কাজের খবর : আগ্রহীরা যোগাযোগ করো

ভিন্ন ধরণের একটি কাজের খবর আমার কাছে আছে। একটি ত্রৈমাসিক জার্নাল বের করতে আগ্রহী একজন ব্যক্তি। তার দীর্ঘদিনের স্বপ্ন বলা যায় এই প্রকল্পটি। তিনি একটি প্রভাবশালী গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট। জার্নালটিও এই গণমাধ্যমের সহযোগি প্রকাশনা হবে।

পদ-পদবি কি হবে সেটা আলোচনা করে ঠিক হবে। তবে কাজটা হবে- জার্নালের জন্য সামগ্রিক ও প্রতি সংখ্যার পরিকল্পনা করা, লেখা সংগ্রহ, লেখার তথ্যের যথার্থতা যাচাই করা, প্রয়োজনে সম্পাদনা, নিজে লেখা, অনুবাদ করা এবং সর্বোপরি জার্নালটি প্রকাশ করা। এক বা একাধিক কর্মী এই কাজের জন্য লাগতে পারে। আগ্রহীর বাংলা ও ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে। দেশীয় ও আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি, সমাজ-সভ্যতা সম্পকর্কে স্পষ্ট-স্বচ্ছ ধারণা থাকতে হবে। মন-মানসিকতায় অগ্রসর, প্রগতিশীল হওয়াটাও দরকার। কেউ এটাকে দীর্ঘমেয়াদি ক্যারিয়ার নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার ইমেইল ঠিকানা : sanaullah62@yahoo.com.

[এটা একটা সাময়িক পোস্ট। প্রয়োজনীয় প্রতিক্রিয়া-মন্তব্য পাওয়ার পর পোস্টটি মুছে ফেলা হবে।]

৪৭ টি মন্তব্য : “কাজের খবর : আগ্রহীরা যোগাযোগ করো”

  1. কামরুল হাসান (৯৪-০০)

    একটা 'জব কর্নার' সেকশন করা যায় এখন।
    সিসিবি ডেভেলপমেন্ট টিমের কাছে প্রস্তাব পেশ করলাম।

    লাবলু ভাইকে ধন্যবাদ।

    আগ্রহীদের জন্যে শুভকামনা রইলো।


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  2. এই পোস্ট সবার আগে আমি পড়ছিলাম 🙂 একদম সত্যি। কিন্তু সিরিয়াস সিরিয়াস গন্ধ পেয়ে আর কমেন্ট করিনাই। এখন দেখি একটু পরিবেশ হালকা আছে, তাই চলে এলাম কমেন্টাইতে 😀

    আগে ঢাকা এসে নেই, তারপর সিভি দিবো হাতে ধরায়া 😛 আর কয়টা মাস পরে তো খোঁজাখুঁজি করতে বাধ্য হব। তখন এইসব পোস্ট পেলে নিশ্চয়ই খুব ভালো লাগবে 😀

    জবাব দিন
  3. টিটো রহমান (৯৪-০০)

    কোনো পত্রিকার শুরুতে থাকার মজাই আলাদা........প্রিন্ট মিডিয়ার নেশাও সেইরকম...প্যাশন আর প্রফশন দুটোই একসােথ পাওয়া যায়
    দারুণ অফার..পোলাপান মিস কইর না বিশেষত যারা লেখালেখির পাং্খা


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  4. হোসেন (৯৯-০৫)

    আমি আগ্রহী,কিন্তু সিভিতে কি লিখব?বুঝতেছি না। কারন প্রাতিষ্ঠানিক ভাবে যে সিভি বানানো যায় তাতে তো সাময়িক পত্রের কোন লাভ নেই।


    ------------------------------------------------------------------
    কামলা খেটে যাই

    জবাব দিন
  5. সেলিম ১৯৯৯-২০০৫

    ভাই, আমি ২০০৭-র ভারশন ব্যবহার করি। আরও ২টা সিভি পাঠাইলাম কোনটা ওপেন হবে জানিনা। একটিও না হলে বলবেন, ২০০৩-এ পাঠাবো। তাও যদি শেষ রক্ষা হয়..............। আর আমি সালিম নই, সেলিম ।

    জবাব দিন
  6. সেলিম ১৯৯৯-২০০৫

    ভাই , ক্লাশ শেস হইয়া যাচ্ছে, দেশে যাব। আমরা যারা সিভি দিলাম , তাদের কবে ডাকা হবে? এ সপ্তাহে সম্ভব না হলে ঈদের পর হলে ভাল হয়। দয়া করে বিবেচনা করবেন কি?

    জবাব দিন

মওন্তব্য করুন : salim (1999-2005)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।