যদি বন্ধু হও, যদি বাড়াও হাত

গতকাল থেকেই গুনগুন করে গাইছিলাম শুভমিতার গানটা।

যদি বন্ধু হও
যদি বাড়াও হাত
জেনো থামবে ঝড়
মুছে যাবে এই রাত

হাসি মুখ তুলে
অভিমান ভুলে
রাঙা সূর্য বলবেই
সুপ্রভাত……….

এতোটা মন ছুয়ে যাওয়া গান। বন্ধু দিবসের পোস্টের সঙ্গে সবচেয়ে মানানসই হতো। কিন্তু হাতের কাছে ছিল না। আজ মনে হলো তোমাদের সঙ্গে এই গানটা শোনার আনন্দটা ভাগাভাগি না করলে অপরাধ হবে।

একইসঙ্গে দিচ্ছি আরো তিনটি গান। সোলসের দেখা হবে বন্ধু আমাদের পরের সময়ের জনপ্রিয় গান। রোকযানা খ্যাত বাউন্ডুলে শাহেদের বন্ধুর রং লাগে ভালা গানটাও এখনকার তরুণ শ্রোতারা পছন্দ করছে। আর মান্না দে’র গাওয়া চির সবুজ গান তুমি একজনই শুধু বন্ধু আমার শত্রুও তুমি একজনই শুনবে না, তাই কি হয়!

বেশি কথা বলার-লেখার সময় নাই। গানগুলো শুনো।

যদি বন্ধু হও : শুভমিতা

দেখা হবে বন্ধু : সোলস

বন্ধুর রং লাগে ভালা : শাহেদ

তুমি একজনই শুধু বন্ধু আমার : মান্না দে

৩০ টি মন্তব্য : “যদি বন্ধু হও, যদি বাড়াও হাত”

  1. কামরুল হাসান (৯৪-০০)

    একটা গান খুঁজতেছি ভাইয়া।
    সিনেমার নাম 'বন্ধু আমার' , জাফর ইকবাল আর ইলিয়াস কাঞ্চন। গানটা গেয়েছেন এন্ড্রু কিশোর।
    'একটাই কথা আছে বাংলাতে ,
    মুখ আর বুক বলে একসাথে
    সে হলো বন্ধু
    বন্ধু আমার '

    আপনার সদয় অবগতির জন্যে পেশ করলাম। 😀


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  2. বন্ধু তুমি, শত্রু তুমি - এ গানটা বাদ পড়ে গেলো। নিবিড় বন্ধুত্ব কখনও কখনও চরম শত্রুতায় দাঁড়িয়ে যায়।
    বন্ধু তিন দিন তোর বাড়িত গেলাম, দেখা পাইলাম না।"
    চঞ্চলা হাওয়ারে, ধীরে ধীরে চলরে, বন্ধু ঘুমিয়ে আছে, দে ছায়া তারে....
    বন্ধুর জন্য নিবিড় ছায়ার কামনা। আহা! ভালোবাসা।

    জবাব দিন

মওন্তব্য করুন : রকিব (০১-০৭)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।