প্রিয় শিল্পী শাহনাজ রহমতুল্লাহ আর মিতালী মুখার্জী

যে ছিল দৃষ্টির সীমানায়
যে ছিল হৃদয়ের আঙ্গিনায়
সে হারালো কোথায় কোন দূর অজানায়
সেই চেনামুখ কতদিন দেখিনি
তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি।।

যতটুকু ভুল হয়েছিল, তার বেশি ভুল বুঝেছিল
কি যে চায় সে বলেনি আমায়।।

যতখানি সুখ দিয়েছিল, তার বেশি ব্যাথা দিয়ে গেল
স্মৃতি তার আমাকে কাঁদায়।।

খুব সহজ-সরল ভালোবাসার কথা। কিন্তু সুরটা অসাধারণ। আর গানটা গেয়েছেন আমার ভীষণ প্রিয় শিল্পী শাহনাজ রহমতুল্লাহ। যখন প্রথম শুনি তখন থেকেই গানটা আমার প্রিয়তম তালিকায় ঢুকে যায়। গানটির কথা মনিরুজ্জামান মনিরের। আর সুর বিখ্যাত আলাউদ্দিন আলীর। এই সুরকার আশি আর নব্বইয়ের দশকে অসংখ্য জনপ্রিয় গানের জন্ম দিয়েছেন।

যে ছিল দৃষ্টির সীমানায় : শাহনাজ রহমতুল্লাহ

আমার আরেকটি প্রিয় গান, মিতালী মুখার্জীর গাওয়া “এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই”। আশির দশকে ধুমকেতুর মতোই অবির্ভাব হয়েছিল মিতালীর। একের পর এক গান গাইছেন আর সেসব জনপ্রিয়তার শিখরে উঠছে। তার এই গানটিরও সুরকার আলাউদ্দিন আলী। “দুই পয়সার আলতা” চলচ্চিত্রের এই গানটির কথা কার জানি না।

মিতালী কিছুদিন পর ভারতে গেলেন সংগীতের ওপর পড়াশুনা করতে। সেখানে গিয়ে বিয়ে করেন গজল শিল্পী ভূপিন্দর সিংকে। কিছুদিন আগে মিতালী ঢাকায় এসেছিলেন। এবিসিতে একটা লাইভ অনুষ্ঠানও হয়েছিল। পরে আমি তারে কাছে হাসতে হাসতেই মন্তব্য করেছিলাম, “আপনি ভূপিন্দরকে বিয়ে করে বাংলাদেশকে হারালেন। যে সময় আপনি ভারত গেলেন, তখন ছিলেন জনপ্রিয়তার শীর্ষে। দেশে থাকলে আজ আপনি শীর্ষ শিল্পীদের একজন থাকতেন। এখনো যখন দেশে এসে আপনি গান করেন, শ্রোতারা উচ্ছসিত হয়। ভারতে আপনি কি এই সম্মান আর জনপ্রিয়তা পান?” উত্তরে কিছুটা ম্লান মুখে মিতালী বলেছিলেন, “কিছু পেলে কিছু হারাতে হয়।” কি ভীষণ মিস করি তার গান!

এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই : মিতালী মুখার্জী

mitali-mukherjee-in-abc-radio
এবিসি রেডিও’তে মিতালীর সঙ্গে আমরা

৮,৬৭৫ বার দেখা হয়েছে

১৩৮ টি মন্তব্য : “প্রিয় শিল্পী শাহনাজ রহমতুল্লাহ আর মিতালী মুখার্জী”

  1. দিহান আহসান

    ভাইজান ধন্যবাদ। এই গানটা যে মিতালি মূখার্জির গান সেটাতো জানতাম না।
    ছবিতে আপনাকেতো চেনায় যাচ্ছেনা। মাশাল্লাহ। 😀
    আর আমাকে কইতেসেন ছবিব্লগ দিতে, কি লিখমু কিসুইতো খুইঁজা পাইনা। 😕

    জবাব দিন
  2. কামরুল হাসান (৯৪-০০)

    আমি কোথায় যেন একবার শুনেছিলাম 'যে ছিল দৃষ্টির সীমানায়' গানটা জিয়াউর রহমানকে নিয়ে লেখা, উনি মারা যাবার পর নাকি বারবার বাজানো হচ্ছিলো সবখানে, সত্য-মিথ্যা জানিনা।

    এটা শুনার পর থেকে গানটা প্রতি আগ্রহ কমে গিয়েছিলো, যদিও প্রেমের গান হিসেবে চমৎকার, বারবার শুনার মতো গান।

    মিতালীর গানটা অসম্ভব প্রিয়। শুধু এই গানটা শুনার জন্যে ক'দিন আগে আমি তার একটি লাইভ শো'তে গিয়েছিলাম। এটা আমার সংগ্রহেও ছিলো না। অনেক ধন্যবাদ লাবলু ভাই।


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
    • সানাউল্লাহ (৭৪ - ৮০)

      কামরুল : ভুল গান সম্পর্কে শুনছো। শাহনাজ রহমতুল্লাহর গাওয়া "প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ" জিয়াউর রহমান ভীষণ পছন্দ করতেন। এক পর্যায়ে এই গানটি বিএনপি দলীয় সংগীতের মতো ব্যবহার শুরু করে। কিন্তু কোনোভাবেই সেটা "যে ছিল দৃষ্টির সীমানায়" নয়।


      "মানুষে বিশ্বাস হারানো পাপ"

      জবাব দিন
  3. ফয়েজ (৮৭-৯৩)

    পুরান শাহনাজ রে ভালো লাগতো, নতুন রে লাগে না 🙁

    মিতালী গান খুব শুনতো বাসার লোকজন, চামে আমিও।

    অফঃ ভাইয়া, আপনি বুড়া বয়সে এত জনকে ট্যাকেল করেন ক্যামনে? লোড পরে না বেশি 😉


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  4. কামরুল হাসান (৯৪-০০)

    অফ টপিকঃ
    লাবলু ভাই সিসিবি ঘুইরা ঘুইরা একটা পরিসংখ্যান বের করলাম.........।

    * ব্লগে প্রাপ্ত মন্তব্য: (এখন পর্যন্ত ১ম ৩ জন)

    ১. সানাউল্লাহ (৭৪ - ৮০)
    ৪৫১১ টি (বুর্জোয়া, ধনিক শ্রেনীর ব্যাঞ্চাই 🙁 )

    ২. কামরুল হাসান (৯৪-০০)
    ৩৭০০ টি

    ৩. ফয়েজ (৮৭-৯৩)
    ৩৬১০ টি

    # মন্তব্য করেছেন: (এখন পর্যন্ত ১ম ৩ জন)

    ১. কামরুল হাসান (৯৪-০০)
    ৪৪৫৭ টি (ইয়াহু! লাবলু ভাইরে হারাইছি, হারামি জামাইরে হারাইছি :grr: )

    ২. মাসরুফ (১৯৯৭-২০০৩)
    ৪৩২৫ টি

    ৩. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
    ৩৫০৯ টি

    এডু-মডুর কাছে নিবেদন আমাদেরকে পুরষ্কার দেয়া হোক। :grr:


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
    • কামরুল হাসান (৯৪-০০)

      বেলাডি জামাই
      পাঙ্গার টাইমে এতো কথা কিসের? লুঙ্গি আবার মাথার উপরে উঠলো ক্যাম্নে?
      কাম হিয়ার , গেট নীল ডাউন ঠাস ঠাস ( ঠাডাইয়া ঠাবড়)

      কত্ত বড় সাহস, লুঙ্গি মাথায় তুইলা ড্যাসবোর্ডে ঘুরাঘুরি করে! x-(
      যা, লুঙ্গি পইড়া 'ব্লগ স্টোর রুমে' ফ্রন্টরোল দিতে থাক। x-(


      ---------------------------------------------------------------------------
      বালক জানে না তো কতোটা হেঁটে এলে
      ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

      জবাব দিন
    • কামরুল হাসান (৯৪-০০)

      x-( x-( x-(

      ঘাউরাদের জন্যেও আলাদা ট্রিটমেন্ট আছে।
      ভাবির সামনে সেটা দিলে সারাজীবন আর মুখ দেখাতে পারবিনা মনে হয়। :grr:

      কাইয়ূম ভাই,
      অনুমতি দিলে ওরে ওইডা শুরু করি, নিজে যখন ইজ্জতের ফালুদা করতে চাইতেছে কী আর করা। :grr:


      ---------------------------------------------------------------------------
      বালক জানে না তো কতোটা হেঁটে এলে
      ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

      জবাব দিন
      • কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

        শুরু করবি?
        খামাখা পোলাটার ভাবী আর ভইনদের সামনে ইজ্জতের চৌদ্দটা এখনি না বাজায়া আপাততঃ পাঙ্গার ডোজ ডাবল কইরা দে :grr: :grr:
        ঘাউরামি লুঙ্গির তল দিয়া বাইরাইয়া যাবে :grr:


        সংসারে প্রবল বৈরাগ্য!

        জবাব দিন
        • মাসরুফ (১৯৯৭-২০০৩)

          আমি এই মর্মে পরতিজ্ঞা করিতেছি যে পরবর্তীতে বড় ভাইদের সাথে মন্তব্য করিবার সময় ভাবিয়া শুনিয়া করিব, উলটা পালটা মন্তব্য করিবনা।সেই সাথে ইহাও দেখিতে পাইতেছি যে ব্লগে আমার অবস্থান আপাতত নিরাপদ নহে তাই পশ্চাদ্দেশের চামড়া বাঁচাইতে দিন দশেকের জন্যে গা ঢাকা দিতেছি-পরিস্থিতি ঠান্ডা হইলে ফিরিয়া আসিব।কায়মনোবাক্যে সকলে আমার মঙ্গল প্রার্থনা করুন এই আশা করি-ক্ষণিক বিদায়.................. :(( :(( :((

          জবাব দিন
  5. সামিয়া (৯৯-০৫)

    শাহনাজ রহমতুল্লাহর গানের এক অর্থে কোন তুলনা নেই,দেশাত্ববোধক গানগুলোতে উনার কন্ঠ বহু বহু দিন এই আমার মতন কাঠখোট্টার চোখেও পানি এনে ফেলছিল। তবে কয়েকদিন আগে টিভিতে কই যেন উনার অনুষ্ঠান দেখলাম, অবাক লাগতেছিল, ইনিই কি উনি? এমন ক্যাঁ ক্যাঁ করলেন খাণিক্ষন! (দুঃখিত 😐 )

    কামরুল ভাই আর কাইয়ূম ভাই মাশরুফ ভাইয়ের পিছনে এত লাগছেন ক্যান? লাবলু ভাই দিছে গানের পোস্ট, গান নিয়ে কথা নাই কিছু নাই, আছে এক পাঙ্গা নিয়ে। উনারে আর ডির্স্টাব দিয়েন না, নাইলে পান্থপথের গুন্ডিবেটিরা যে আপনাদের অফিসে যাওয়া আসার পথে উত্যক্ত করবে না, সেই শিওরিটি দিতে পারতেছি না :-B ।

    জবাব দিন
    • সানাউল্লাহ (৭৪ - ৮০)

      সামিয়া : শাহনাজ রহমতুল্লার গলা শেষ, দিন শেষ। এখনকার কিছু শুনলে আসলেই ভীষণ খারাপ লাগে।

      তুমি আবার মাস্ফ্যুর পক্ষ নিতাছো ক্যান? x-( x-( x-(


      "মানুষে বিশ্বাস হারানো পাপ"

      জবাব দিন
        • সানাউল্লাহ (৭৪ - ৮০)

          স্যাম, দেখ দেখি আসলেই মাস্ফ্যুডা গেল কৈ? বেচারা, বহুত পাঙ্গা খাইছে!! ওর লগে দেখা হইলে হইয়া দিও, আগামী এক সপ্তাহ ওর পাঙ্গা এক্সকিউজ। আর যা যা খাইতে চায়, আমার নামে এফসিসির ক্যান্টিন থেইক্কা খাইয়া নিতে কও। নাহ্, পোলাডা যে কৈ গেল?? মাস্ফ্যু, এই মাস্ফ্যু, মা................স............ফ্যু.....ও......ও.....ও


          "মানুষে বিশ্বাস হারানো পাপ"

          জবাব দিন
          • মাসরুফ (১৯৯৭-২০০৩)

            না।মাস্ফ্যু আসবেনা-সে অভিমান করেছে(ব্যাকগ্রাউন্ডে করুন সুর)
            যে মাস্ফ্যু তার হাঁটু থেকে শুরু হওয়া পাকস্থলি পরিপূর্ণ করে খেয়ে সিসিবিকে অপচয়ের হাত থেকে রক্ষা করত-যে মাস্ফ্যুর ডালপালা দিয়ে সিসিবির কত চেয়ার টেবিলের যোগান হয়েছে তার ইয়ত্তা নেই-সেই মাস্ফ্যুকে কসাই কামরুল ভাই আর কাইয়ুম ভাই মিলে নির্মম্ভাবে পাঙ্গিয়েছে...গাছ বলে কি মাস্ফ্যু মানুষ না????

            (ফ্রেমের বামপাশে নত মস্তকে কামরুল ভাই আর কাইয়ুম ভাই-দুজনের চোখেই জলের ধারা-ফ্রেমের মাঝখানে ক্রন্দনরত মাস্ফ্যু)

            (হঠাৎ ঝড়ের বেগে সামিয়াপ্পুর প্রবেশ,সাথে সানা ভাই আর দিহান ভাবী)

            সামিয়াপ্পুঃদেখেছেন আপনারা আমার ভোলাভালা ভাইটাকে কি অবস্থা করেছেন?
            দিহান ভাবীঃছেলেটার কষ্ট দেখে আমি সুদূর কানাডা থেকে চলে এসেছি আর এসে দেখি এখনো পাঙ্গা চলছে-আপনারা কি মানুষ নাকি পাষাণ?

            অবশেষে সানা ভাইঃমাস্ফ্যু, এই মাস্ফ্যু, মা…………….স…………ফ্যু…..ও……ও…..ও

            (সানা ভাইয়ের ডাকে মাস্ফ্যুর অভিমানভংগ)

            মাস্ফ্যু-জি সানা ভাই...
            সানা ভাই-এই ব্যাটা ভুল করছস তো কি হইছে আমরা আমরাই তো...দেখ তোর পিছনে দেখ...

            (পিছনে কোয়ালিটি চকলেট উইথ কেক ফ্লেভার আইস্ক্রিমের বাক্স,ফেরেরো রচে চকলেটের ডিব্বা আর বাটন রুজ রেস্তোরায় :just: ফ্রেন্ড সহ বুফে ডিনারের দুইটা টিকেট)

            মাস্ফ্যুর সব অভিমান উধাও হয়া যাবে...দৌড়ায়া সানা ভাইয়ের কদম্বুচি করবে...খাবারের ট্রলি সুদ্দা সে উধাও হবে...

            মাস্ফ্যুর তড়িতযাত্রা দেখে সবাই জোরসে হাততালি দিবে...

            যবনিকা।

            জবাব দিন
  6. শওকত (৭৯-৮৫)

    শাহনাজ এই গানটা আবার গেয়েছেন। সামিনার সাথে তার একটা যৌথ অ্যালবাম আছে। এটাও ভাল লাগে। গলার সেই কারুকাজ একটু কম মনে হল। তারপরেও কী অসাধারণ একটা গান। আমার মোবাইলে এটা আছে বহুদিন ধরে।

    জবাব দিন

মওন্তব্য করুন : মাসরুফ (১৯৯৭-২০০৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।