অস্কার জিতলো স্লামডগ মিলিওনেয়ার

মাসুম, মুহাম্মদ, এহসান, কামরুল আর রকিব গেলো কই? স্লামডগ মিলিওনেয়ার তো অস্কার জিতা গেল! ৮টা ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে। সেরা পরিচালক, সেরা মূল গান, সেরা মূল সুর, সেরা সম্পাদনা, সেরা শব্দ, সেরা সিনেমাটোগ্রাফি এবং সেরা কাহিনী। একেবারে জয়-জয়াকার যারে বলে!! কিন্তু সিনেমাবোদ্ধারা এখনো এইডা নিয়া কোনো পোস্ট দিল না? কেম্নে কি?

কিন্তু ছবিটা এখনো আমার দেখা হইলো না :(( :(( :(( !!

আমাদের চা-বয় রকিব তাইলে শেষ পর্যন্ত মিলিওনেয়ার হইয়া গেল!!

অস্কার অনার : ২০০৯
ছবি: স্লামডগ মিলিওনার
পরিচালক: ড্যানি বয়েল (স্লামডগ মিলিওনার)
অভিনেতা: শন পেন (মিল্ক)
অভিনেত্রী: কেট উইন্সলেট (দ্য রিডার)
পার্শ্ব অভিনেতা: হিথ লেজার (দ্য ডার্ক নাইট)
পার্শ্ব অভিনেত্রী: পেনিলোপ ক্রুজ (ভিকি ক্রিস্টিনা বার্সেলোনা)
এনিমেশন: ওয়াল-ই
বিদেশী ছবি: ডিপার্চার্স (জাপান)
মৌলিক চিত্রনাট্য: ডাস্টিন ল্যান্স ব্ল্যাক (মিল্ক)
অ্যাডাপ্টেড চিত্রনাট্য: সিমন বুফয় (স্লামডগ মিলিওনার)
প্রামান্য চিত্র: ম্যান অন ওয়্যার
মৌলিক সুর: এ আর রহমান (স্লামডগ মিলিওনার)
মৌলিক সঙ্গীত: জয় হো – এ আর রহমান (স্লামডগ মিলিওনার)
সম্পাদনা: ক্রিস ডিকেন্স (স্লামডগ মিলিওনার)
স্বল্পদৈর্ঘ্য প্রামান্য চিত্র: স্মাইল পিংকি
চিত্রগ্রহণ: অ্যান্থনি ডড ম্যান্ট্‌ল (স্লামডগ মিলিওনার)
পোশাক সজ্জা: মাইকেল ও’কনর (দ্য ডাচেস)
শব্দ সমন্বয়: স্লামডগ মিলিওনার
শব্দ সম্পাদনা: রিচার্ড কিং (দ্য ডার্ক নাইট)
লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য ছবি: Spielzeugland (Toyland)
স্বল্পদৈর্ঘ্য এনিমেশন: La Maison de Petits Cubes
অঙ্গসজ্জা: গ্রেগ ক্যানম (দ্য কিউরিয়াস কেইস অফ বেঞ্জামিন বাটন)
শিল্প নির্দেশনা: দ্য কিউরিয়াস কেইস অফ বেঞ্জামিন বাটন
ভিজ্যুয়াল ইফেক্ট: দ্য কিউরিয়াস কেইস অফ বেঞ্জামিন বাটন
(সৌজন্যে মুহাম্মদ)

৪,৩৮৩ বার দেখা হয়েছে

৫৯ টি মন্তব্য : “অস্কার জিতলো স্লামডগ মিলিওনেয়ার”

  1. মুহাম্মদ (৯৯-০৫)

    আমি ফার্স্ট হইবার চাইছিলাম। পোস্টে ফার্স্ট হৈতে না পাইরা মন্তব্যে ফার্স্ট হওয়ার অপচেষ্টা। সাথে লিস্টিটা লাগায় দিলাম। কারা কারা জিতছে দেখেন। তারপর আলোচনা হৈবো:

    ছবি: স্লামডগ মিলিওনার
    পরিচালক: ড্যানি বয়েল (স্লামডগ মিলিওনার)
    অভিনেতা: শন পেন (মিল্ক)
    অভিনেত্রী: কেট উইন্সলেট (দ্য রিডার)
    পার্শ্ব অভিনেতা: হিথ লেজার (দ্য ডার্ক নাইট)
    পার্শ্ব অভিনেত্রী: পেনিলোপ ক্রুজ (ভিকি ক্রিস্টিনা বার্সেলোনা)
    এনিমেশন: ওয়াল-ই
    বিদেশী ছবি: ডিপার্চার্স (জাপান)
    মৌলিক চিত্রনাট্য: ডাস্টিন ল্যান্স ব্ল্যাক (মিল্ক)
    অ্যাডাপ্টেড চিত্রনাট্য: সিমন বুফয় (স্লামডগ মিলিওনার)
    প্রামান্য চিত্র: ম্যান অন ওয়্যার
    মৌলিক সুর: এ আর রহমান (স্লামডগ মিলিওনার)
    মৌলিক সঙ্গীত: জয় হো - এ আর রহমান (স্লামডগ মিলিওনার)
    সম্পাদনা: ক্রিস ডিকেন্স (স্লামডগ মিলিওনার)
    স্বল্পদৈর্ঘ্য প্রামান্য চিত্র: স্মাইল পিংকি
    চিত্রগ্রহণ: অ্যান্থনি ডড ম্যান্ট্‌ল (স্লামডগ মিলিওনার)
    পোশাক সজ্জা: মাইকেল ও'কনর (দ্য ডাচেস)
    শব্দ সমন্বয়: স্লামডগ মিলিওনার
    শব্দ সম্পাদনা: রিচার্ড কিং (দ্য ডার্ক নাইট)
    লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য ছবি: Spielzeugland (Toyland)
    স্বল্পদৈর্ঘ্য এনিমেশন: La Maison de Petits Cubes
    অঙ্গসজ্জা: গ্রেগ ক্যানম (দ্য কিউরিয়াস কেইস অফ বেঞ্জামিন বাটন)
    শিল্প নির্দেশনা: দ্য কিউরিয়াস কেইস অফ বেঞ্জামিন বাটন
    ভিজ্যুয়াল ইফেক্ট: দ্য কিউরিয়াস কেইস অফ বেঞ্জামিন বাটন

    জবাব দিন
  2. তানভীর (৯৪-০০)

    স্লামডগ মিলিওনেয়ার ছবিটা দেখে বেশ ভাল লেগেছিল, কিন্তু কখনও অস্কার জেতার মত ছবি মনে হয়নি। আমি অবশ্য চলচ্চিত্র বোদ্ধা নই, সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে বলা। আর এ.আর. রহমান জয় হো গানটার জন্য কিভাবে অস্কার পুরস্কার পান, সেটা আমার কাছে সবসময়ই বিষ্ময় হয়ে থাকবে! 😕 😕

    জবাব দিন
  3. এহসান (৮৯-৯৫)

    স্লামডগ মিলিওনেয়ার পুরস্কার জিতেছে। মেজাজ খারাপ হইছে। এখনই ধনী, বুর্জোয়া,পশ্চিমা চিন্তার মাসুম ভাই হাসি শুরু করবে। 🙁

    দ্য কিউরিয়াস কেইস অফ বেঞ্জামিন বাটন ঠেকছে। আমি খুশি। দ্য রিডার জিতলে খুশী হইতাম। কিন্তু স্লামডগ মিলিওনেয়ার ফেবারিট ছিলো।

    শন পেন (মিল্ক),কেট উইন্সলেট (দ্য রিডার), হিথ লেজার (দ্য ডার্ক নাইট), পেনিলোপ ক্রুজ (ভিকি ক্রিস্টিনা বার্সেলোনা) পুরস্কার জিতেছে। আমি মহা খুশি। :clap:

    মিকি রুর্ক ঠেকছে। এতেও আমি খুশি।

    জবাব দিন
  4. আদনান (১৯৯৪-২০০০)

    শন পেন (মিল্ক) :thumbdown:
    কেট উইন্সলেট (দ্য রিডার), হিথ লেজার (দ্য ডার্ক নাইট), পেনিলোপ ক্রুজ (ভিকি ক্রিস্টিনা বার্সেলোনা) পুরস্কার জিতেছে। আমি মহা খুশি। :clap:

    জবাব দিন
  5. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    দেখো, আমি দেখলাম অস্কার নিয়ে কোনো পোস্ট নাই- তাই সুযোগ নিয়েছিলাম। এইডা আসলে কুনু পোস্টই না। মুহাম্মদ বা মাসুম বা অন্য কেউ অস্কার নিয়ে একটা সামগ্রিক ভালো পোস্ট দাও। আমরা পড়ি, শিখি।

    আমার এই পোস্টটা তোমরা মাথা থেকে ঝেড়ে ফেল। ভালো পোস্ট না পেলে আমি এটা আধঘন্টা পর মুছে ফেলবো। আমি সিরিয়াস। 😡 😡 😡


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  6. সামীউর (৯৭-০৩)

    আমার একটা কথা আসে...হিথ লেজারকে পার্শ্ব চরিত্রে দিয়া আসলে অপমান করসে...কারন আমার মতে THE DARK KNIGHT মুভিতে 'জোকার' হইলো মেইন ক্যারেক্টার (আমি হিরো বা হিরোইন শব্দ গুলো অপছন্দ করি) যেমন টা 'The merchant of Venice' এ শাইলক। ডার্ক নাইটে আসলে ব্যাটম্যানই 'supporting role' play করসে ।

    জবাব দিন
  7. শার্লী (১৯৯৯-২০০৫)

    ভালো লাগে নাই এটা বলব না স্লামডগ মিলিয়নিয়ারের ক্ষেত্রে কিন্তু এতগুলা অস্কার জেতা উচিৎ হইল না। The Curious Case of Benjamin Button এর সঠিক মূল্যায়ন হয় নি বলে মনে হয়েছে(নমিনেশন থেকেই)।

    জবাব দিন

মওন্তব্য করুন : সানাউল্লাহ (৭৪ - ৮০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।