মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি আর ফুল নিয়ে আমরা দাঁড়াবো বিডিআর ফটকে

মনের আগুন জ্বালো

কর্মসূচি : হত্যাযজ্ঞের শিকার শহীদদের স্মরণ ও শ্রদ্ধা জানানো
কবে-কখন : মঙ্গলবার, ৩ মার্চ; সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টা
কোথায় : বিডিআর গেইটের পাশে রাইফেলস স্কয়ারের সামনে
কি করবো : ঘুচাবো কালো জ্বালবো আলো
কারা আসবেন : যারা মানুষ ভালোবাসেন এবং হিংসার অবসান চান

গত ২৫ ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তরে এক শ্রেনীর জওয়ানদের পরিকল্পিত হত্যাযজ্ঞে নিশ্চিতভাবে প্রাণ হারিয়েছেন ২ নারীসহ ৬৩ জন। এদের প্রায় সবাই সেনা কর্মকর্তা। এখনো নিখোঁজ আছেন আরো ৭২ জন সেনা কর্মকর্তা। শহীদ এবং নিখোঁজ সেনা কর্মকর্তাদের একটা বড় অংশই আমাদের বিভিন্ন ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থী অথবা প্রাক্তন শিক্ষার্থীর বাবা, ভাই, মামা, ফুফা- আত্মীয়-স্বজন। “পিলখানা হত্যাকাণ্ডে শহীদ ও নিখোঁজদের তালিকা” শিরোনামে মুহাম্মদের লেখায় এর পুরো বিবরণই আছে।

জঘন্য এই গণহত্যা শুধু আমাদেরই নয়, গোটা জাতিকে স্তম্ভিত, শোকে-ক্ষোভে ডুবিয়ে দিয়েছে। ক্যাডেট কলেজ ব্লগ আজ আমাদের কষ্ট-যন্ত্রণা, দুঃখ-ক্ষোভ প্রকাশের জানালা হয়ে উঠেছে। এই শোকে-কান্নায় ভেসে গেলে তো আমাদের চলবে না। আমাদের দেশ-জাতি এমন দুঃসময়ে বারবার পড়েছে। কিন্তু তাতে আমরা কখনোই ভেঙ্গে যাইনি। আমাদের আবার উঠে দাঁড়াতে হবে। অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই চালাতে হবে। আমরা বারবার মার খাবো, বারবার জেগে উঠবো। এভাবেই আমরা একদিন একটা পরিণত জাতিতে রূপ নেব। এটা সান্ত্বনার কথা নয়, এটাই বাস্তব। এই পলিমাটির দেশ আমাদের আবেগপ্রবণ করেছে। কিন্তু আমরা কখনো পরাজিত হইনি, নতুন করে বারবার গড়েছি।

আমরা হাতে হাত ধরে দাঁড়াবো। অন্ধকার ঘুচাবো। আলো জ্বেলে নিজের মনের, দেশের মানুষের কালো দূর করবো।

চলো আগামী মঙ্গলবার (৩ মার্চ, ২০০৯) আমরা বিডিআরের চার নম্বর গেইটের পাশে রাইফেলস স্কয়ারের সামনে সন্ধ্যা সাড়ে ৬টায় জড়ো হই। নিজেরা আসি, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্খী-সমব্যাথী এবং ক্যাডেট কলেজগুলোর সিনিয়র-জুনিয়র-বন্ধুদের নিয়ে আসি। সবাই কমপক্ষে একটা করে মোমবাতি ও একটি ফুল নিয়ে আসবো। মোমবাতি জ্বালিয়ে আর বিডিআর গেইট বা সেখানে স্থাপিত বেদিতে ফুল দিয়ে আমরা গণহত্যার শিকার সব শহীদকে সম্মান-ভালোবাসা জানাবো। আহসান আকাশ (৯৬-০২) ইতোমধ্যে তার মনের কথা জানিয়েছে। একটি মোমবাতি কি জ্বালানো যেত না কিংবা দেওয়া যেতনা কি একটি ফুল?

এ বিষয়ে আরো কিছু জানতে চাইলে যে কেউ এই সেলফোন নম্বরগুলোতে যোগাযোগ করতে পারেন।
১. সানাউল্লাহ লাবলু : ০১৭১৩ ০৬৮৮৮৬
২. কামরুল হাসান : ০১৯১২ ৮৫৬৭৯৭
৩. খান মুহাম্মদ : ০১৭১৩ ৪৪৪৭৮২
৪. রায়হান আবীর : ০১৬৭০ ৪১৪৭৮২
৫. জিহাদ তরফদার : ০১৭১৭ ২৯৫২০৪

রাইফেলস স্কয়ারের সামনে জড়ো হয়ে ৭টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত মোমবাতি জ্বালিয়ে আমরা গাইবো : আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে

আমরা গাইবো :
নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো
যেখানে পড়বে সেথায় দেখবে আলো
ব্যথা মোর ঊঠবে জ্বলে উর্ধ্বপানে
আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে

উঠে দাঁড়াও সবাই। চলে আসো সবাই।

৮,০৬৯ বার দেখা হয়েছে

১২৭ টি মন্তব্য : “মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি আর ফুল নিয়ে আমরা দাঁড়াবো বিডিআর ফটকে”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    আজকে রাতের মধ্যেই ৪ নং গেটের সামনে ( রাইফেলস স্কয়ারের পাশে) শ্রদ্ধাঞ্জলি অর্পনের জন্য একটি বেদি স্থাপন করা হচ্ছে।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    আমি ইতোমধ্যে ওফা এবং আমাদের ২১তম ব্যাচের গ্রুপে মেইল এবং ফেইসবুকে পোস্ট করে দিয়েছি। তোমরাও যার যার মতো সবাই সবাইকে জানাও।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  3. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    এই পোস্টেও কিছু ফোন নম্বর দিয়ে দিতে পারি। যাতে কেউ যোগাযোগ করতে চাইলে পারে। কামরুল, জিহাদ, মুহাম্মদ, রায়হানের নম্বর আমার কাছে আছে। কার কার নম্বর যাবে আমাকে জানিও। কাল আপডেট করে দেবো।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  4. জুনায়েদ কবীর (৯৫-০১)

    সানা ভাই, একটা আর্জি ছিল...
    সম্ভাব্য সব খানে লিংক দিয়ে দিয়েছি...তাই বলছিলাম উপরের একটা লাইন নিজেরা আসি, ক্যাডেট কলেজের সিনিয়র-জুনিয়র-বন্ধুদের নিয়ে আসি কি একটু বদলে দেয়া সম্ভব??? যাতে নন-ক্যডেট কেউ আবার নিজেকে অবাঞ্চিত অবাঞ্চিত ভাবতে না পারে...


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  5. সামীউর (৯৭-০৩)

    সিসিবি ব্লগারদের সাথে দেখা করার ইচ্ছা ছিলো, শুক্রবারে সেই ইচ্ছা পূরনের একটা সম্ভাবনাও উঁকি মারছিলো, কিন্তু এভাবে সবার সাথে দেখা হবে কখনো ভাবিন নাই। :salute:

    জবাব দিন
  6. ইমতিয়াজ (৮৭-৯৩)

    সানাউললাহ ভাই
    আমরা যারা দেশের বাইরে তাদের জন্য প্রতিকী হিসাবে কিছু করা যায় না ....
    we really want to participate , how about seting up a digital signature where we all put our names you go with that list on wednesday evening . Also give us an address where we can send folwers through online ..
    please advise ...
    those who are close to NY-NJ area you are more than welcome to contact we can do something as well

    Imtiaz ccr87-93
    gifaruque@gmail.com
    347-776-6280

    জবাব দিন
  7. আফতাব (১৯৯৩-১৯৯৯)

    সানাউল্লাহ ভাই,
    ফেইসবুক-এ একটা ইভেন্ট দিয়েছি।
    http://www.facebook.com/event.php?eid=65943936822
    দিন - মঙ্গলবার, ৩রা মার্চ ২০০৯
    সময় - সন্ধ্যা ৭ ঘটিকা থেকে ৭-৩০ ঘটিকা
    স্থান - রাইফেলস স্কয়ার সংলগ্ন বিডিআর গেইট

    কিছু পরিবর্তন হলে জানাবেন, আমি বদলিয়ে দিব।

    জবাব দিন
  8. শাওন (৯৫-০১)

    ভাইয়ারা, জানিয়ে দিচ্ছি আমার পরিচিত সবাইকে......ইনশাল্লাহ আল্লাহ যেন শহীদদের জান্নাতবাসী করে


    ধন্যবাদান্তে,
    মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
    প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১

    ["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]

    জবাব দিন
  9. কামরুলতপু (৯৬-০২)

    সানাউল্লাহ ভাই ,
    অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। আর পারছিনা ভাইয়া , মনে পড়লেই চোখে পানি আসতেছে। মাঝে মাঝে ক্রোধে অন্ধ হয়ে পড়ছি। চোখের সামনে থেকে এই ঘটনা সরাতে পারছিনা। আপনাদের সাথে থাকতে পারছি না শারিরীকভাবে কিন্তু আমার অন্তর থাকবে আপনাদের কাছে।
    সামিয়া, আমাদের আদরের ছোটবোনটার কথা কোনভাবেই ভুলতে পারছিনা। আল্লাহ ওদের কে শক্তি দিক।
    আমি কম্পিউটার খুলবনা ঠিক করেছিলাম আর কিন্তু পারছিনা কিভাবে যেন এখানে চলে আসি আর কান্না চলে আসে। আর তো ভাল লাগে না।

    জবাব দিন
  10. মাহমুদ (১৯৯০-৯৬)

    সানা ভাই,

    এই উদ্যোগটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি, এটা সফল হবে।

    আমার একটা প্রস্তাব ছিল। - যেহেতু অনেকেই একত্রিত হচ্ছেন, সেখানে কি ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি সহায়তার পাশাপাশি আমরা সিসিবি'র পক্ষ থেকে কিছু করতে পারি না? এই ধরেন, আর্মি অফিসার ও বিডিআর'রা ত সরকারি সহায়তা পাবে, কিন্তু সাধারন পাবলিকের কি হবে (আমার জানা মতে ৪/৫ জন)?

    তাছাড়া, সরকার যেসব সুবিধা দিবে বলেছে তা দীর্ঘমেয়াদী (যেমন, সন্তানদের পড়াশোনা করানো)। এগুলো ত সময়ের সাথে সাথে চাপা পড়ে যেতে পারে আমলাতন্ত্রের নিচে। এর জন্য এমন কিছু করা দরকার যাতে তাদের উপর দীর্ঘমেয়াদে প্রেশার ধরে রাখা যায়।

    ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দিকটা যেন বাদ না পড়ে যায়।


    There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

    জবাব দিন
  11. Salam to all. The idea of gathering in 3rd March is great, however, I will request all of you to remember the departed souls in our everyday prayer which will benefit them most in the hereafter. I have no WORDS to say because I have no explanation about the delay in rescuing. It seems the delay contributed to the make of whole story. I do not know anything inside but pray to Almighty for their departed souls and their left families.

    জবাব দিন
  12. ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)

    সানাউল্লাহ ভাই,
    হাজার হাজার মাইল দূর থেকেও অনুভব করতে পারছি এই উদ্যোগের উষ্ণতাটুকু।

    বাংলাদেশের ওই সময়টায় প্রবাসে যেখানে থাকবে- কর্মস্থল বা বাসা সবাই একটা মোম জ্বালিয়ে শহীদদের স্মরণ করো। একটা ফুল মাটির ওপর শুইয়ে দিও।

    নিশ্চয়ই।
    যে যেখানেই থাকি না কেন। ঐখানেই আছি - আপনাদের সাথেই মিশে আছি।

    অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাদের সবাইকে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য।


    সৈয়দ সাফী

    জবাব দিন
  13. মারুফ আহ্‌মেদ (১৯৮১-৮৭)

    সানাউল্লাহ ভাই, এই ধরণের উদ্যোগ গ্রহণ করার জন্যে ধন্যবাদ। ঢাকায় থাকলে অবশ্যই জয়েন করতাম। রাজশাহী থেকে আমার একাত্মতা ঘোষনা করছি। আমাদের গ্রুপ মেইলে এই ইনফর্মেশন দিয়ে দিব।

    জবাব দিন
  14. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    কামরুল, জিহাদ, মুহাম্মদ, রায়হান এবং অন্যরা : আমাদের কর্মসূচি চূড়ান্ত। যতোজনই হোক কাল সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে চলে এসো। আমি আশা করি ওই সময়ের মধ্যে পৌঁছে যাবো।

    ব্যানারের ব্যবস্থা করা দরকার। দিনের মধ্যে প্রিন্ট করে ফেলতে হবে।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  15. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    আমাদের ব্যানার কি এটা হবে?

    নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো

    ক্যাডেট কলেজ ব্লগ @ www.cadetcollegeblog.com


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  16. জ়ে এম সারোয়ার মুজিব ( এডিসন) (১৯৭৯-১৯৮৫)

    সানাউল্লাহ ভাই, আপনার উদ্যোগের জন্য আপনাকে সালাম জানায় সূদুর লাইবেরিয়া থেকে। আর অন্য সবাইকেও উনাকে সহায়তা দেবার জন্য। আমি এখন সিসিবিতে যোগ দিয়ে নিজেকে ধন্য মনে করছি। :salute:

    জবাব দিন
  17. কামরুলতপু (৯৬-০২)

    কেউ কি ব্লগে একটা পোষ্ট দিতে পারবেন মোবাইল থেকে, আমরা যারা যেতে পারব না তারা তাহলে সেটা দেখে নিজেদেরকে যে যেভাবে পারি এক করতে পারতাম আপনাদের সবার সাথে।

    জবাব দিন
  18. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    সব ঠিক আছে। অনেক ক্যাডেট আসবে। ব্লগের বাইরেও। কামরুল বা মুহাম্মদ বা জিহাদ বা রায়হান যে কেউ কর্মসূচির পর এটা নিয়ে পোস্ট দিতে পারো। সে প্রস্তুতি নাও। আমি একটা ছোট বিবৃতি তৈরি করছি। মিডিয়ার যারা যাবে তাদের ওইটা দিয়ে দেবো। আমি অবশ্য প্রথম আলো, ডেইলি স্টার ও এবিসি রেডিও কাভার করা নিশ্চিত করেছি। অন্যদের কারো কেউ চেনা থাকলে বলতে পারো। এবিসি ৭টার খবরের পর অনুষ্ঠান চলার সময় লাইভ কাভার করবে।

    আর এবিসির ৯টা ও রাত ১২টার খবরে প্রচার হবে।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  19. ফয়েজ (৮৭-৯৩)

    সানাউল্লাহ ভাই অনেক ধন্যবাদ উদোগটা নেবার জন্য।

    আমি গতকাল ঢাকায় ছিলাম, জানায়ায় গিয়েছিলাম, বুঝেনি তো অফিস, চলে এসেছি গতকালই।

    শারীরিক ভাবে হয়ত থাকবো না, তাতে কি, আমি আছি আমাদের সংগে।


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  20. সাজিদ (১৯৯৩-৯৯)

    অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। ক্যাডেট কলেজে পড়েছি বলে আরেকবার গর্ব করতে পারলাম।


    অভিলাষী মন চন্দ্রে না পাক,
    জ্যোস্নায় পাক সামান্য ঠাঁই,
    কিছুটাতো চাই, কিছুটাতো চাই।

    জবাব দিন
  21. খোরশেদ (৭২-৭৮)

    প্রিয় সানাউল্লাহ্,

    ‍তোমার‍ লেখাটা পড়লাম। তোমাদের এই মহৎ উদ্যোগের সঙ্গে আমার সম্পূর্ণ সহমর্মিতা প্রকাশ করছি। এই ব্লগটির কথা আমার জানা ছিল না। খুব ভালো লাগলো জেনে। বিশেষ করে তোমরা সবাইকে বাংলায় লিখতে উৎসাহিত করছো দেখে আরো আনন্দিত হয়েছি। হয়তো শুনে থাকবে, বাংলা ভাষা, সাহিত্য, শিল্প, সংস্কৃতিকে সংরক্ষণের লক্ষ্যে আমি আমার দীর্ঘ প্রবাস জীবনের অবসান ঘটিয়ে ২০০৪ সালে দেশে ফিরে চট্টগ্রামে বিশদ বাঙলা নামে একটি প্রতিষ্ঠানের গোড়াপত্তন করেছি। আমার এই বিনম্র উদ্যোগে তোমাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি এই সুযোগে।

    ভালো থেকো।

    শুভকামনান্তে,
    খোরশেদ ভাই
    ১৯তম ব্যাচ
    ফৌজদারহাট ক্যাডেট কলেজ

    জবাব দিন
    • সানাউল্লাহ (৭৪ - ৮০)

      খোরশেদ ভাই,

      খুবই ভালো লাগলো আপনাকে এখানে দেখে। কল্পনাও করতে পারিনি। অনেকদিন আপনার সঙ্গে দেখা হয়না।

      ব্লগটা এখন বৈচিত্র্য নিয়ে দাঁড়াচ্ছে। আপনি সময় পেলে এবং দিলে ভীষণ ভালো লাগবে। বিশেষ করে আপনার বিশদ বাঙলা নিয়েই লিখুন না। আমি আপনার সঙ্গে আছি, থাকবো। দেখবেন আরো অনেককে পাশে পাবেন।

      আমাদের অনেকের মাথায় নানা বিষয় গিজগিজ করে। পুরনো এই ক্যাডেটদের অনেকেই নানা কিছু করছে, পড়ছে। আপনাকে পেলে ব্লগটা আরো আকর্ষনীয় হবে।

      ভালো থাকবেন। শুভেচ্ছা।

      ব্লগের বাকি সবার জন্য : খোরশেদ ভাইয়ের মন্তব্যে তোমরা নিশ্চয়ই কিছুটা হলেও বুঝতে পারছো উনার কাজ সম্পর্কে। যে কজন বড় ভাইকে আমি ভীষণ শ্রদ্ধা করি তিনি এদের একজন। উনাকে নিয়মিত পেলে সিসিবি আরো সম্মৃদ্ধ হবে নিশ্চিত।


      "মানুষে বিশ্বাস হারানো পাপ"

      জবাব দিন

মওন্তব্য করুন : রকিব (২০০১-২০০৭)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।