আমাদের নায়ক

Mandela 09

যে কোনো সময় খারাপ খবরটা আসতে পারে। তাই তৈরি হয়ে আছি। মনকে বুঝিয়েছি, এটাই বাস্তব। নির্মম সত্য। তবু কি মন মানতে চায়!

প্রিটোরিয়ার যে হাসপাতালটায় নেলসন মান্দেলা শেষ সময়টা কাটাচ্ছেন সেখানে বিশ্বের সব মিডিয়া ওৎ পেতে বসে আছে, কার আগে কে এই দুঃসংবাদটা প্রচার করবে! প্রিয় মাদিবার জন্য তার দেশের মানুষ প্রার্থনা করছে। হয়তো কোনো ‘অলৌকিক’ কিছুর অপেক্ষা করছে তারা। মোটামুটি সবাই জেনে গেছে, আর বেশিদিন, বেশিক্ষণ থাকবেন না তিনি। বারাক ওবামা আফ্রিকা সফরে বেরুচ্ছেন। মিডিয়া জানাচ্ছে, ততক্ষণ শ্বাস থাকলে হাসপাতালে গিয়ে শেষ দেখা করবেন মান্দেলার সঙ্গে।

আমাদের কালের নায়ক তিনি। আশির দশকে বর্ণবাদবিরোধীতা, মুক্তির সংগ্রাম, ন্যায়ের লড়াই, স্বৈরশাসন বিরোধী লড়াইয়ে দু’জন নেতা আমাদের আকর্ষণের কেন্দ্রে ছিলেন। মান্দেলা আর ইয়াসির আরাফাত। মান্দেলার মুক্তি, দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের অবসান, স্বাধীন ফিলিস্তিনের জন্য সেই সময় কতো সভা-সমাবেশ, সাংস্কৃতিক আন্দোলন, পোস্টার প্রদর্শনী করেছি আমরা। বিশ্বের এক কোনায় বাংলাদেশ থেকে দক্ষিণ আফ্রিকা আর ফিলিস্তিনের মানুষের সংগ্রামে সংহতি জানিয়েছি। আরাফাত মুক্তি দেখে যেতে পারেননি। এখনো স্বাধীন হয়নি ফিলিস্তিন।

সেই একই সময় কারাগারে বসে প্রতিপক্ষ সংখ্যালঘু বর্ণবাদী সরকারের সঙ্গে দিন মাস বছরের পর বছর আলোচনা করে দক্ষিণ আফ্রিকায় কালো মানুষের মুক্তি এনেছিলেন মান্দেলা। প্রতিপক্ষকে সঙ্গে নিয়ে বর্ণবাদের অবসান ঘটিয়েছিলেন। অহিংস পথে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। দেশের মানুষ ভোট দিয়ে তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করেছিল। ক্ষমতার জন্য কতো মারামারি কাটাকাটি দেখি আমরা! যে কোনোভাবে ক্ষমতা চাই, ক্ষমতা পেলে তাকে নিরঙ্কুশ করতে চাই, পারলে আজীবন সিংহাসনে থাকতে চাই! অথচ মাদিবা এক মেয়াদ (১৯৯৪-৯৯) শেষে ক্ষমতা ছেড়ে দিলেন!

সমসাময়িক বিশ্বে তার মতো নেতা বিরল। এতো সংযত, এতো নির্লোভী, বিনয়ী নেতা বাস্তবেই নেই। তার মুখে প্রতিহিংসার কথা কেউ কখনো শোনেনি। তার মতো এতো ভালোবাসা, শ্রদ্ধা এই সময়ে আর কেউ পায়নি। গোটা বিশ্ব মানবের কাছে তিনি ন্যায় আর সাম্যের প্রতীক হয়ে উঠেছেন। দেশের মানুষের মতো বিশ্ব মানবের কাছেও সমান প্রিয় তিনি। এমন একজন অভিভাবক বিশ্ব রাজনীতি নিকট ভবিষ্যতে পাবে বলে মনে হয় না।

নেতার অভাব নেই বিশ্বে। নেই এই দেশেও। নেতৃত্ব মানুষ অনেকভাবেই পায়। কিন্তু সেটিকে সহজাত গুণে রূপ দিতে পারেন সামান্যই। প্রকৃত নেতাকে তার মানুষের অভিভাবকত্ব অর্জন করতে হয়। মান্দেলা আমাদের সময়ের একক নায়ক যিনি নেতৃত্বকে এমন পর্যায়ে নিয়ে গেছেন, যেখানে থাকে শুধু আমাদের মতো মানুষের বিনম্র শ্রদ্ধা আর অপরিসীম ভালোবাসা।

বিদায় বেলায় প্রিয় মানুষটাকে বলতে চাই, ধন্যবাদ মাদিবা। অনেক ধন্যবাদ আপনাকে। ধর্ম-বর্ণ বিভেদহীন, বৈষম্যমুক্ত বিশ্বের স্বপ্ন আমাদের মরবে না।

১৭ টি মন্তব্য : “আমাদের নায়ক”

  1. মোকাব্বির (৯৮-০৪)
    নেতার অভাব নেই বিশ্বে। নেই এই দেশেও। নেতৃত্ব মানুষ অনেকভাবেই পায়। কিন্তু সেটিকে সহজাত গুণে রূপ দিতে পারেন সামান্যই। প্রকৃত নেতাকে তার মানুষের অভিভাবকত্ব অর্জন করতে হয়।

    :boss: :boss:


    \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
    অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

    জবাব দিন
  2. রেজা শাওন (০১-০৭)
    বিদায় বেলায় প্রিয় মানুষটাকে বলতে চাই, ধন্যবাদ মাদিবা। অনেক ধন্যবাদ আপনাকে। ধর্ম-বর্ণ বিভেদহীন, বৈষম্যমুক্ত বিশ্বের স্বপ্ন আমাদের মরবে না।

    এটা আমাদেরও কথা। হাজারো মানুষের অনুপ্রেরণা হয়ে ম্যান্ডেলা বেঁচে থাকবেন। এই প্রজন্ম থেকে সেই প্রজন্মে, এবং তার পরেও।

    চমৎকার লেখা লাবলু ভাই। সালাম নেন। আপনাকে ব্লগে দেখলে পোলাপান'রা ভরসা- আশা দুইটাই পায়। ব্যাপারটা একটু মাথায় রাখবেন ভাই।

    জবাব দিন
  3. জিহাদ (৯৯-০৫)

    ম্যান্ডেলা সংশ্লিষ্ট একটা দারুণ মুভি আছে। ইনভিক্টাস। একেবারে শেষে নেলসন ম্যান্ডেলার ডায়লগটুকু আমার দারুণ প্রিয়:

    I thank whatever gods may be / For my unconquerable soul. / I am the master of my fate / I am the captain of my soul.


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
  4. আহসান আকাশ (৯৬-০২)
    বিনম্র শ্রদ্ধা বিশ শতকের মহত্তম ব্যাক্তিদের মাঝে অন্যতম এই নির্মোহ নির্লোভ মুক্তিকামীকে।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  5. দিবস (২০০২-২০০৮)
    নেতার অভাব নেই বিশ্বে। নেই এই দেশেও। নেতৃত্ব মানুষ অনেকভাবেই পায়। কিন্তু সেটিকে সহজাত গুণে রূপ দিতে পারেন সামান্যই। প্রকৃত নেতাকে তার মানুষের অভিভাবকত্ব অর্জন করতে হয়। মান্দেলা আমাদের সময়ের একক নায়ক যিনি নেতৃত্বকে এমন পর্যায়ে নিয়ে গেছেন, যেখানে থাকে শুধু আমাদের মতো মানুষের বিনম্র শ্রদ্ধা আর অপরিসীম ভালোবাসা।

    :boss: :boss: :boss:


    হেরে যাব বলে তো স্বপ্ন দেখি নি

    জবাব দিন

মওন্তব্য করুন : সামি(২০০৪-১০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।