মানুষ ভালোবাসে পাগলের মতো, বোকার মতো নয়

আজ ভালোবাসা দিবস। সিসিবি’র সবাইকে আজকের দিনটিতে প্রচণ্ডরকম ভালোবাসা জানাচ্ছি। ভীষণ ভালোবাসার মানুষকে একেবারে বুকে আগলে ধরে যেভাবে পাগলের মতো ভালোবাসে, সেভাবেই। তোমাদের খুব কম মানুষকেই আমি মুখোমুখি দেখেছি, অধিকাংশকেই কখনো দেখিনি, কথা বলা তো দূরের কথা। অথচ এই ব্লগের মাধ্যমে তোমরা সবাই আমার কতো চেনা, কতো আপন, কতো ভালোবাসার- সেটা প্রতি মূহুর্তেই উপভোগ করি।

বলতে পারো, এইটা আর নতুন কি? আপনি তো প্রায়ই সেটা বলেন। সত্যি তাই। কখনো বলি, কখনো বলি না। কিন্তু আজকের দিনটিতে বলাটার তাৎপর্য আলাদা। আমি কি আমার বাবাকে, মাকে, সন্তান, ভাই অথবা বোনকে কখনো সহজে ‘ভালোবাসি’ কথাটা বলি? বলি না। হয়তো ভালোবাসার নারী বা পুরুষটিকে সেটা প্রকাশ করি। অথচ আমরা আরো কতো মানুষকে ভালোবাসি। তাদেরও তো সেই কথাটা আমাদের মুখ থেকে একবারের জন্য হলেও শোনা দরকার।

ভালোবাসার এই দিনটার জানা কাহিনীকে নতুনভাবে উপস্থাপন করছে এবিসি রেডিও। একটা দশ মিনিটের প্যাকেজ শুনে দেখো না কেমন লাগে। আজ দিনে কয়েকবার বাজবে এই প্যাকেজটা। জাহিদ রেজা নূরের লেখা, মারুফের শব্দ ও সংগীত সম্পাদনায় মানুষ ভালোবাসে পাগলের মতো, বোকার মতো নয় প্যাকেজটিতে কণ্ঠ দিয়েছেন জাহিদ রেজা নূর, গোলাম ফারুক, শারমিন, রাব্বী এবং লীনা।

দেশে এবং দেশের বাইরে তোমাদের সবার জন্য ভালোবাসার দিনে এটা আমার উপহার।

মানুষ ভালোবাসে পাগলের মতো, বোকার মতো নয়

৮,০৫৬ বার দেখা হয়েছে

১০৫ টি মন্তব্য : “মানুষ ভালোবাসে পাগলের মতো, বোকার মতো নয়”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    থ্যাঙ্কু বস...নামাইতে দিলাম...

    অফটপিকঃ গোলকধারার প্রমোটা দেয়া যায় বস? চরম হইছে ওইটা, এবিসিতে ওইটা শোনার জন্য অপেক্ষা করতে থাকি সবসময় 😛


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. দিবা তো হয় লজ্জায় লাল , নয় তো ভালোবাসায় বিভোর

    ভাইয়া ভালোবাসলে আবার লজ্জা কিসের ??? তাই লাল হওয়ার প্রশ্নই আসেনা...

    আর বিভোর নই তাই ওটাও দিতে পারলাম না....।

    তাই সেইফ একটা ইমোটিকন দিলাম 🙂

    জবাব দিন
  3. সায়েদ (১৯৯২-১৯৯৮)
    আজ ভালোবাসা দিবস। সিসিবি’র সবাইকে আজকের দিনটিতে প্রচণ্ডরকম ভালোবাসা জানাচ্ছি। ভীষণ ভালোবাসার মানুষকে একেবারে বুকে আগলে ধরে যেভাবে পাগলের মতো ভালোবাসে, সেভাবেই। তোমাদের খুব কম মানুষকেই আমি মুখোমুখি দেখেছি, অধিকাংশকেই কখনো দেখিনি, কথা বলা তো দূরের কথা। অথচ এই ব্লগের মাধ্যমে তোমরা সবাই আমার কতো চেনা, কতো আপন, কতো ভালোবাসার- সেটা প্রতি মূহুর্তেই উপভোগ করি।

    :salute: :salute: :salute: :salute:


    Life is Mad.

    জবাব দিন
  4. পৃথিবীর তাবৎ হাওয়া বিবর্জিত আদমদের জন্যে শুভকামনা। 😀

    আমি সারাদিন ঘুমিয়ে কাটাবো আর স্বপ্ন দেখবো আসছে ফাগুন আর ভালবাসা দিবসটা হয়তো এইভাবে ঘুমিয়ে কাটাতে হবে না। 🙁

    জবাব দিন
  5. মাহমুদ (১৯৯০-৯৬)
    দিবা তো হয় লজ্জায় লাল , নয় তো ভালোবাসায় বিভোর

    বস,
    ভাল যদি পাগলের মতোই বাসতে হয়, তাইলে লজ্জাই কি, আর বিভোর হওয়া কি করে সম্ভব? পাগলের লজ্জা কিসের? আর বিভোরই বা হবে কিভাবে, পাগল মানে ত আউলা? ;;;

    আমার ত মনে হই মুচকি মুচকি হাসিই ঠিক আছে 🙂 🙂 🙂

    (ঝগড়া-মুডে আছি :gulli2: )


    There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

    জবাব দিন
  6. রহমান (৯২-৯৮)

    লাবলু ভাই, ভালবাসা 😡 দিবসের শুভেচ্ছা :hatsoff:

    সিসিবি’র সবাইকে আজকের দিনটিতে প্রচণ্ডরকম ভালোবাসা জানাচ্ছি। ভীষণ ভালোবাসার মানুষকে একেবারে বুকে আগলে ধরে যেভাবে পাগলের মতো ভালোবাসে, সেভাবেই।

    :salute:

    অথচ এই ব্লগের মাধ্যমে তোমরা সবাই আমার কতো চেনা, কতো আপন, কতো ভালোবাসার- সেটা প্রতি মূহুর্তেই উপভোগ করি।

    :boss: :boss: :salute: :salute:

    জবাব দিন
  7. সাকেব (মকক) (৯৩-৯৯)

    বস,
    শুরুটা কি পূর্ণেন্দু পত্রীর 'কথোপকথন' না?

    সেই প্রথম কৈশোরে শিমুল মোস্তফা আর শিরীন বকুলের কন্ঠে শুনছিলাম...অলটাইম ফেভারিট... :thumbup:


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  8. ফয়েজ (৮৭-৯৩)

    কথপোকথনের ব্যাপারে মাথায় বসে গেছে শিমুল মুস্তাফার কোয়ালিটি, তাই ওইটুকু ভাল লাগেনি। নারী কন্ঠ পরিনত মনে হয়নি।

    কিছু কিছু জায়গায় একটু বেশি তাড়াহুড়ো মনে হয়েছে। এটা কি টাইম ফ্রেমের জন্য। দশমিনিটের প্যাকেজের জন্য? ভালবাসার কথা তাড়াহুড়োয় মানায় না, এটা ধীর হলেই ভাল লাগে। আবৃত্তিতে বটেই।

    আইডিয়াটা অনেক সুন্দর, পরের বার নিশ্চয় আরও ভালো হবে।


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  9. সাব্বির (৯৫-০১)

    সানা ভাই রে :salute:
    আমরা যারা দূর দেশে :bash: থাকি, তাদের জন্য এবিসি প্রোগ্রাম তুলে ধরার জন্য। বস আরো চাই, আরো চাই।
    এবিসি জিন্দাবাদ!
    লাবলু ভাই জিন্দাবাদ! জিন্দাবাদ!!

    জবাব দিন
  10. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    ডাউনলোড দিলাম 🙂

    তোমাদের খুব কম মানুষকেই আমি মুখোমুখি দেখেছি, অধিকাংশকেই কখনো দেখিনি, কথা বলা তো দূরের কথা। অথচ এই ব্লগের মাধ্যমে তোমরা সবাই আমার কতো চেনা, কতো আপন, কতো ভালোবাসার- সেটা প্রতি মূহুর্তেই উপভোগ করি

    :boss: :thumbup: :thumbup:

    লাবলু ভাইকে বরাবরের মতোই :salute:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  11. তানভীর (৯৪-০০)

    লাবলু ভাই, চমৎকার লেখা।

    আমি কি আমার বাবাকে, মাকে, সন্তান, ভাই অথবা বোনকে কখনো সহজে ‘ভালোবাসি’ কথাটা বলি? বলি না।

    ভালোবাসতে হয়তো আমাদের কোন কার্পণ্য নেই, কিন্তু ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে আমরা অনেক কৃপণ।

    জবাব দিন
  12. অফটপিকঃ

    লাবলু ভাই, একটা ছোট্ট অনুরোধ ছিলো। একটা গান খুঁজতেছি। অনেক জায়গায় না পেয়ে শেষ ভরসা আপনাকে বিরক্ত করতে এলাম।

    পাথরের পৃথিবীতে কাচের হৃদয়
    ভেঙ্গে যায়, যাক তার করি না ভয়
    তবু প্রেমের তো শেষ হবে না।

    'ঢাকা-৮৬' সিনেমার গান। বাপ্পারাজের প্রথম সিনেমা। গানটা গেয়েছেন তপন চৌধুরী-শাকিলা জাফর।

    আমি ডিজুস ভার্সনটা পেয়েছি। কিন্তু রিমেক করে মূল গানের মেলোডিটা নষ্ট করে ফেলাছে। অরিজিনালটা যদি পান , একটু কষ্ট করে ............ (নাহ! লজ্জায় বাকিটা বলতে পারছি না- কপিরাইট জিহাদ ) 😀

    জবাব দিন

মওন্তব্য করুন : রায়হান আবীর (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।