯. আসিফ
    ৪০. হক
    ৪১. রাব্বী
    ৪২. শাওন
    ৪৩. ফরিদ
    ৪৪. তৌফিক

    প্যারেডে যোগ দিতে পারে

    ১. জাকারিয়া
    ২. সিরাজ
    ৩. ওবায়দুল্লাহ

    এবিসি রেডিও'র প্যারেড রিপোর্ট

    ১. সানাউল্লাহ
    ২. গোবিন্দ শীল
    ৩. মাহমুদা রোমা
    ৪. সামীউর
    ৫. সুহৃদ (থাকার সম্ভাবনা কম)

    আর কে কে আছো জানান দেও। সিরাজের কি হইলো? শফির কি হইলো? কামরুল খবর নাও।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  23. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    সিডনিতে প্রাক্তন ক্যাডেটরা শোকসভা করেছে। ফককের মেইলে এ নিয়ে খবরটা পেলাম। তোমাদের সঙ্গে ভাগাভাগি করে নিতে এখানে তার লিংক দিলাম।

    স্বজন হত্যার বিচার চাই


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  24. আন্দালিব (৯৬-০২)

    ১৭ তারিখে আমার একটা পরীক্ষার ইনভিজিলেশন আছে ৪টা থেকে ৬টা। এই দায়িত্বটা অন্যকারো ঘাড়ে চাপাতে পারলাম না! :((

    এখন ভাবতেছি একটু আগে আগে বের হয়ে চলে আসবো। তবে ৬টা সাড়ে ৬টা নাগাদ আসতে পারবো হয়তো। ততক্ষণ কি জিটুজি চলবে? 🙁

    জবাব দিন
  25. শাওন (৯৫-০১)

    আমি আসতেছি..................সাথে আমাদের ব্যাচের ফরিদ......


    ধন্যবাদান্তে,
    মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
    প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১

    ["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]

    জবাব দিন
  26. মুসতাকীম (২০০২-২০০৮)

    :just:মিস করমু 😡 😡 😡 😡 😡


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  27. টিটো রহমান (৯৪-০০)

    শালার ভাগ্য কোন কালেই সঙ্গ দিব না....পারিবারিক দুর্ঘটনা আছে...নানা বাড়ি যেতে হবে।কাহিনী না বলি....শুধু বলি আসতে পারছি না 🙁 🙁 ~x( :bash: :(( :(( :(( :(( :((


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  28. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    প্রথমেই এসেছে হাসান (কামরুল-ডেইলি স্টার) ও তার ভাই সাজ্জাদ। এর পরপর এসেছে ওবায়দুল্লাহ। সামীউরও চলে এসেছে। বাকিরা কই? হারি আপ, ব্লা..... ফু..... 😡 😡 😡


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  29. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    ব্যাপক সমাগম আর লাবলু ভাইয়ের আয়োজনে সেরকম খানাপিনা শেষে এই মাত্র সিসিবি মাহফিল শেষ হইল 😀
    কেউ নিশ্চয়ই একটা পোস্ট দিবে। লাবলু ভাই সহ সবাইরে :salute:
    আইস্ক্রিম, পিঠা আর কেক , সেরকম ছিলো :thumbup:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন

মওন্তব্য করুন : সানাউল্লাহ (৭৪ - ৮০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।