গুড়াকাব্য: ইহা একটি পুরুষবিদ্বেষী শততম পোস্ট

তীব্র সাম্প্রদায়িক, নারীবিদ্বেষী এবং সংকীর্ণ পুরুষতান্ত্রিক একটি পোস্টের জবাব

এক.
বিকেল বেলা চটপটি
পড়ে থাকে কটকটি

[অর্থ: প্রেমিকার সঙ্গে ডেট করে আইসিডিডিআরবিতে ভর্তি ………………..]

দুই.
ভেলকি লাগরে লাগ
ঝাড়ুর পিঠে ভাগ

[অর্থ: বিপ্লবী নারী সংহতির মিছিলে ভুলে ঢুকে পড়েছিলেন হোমো এরশাদ …………………..]

তিন.
পাশের বাড়ির হাদা
বাসর ঘরে খামচি খেয়ে
ভ্যাকসিনে হল আধা

[অর্থ: বাসর ঘরে ভুলে ঢুকে পড়া বেড়ালকে কখনো মারতে নেই। পুরনো গল্প বিশ্বাস করলে খবর আছে …..]

চার.
রাতে ডাকিস, কি চাস
মুরগির ঝোলে ভাত খাস

[অর্থ: কচি মুরগির ঝোল স্বাস্থ্যের জন্য উপকারি। বিয়ের ২৫ বছর পর এটাই পুরুষের খাদ্য ………..]

পাঁচ.
পাশের বাড়ির শাশুড়ি
খায় শুধু ডাল-পুরি

[অর্থ: এটা একটি প্যাকেটজাত খাদ্যপণ্যের প্রস্তাবিত বিজ্ঞাপন ………………..]

ছয়.
ফেয়ার অ্যান্ড ম্যানলি
মুখে মাখলে লাভ কি

[অর্থ: হেভি মাঞ্জা মেরে ডেট করতে যাওয়ার পথে ইভটিজিংয়ের অপরাধে ১ মাসের কারাদণ্ড ……..]

এবং পাদটিকা: ধন্যবাদ টিটোকে। ওর অনুকাব্য আমাকে পুরুষবিদ্বেষী হাফডজন “গুড়াকাব্য” লিখতে অনুপ্রাণিত করেছে। আমার এই পোস্ট অবশ্য নারীদের অবশ্য পাঠ্য। পুরুষরা পড়লে নিজ দায়িত্বে পড়বেন।

৪৫ টি মন্তব্য : “গুড়াকাব্য: ইহা একটি পুরুষবিদ্বেষী শততম পোস্ট”

  1. সাব্বির (৯৫-০১)

    আজকে দেখি সবাই পুরা ফর্মে, আমারও লিখতে ইচ্ছা করছে। দেখি আগামী ইলেকশনের আগে একটা পোষ্ট দিতে পারি কিনা :grr: :grr:
    সানা ভাই সালাম আছেন কিমুন?
    শুনলাম সেনা কুঞ্জে মেজবান খাওয়ার জন্য ওয়ার্মাপ শুরু করছেন 😛

    জবাব দিন
  2. ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)

    নারীদের হয়ে কলম ধরার জন্য ধন্যবাদ। তবে সানা ভাই নারীদের বাহবা পাওয়ার জন্য আপনাকে এবার মাস্টার্স করতে হবে, ব্যাচেলর ডিগ্রিতে হবে না।
    দুটো উদাহরণ দিচ্ছি যে জায়গায় আবেগ ছুঁতে পারেনিঃ
    #১
    প্রেমিকার সাথে বসে যাই খাবে তাই খজম করতে হবে। বদহজমের কথা বললে প্রেমিকার অপমান হয়।

    #২
    আমরা মেয়েরা ফেয়ার এন্ড লাভলী মাখতে মাখতে একেবারে ছ্যআড়াভেড়া হয়ে গেলাম। এবার জেলে যাক আর জাহান্নামে যাক ছেলেদেরও ফেয়ার এন্ড ম্যানলী মাখতে হবে।


    “Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
    ― Mahatma Gandhi

    জবাব দিন
  3. তাইফুর (৯২-৯৮)

    লেট হয়া গেল ...
    শততম পোস্টের অভিনন্দন বস ...
    গুড়াকাব্যের পোস্টমর্টেম করতেছি ... শেষ হইবা মাত্র পোস্টাইব ... :goragori:


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
    • তাইফুর (৯২-৯৮)

      এক.
      লুজ হইলে কে কবে কটকটি হা... ?? তরল আর কঠিন এর গরল ... মানতে পারলাম না।
      দুই.
      ঝাড়ু’র পিঠ ?? ... আগা আর গোড়া ছাড়া ঝাড়ুর আর আছে কি ?? ... আর বিদিশা-কোকিলারা কি পুরুষ নাকি ??
      তিন.
      তীব্র সাম্প্রদায়িক, নারীবিদ্বেষী এবং সংকীর্ণ পুরুষতান্ত্রিক একটি পোস্টের জবাবে নারী’কে বেড়াল আর তাদের খামচিকে সংক্রামক বলা কি ঠিক হল
      চার.
      মাংসের ব্যাপারে কিছু বলা হয় নি ... পুরুষ যদি ঝোল খায়, মাংস খাবে কিডা ??
      পাঁচ.
      পাশের বাড়ির শ্বাশুড়ি নিয়ে বাড়াবাড়ি ... সমবয়সী কাউকে ...
      ছয়.
      কোথায় মাখব সেইটা তো বলা হল না


      পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
      মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

      জবাব দিন
      • সানাউল্লাহ (৭৪ - ৮০)

        প্রিয় কালাকুর্তা :

        এক. গুড়াকাব্যকার এখানে কটকটিকে রূপক অর্থে ব্যবহার করেছেন। পাঠক সেটা শক্ত বা নরম অর্থাৎ লুজ বা তরল ভাবতেই পারেন। তবে মূল বিষয় হচ্ছে রং বা কালার।

        দুই. ঝাড়ুর পিঠ সম্পর্কে বিস্তারিত জ্ঞান আহরণের জন্য‌ কালাকুর্তাকে হরিপটর দেখার পরামর্শ দেওয়া হলো।

        তিন. তীব্র অচলিল ভাবসম্প্রসারণ। কাব্যকারের মূল ভাব ধরতে ব্যাখ্যাকারী সক্ষম হননি। তবে সমস্যা‌ নেই। নারীকে বেড়াল বলার সাহস বা দুঃসাহস কোনোটাই কাব্যকারের নেই। তিনি বেড়াল অর্থে প্রকৃতই মার্জার গোষ্ঠিকে বুঝিয়েছেন।

        চার. পুরুষ নামক সংকীর্ণ গোষ্ঠিটি সারাজীবনই ঝোলের জন্য লালায়িত থাকে। আর ঝোলই যে মাংস খায় সেটা এতোদিনেও না জানাটা রীতিমতো বাংলাদেশ পেনাল কোডের ৩৪২ ধারায় দণ্ডনীয় অপরাধ।

        পাঁচ: শাশুড়িদের বয়স দেবতা কী জানে? মনে রাথতে হবে শাশুড়ি হচ্ছেন এখানে পাহারাদার। আর পাহারাদারকে নিয়মিত ডাল-পুরি সাপ্লাই দেওয়া হবু জামাইযের গুরুত্বপূর্ণ কর্তব্য।

        ছয়: যে জায়গাটা ফর্সা করা দরকার সেখানেই মাখতে হবে। প্যাকেটের গায়ে সংবিধিবদ্ধ সতর্কীকরণ রয়েছে।


        "মানুষে বিশ্বাস হারানো পাপ"

        জবাব দিন
  4. রাব্বী (৯২-৯৮)

    লাবলু ভাই, হটাৎ কেমন রেডিক্যাল হয়ে পড়লেন যে! যাইহোক, এরপর মুরগী কেনার সময় দোকানের মামার কাছে মুরগীর বয়স জিজ্ঞেস করে নিবো। ঠিকই বলছেন, স্বাস্থ্যই সকল সুখের মূল 😀

    শততম পোষ্টের অভিনন্দন এবং অভিবাধন! :thumbup:


    আমার বন্ধুয়া বিহনে

    জবাব দিন
  5. আহসান আকাশ (৯৬-০২)

    শতকের শুভেচ্ছা লাবলু ভাই :clap: :clap: :clap: কাব্য নিয়ে অনেক জ্ঞানীগুনী কথা বলে গিয়েছেন গেছে, আমি আর তাতে যোগ দিলাম না।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  6. আমিন (১৯৯৬-২০০২)

    জনগুরুত্ব পূর্ণ পোস্টের জন্য লাবলু ভাইরে থ্যাঙ্কু।
    আর শতেক সন্তানের জনক ( এখানে সন্তান রূপক অর্থে ব্লগ) হওয়ার জন্য লাবলু ভাইরে অভিনন্দন।

    জবাব দিন
  7. জুনায়েদ কবীর (৯৫-০১)

    প্রিন্সু স্যার... ::salute::
    শতক পোস্টের জন্য অনেক অনেক অভিনন্দন... :awesome:

    একটি বিশেষ মহল তীব্র সাম্প্রদায়িক, নারীবিদ্বেষী এবং সংকীর্ণ পুরুষতান্ত্রিক পোস্ট দিয়ে সিসিবিতে বিভেদ সৃষ্টি করে একে অকার্যকর, ব্যর্থ প্রমান করতে চায়...আপনার এই পোস্ট জনগনের কাছে তাদের মুখোশ খুলে দেবে আশা করি... O:-) O:-)
    (চামে প্রায় ২০০ পয়েন্ট আপ করলাম... :goragori: )


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  8. তানভীর (৯৪-০০)

    শততম পোস্টের জন্য অনেক শুভেচ্ছা ভাইয়া। এরকম করে এক সময় সহস্র পোস্টও লিখে ফেলবেন আশা করি- আপনার মত চিরতরুণের কাছে এটা অসম্ভব কিছু না। 🙂

    গুড়াকাব্য পাথরায়। :boss: :boss:

    জবাব দিন

মওন্তব্য করুন : ইমরান (১৯৯৯-২০০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।