সিসিবি : অনুরোধের আসর

আমার সর্বশেষ বন্ধু দিবসের গানের পোস্টে তিনটা গানের অনুরোধ পেয়েছিলাম। দুটো বাংলা আর একটা হিন্দি। গানগুলো খুঁজে বের করতে একটু সময় লাগলো। বিশেষ করে জাফর ইকবালের গানটা।

আদনান চেয়েছিল, জাফর ইকবালের সুখে থেকো ও আমার নন্দিনী। কামরুল চেয়েছিল, একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু, বন্ধু আমার। এটা এন্ড্রু কিশোরের গাওয়া বন্ধু আমার চলচ্চিত্রের গান। আর দিহান চেয়েছিল জনপ্রিয় হিন্দি চলচ্চিত্র শোলে‘র গান ইয়ে দোস্তি। গানটা গেয়েছিলেন কিশোর কুমার ও মান্না দে।

তিনটা গানই দিলাম। সঙ্গে একটা ফ্রি সংলাপ। শোলে চলচ্চিত্রে ডাকাত সর্দার গাব্বার সিং (অভিনেতা আমজাদ খান) তার তিন শিষ্যের সঙ্গে কথা বলছেন। শিষ্যদের তিনি গ্রাম থেকে চাঁদা তুলতে পাঠিয়েছিলেন। গ্রামবাসীর বাধায় খালি হাতে ফিরে এলে সর্দারের ডেরায় যে কথোপকথন হয়েছিল সেটা আমরা কলেজে মুখস্ত আউড়াতাম। কাউকে খ্যাপাতে বলতাম, তেরা কেয়া হোগা রে কালিয়া? এই অসাধারণ সংলাপটাও শুনতে ভুলো না।

সুখে থাকো ও আমার নন্দিনী : জাফর ইকবাল

একটাই কথা আছে বাংলাতে : এন্ড্রু কিশোর

ইয়ে দোস্তি (শোলে) : কিশোর কুমার ও মান্না দে

তেরা কেয়া হোগা রে কালিয়া : সংলাপ আমজাদ খান

১২৯ টি মন্তব্য : “সিসিবি : অনুরোধের আসর”

  1. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    সুখে থাকো ও আমার নন্দিনী, এই গানটার ভিজ্যুয়ালাইজেশন এখোনো চোখে লেগে আছে। ছায়াছন্দতে ফারুইক্কার সব সখিরে পার করিতে আনোয়ার হোসেনের বড় ভালো মানুষ ছিলেন ছবির হায়রে মানুষ রংগিন ফানুস গান দুইটার সাথে এই গানটাও মেমোরিতে চিরস্থায়ী পাঞ্চ হয়ে আছে।
    লাবলু ভাইকে অসংখ্যা ধন্যবাদ


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  2. কামরুল হাসান (৯৪-০০)

    'বন্ধু আমার' গানটা আমি ছোটবেলা থেইকা খুঁজতেছিলাম।
    এতোদিন পর সংগ্রহ করে দেবার জন্যে আপনাকে যতোই ধন্যবাদ দেই, কম হবে, তাই সে চেষ্টা করলাম না। 😛

    বাকি গানগুলি আমার কাছে ছিলো।
    শোলের সংলাপটা দেখার মতো মজা শুনে পাওয়া যায় না। আমজাদ খান এই ছবিতে অসাধারন।

    যাই গানটা শুনি। 😀


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  3. তানভীর (৯৪-০০)

    "সুখে থাকো ও আমার নন্দিনী" গানটা শুনে উদাস হয়ে গেলাম। :dreamy:

    "একটাই কথা আছে বাংলাতে"- গানটা মনে হয় প্রথম শুনলাম, খুব ভালো লাগল।

    গাব্বার সিংয়ের ডায়ালগটুকু দেখতে পারলে আরও জোস লাগত, অবশ্য ডায়ালগ শুনেও কম ভয় পাইনাই। 😀

    লাবলু ভাই রক করে। :thumbup:

    জবাব দিন
  4. আব্দুল্লাহ্‌ আল ইমরান (৯৩-৯৯)
    “চশমা খুইলা যখন একটু আমার দিকে চায়,
    ফুরুৎ কইরা পরাণ পাখি শুন্যে উইড়া যায়”

    :khekz: :)) :khekz: :goragori:

    অসাধারণ লাবলু ভাই, আমার এক কলিগ আর আমি গাব্বার সিং এর ডায়ালগ খুব এঞ্জয় করতাম,
    একজন কাচুমাচু করে বলতাম "সরকার আব তেরা নেমক খায়া"
    আরেকজন রাগত স্বরে " নে, এবার গুলি খা " :goragori: :gulli2: :grr:

    যো ডর গ্যায়া সামঝো ও মর গ্যায়া :grr:

    জবাব দিন
  5. আদনান (১৯৯৪-২০০০)

    লাবলু ভাই অনেক ধন্যবাদ জাফর ইকবালের গানটার জন্য :boss: । গানটার আবেদনই অন্যরকম । আগে মন খারাপ থাকলে ফুল ভলিউমে হেভি মেটাল কোন গান শুনতাম 😛 । জাফর ইকবাল একটা বস ছিল ।

    জবাব দিন
  6. আহসান আকাশ (৯৬-০২)

    সানা ভাইয়ের দেয়া গানগুলো শুনে একটা অন্য রকম ফিলিংস আসতে ছিল কিন্তু মাঝখানে ‘বুরকা পোরা মেয়ে পাগল করেচে’ দেখে হাসতে হাসতে শ্যাষ হয়ে গেলাম... :khekz: :khekz: :khekz:


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  7. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    সানা ভাই,
    জাফর ইকবালের এই গানটার কি কোন হিস্ট্রি আছে।
    বেচারা বিটিভিতে কানতে কানতে এই গান গাইতো।
    আরেকটা পোস্ট দ্যান বস জাফর ইকবালকে নিয়া।

    জবাব দিন
  8. শাহাদাত মান্না (৯৪-০০)

    সানা ভাই আর কামরুল,
    গানটা গেয়েছে বাপ্পী লাহিড়ী ও মুন্না আজিজ।আর কাইয়ুম ভাই ও ঠিক জানাইছেন মুন্না আজিজের আরেক নাম মোহাম্মাদ আজিজ।আজিজ অনেক বিখ্যাত ছবিতেই গান গাইছেন......তবে আমার সবচেয়ে মনে ধরে আছে- রাম লক্ষন ছবির '' মাই নেম ইজ লক্ষন''।

    জবাব দিন
  9. বন্য (৯৯-০৫)

    লাবলু ভাই,আরেকটা গানের রিকোয়েষ্ট...বাংলা সিনেমার গান..নাম মনে নাই..অভিনয় করসিল মনে হয় রাজ্জাক..
    কথাগুলো এইরকম...
    "শোনো গো রূপসী ললনা...আমাকে যখন তখন চোখ রাঙানো চলবে না...."
    ‍নেকষ্ট পোষ্টে দিয়েন...পিলিজ... :hatsoff: :hatsoff:

    জবাব দিন

মওন্তব্য করুন : টিটো রহমান (৯৪-০০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।