“আজ আড়ি কাল ভাব”

তোমার সঙ্গে যতো জিদ আমার
সব মান অভিমান

তোমার সঙ্গে মেঘ রোদ্দুর খেলা
বেলা অবেলা, সারাবেলা

ক্ষণে ক্ষণে ঝগড়া খুনসুটি
চলছে চলুক আড়ি আর ভাব

[চার শব্দের শিরোনামটি স্টার জলসা’র একটি সোপে’র নাম থেকে নেয়া]

২২ টি মন্তব্য : ““আজ আড়ি কাল ভাব””

  1. লুৎফুল (৭৮-৮৪)

    সূর্য উঠতে দেরী কেনো!
    রোদের এমন তেজ কেনো!
    বৃষ্টির বুঝি নেই কোনো সময় জ্ঞান
    তোমার জন্যই জগতে যন্ত্রণা সমুদ্র সমান

    জীবনের কানামাছি
    এভাবেই জানান দ্যায়
    টিকে আছে ভালোবাসাবাসি।

    😀 😀

    জবাব দিন
  2. রকিব (০১-০৭)

    সূর্য যে আজকাল কোন দিনে ওঠে বুঝতে পারছি না। 😛 😛

    মেলা দিন বাদে দেখি প্রিন্সিপাল স্যারের পোষ্ট। না লগ ইন করে থাকাটাই দুরূহ!
    কেমন আছেন লাবলু ভাই?


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন

মওন্তব্য করুন : নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।