সিসিবির মন খারাপ? এইবার কার্টুন ব্লগ

মন খারাপ হওনটা আজকাইল ফ্যাশনে পরিণত হইছে। পোলাপাইন একটা আরেকটারে ক্ষুদে বার্তা পাঠাইয়া জানান দেয়, হের আজকে মন খারাপ। ক্যান মন খারাপ, কি হইছে, সমস্যাটা কি জিগাইলে কোনো জবাবও পাওয়া যায় না! হুদাহুদিই বলে মন খারাপ!

এফএম রেডিও অহন পুলাপাইনের ক্রেজ। সারাদিন-রাইত হেরা ক্ষুদে বার্তা পাঠাইয়া মুঠাফোন কোম্পানি আর রেডিওওয়ালাদের পকেট ভরায়! তো ওইসব বার্তার মূল কথা কি? কথাবন্ধু আর আরজেগুলারে কয়, “ভাইয়া, আপু আমার না আজকে ভীষঅঅঅঅণণণণণ মন খারাপ। আমার জন্য একটা গান প্লে করোনা প্লিইইইইইজ……..।” কেন বাবা তোর মন খারাপ হইবো ক্যান? তোরে কেউ মারছে, বকছে? “না, জানো আমার ও না আজ আমাকে এসএমএস পাঠায়নি। ফেসবুকেও উইশ করেনি। ভ্যাএএএএ……..।”

অহন দ্যাখতাছি সিসিবিরেও মন খারাপ রোগে পাইছে! কেম্নে কি? রম্য রচনা দিলে পুলাপাইন হাসে না, গানের পোস্ট দিলে পুলাপাইন গায় না, হালকা-পাতলা স্মৃতিচারণের পোস্টেও মন্তব্যের খরা! আর সিরিয়াস পোস্টের তো বেইলই নাই!! গান, কবিতা, গল্প, রম্য রচনা, চলচ্চিত্র, সমাজতত্ত্ব সবই আছে। কিন্তু খোঁচাখুচি নাই, ঠেলাঠেলি নাই, লাগালাগি-কাইজ্জা-ঝগড়া তো নাইই! যেন ‘অল কোয়াইট ইন সিসিবি ফ্রন্টে’র ব্রত নিছে সবাই।

দিহান আইস্যা কয়েকদিন সিসিবি গরম কইরা রাখছিল। হেরও আজকাল দেখি মন খারাপ। নিয়মিত আসে না। প্রথম হওয়ার ইদুর দৌঁড়ে নাই। মনে হয়, বাচ্চা আর ওদের বাপেরে নিয়া বড়ই পেরেশানিতে আছে! জুনা পোলাডা মজার মজার কমেন্ট করতো, হেরেও কতোদিন দেখি না! সিরিয়াস ব্লগার মাহমুদ, অর্ণবও মনে হয় ক্লান্ত। বন্য, শার্লী কয়েকদিন পর পর উঁকি দেয়, আবার হারাইয়া যায়। একা মাস্ফ্যু আর কয়দিন জমাইয়া রাখবো? বোমাবাজ সামিয়ারে কতোদিন দেখিনা। নতুন জামাইও কেমন মনমরা থাকে! ফেসবুকে লেটকা মার্কা হাসি তো ঠিকই ঝুলাইয়া রাখছে! কামরুল প্রোফাইলে রং বদলাইয়া নিজেরে বদলানোর চেষ্টা চালাইতাছে। কিন্তু বদলাইতাছে না সিসিবি।

ছবি ব্লগ এর আগে দিছি। সিসিবি মন খারাপ রোগ চিকিৎসার জন্য এইবার একটা কার্টুন ব্লগ দিলাম। দেখি পুলাপাইনের প্রতিক্রিয়া। ~x( রোগ না সারলে আরো কঠিন দাওয়াই আছে আমার কাছে। :-B সবগুলারে ধইরা প্রথমে ক্যাডেট কলেজ ক্লাবের সুইমিংপুলে (বারে না!) চুবামু, তারপর মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়া :frontroll: চলবো। এইটাতেও কাম না হইলে কি করমু? হেইডা না হয় সময়মতো কমুনে। :grr: :grr: :grr:

উচিত বিচার
বনে আউটিংয়ে গিয়া বন্য নিজেরে খুব বুদ্ধিমান মনে করছে!! :khekz:

জবাব নাই
সিসিবির অনেকেই এই দিবা স্বপ্নে বিভোর! কিন্তু :just: ফ্রেন্ডরাও তো কেউ বোকা না! 😉

বেচারা পিচ্চি
সপরিবারে ছুটিতে যাও, কুনু সমস্যা নাই। কিন্তু বাচ্চাদের কিন্তু কেউ কষ্ট দিও না! ;))

শিক্ষার সুযোগ মাত্র একবার
এরপর সিসিবির পুলাপাইরে একটা একটা কইরা আফগানিস্তানে প্রশিক্ষণে পাঠামু :bash:

১৩৯ টি মন্তব্য : “সিসিবির মন খারাপ? এইবার কার্টুন ব্লগ”

  1. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    একা মাস্ফ্যু আর কয়দিন জমাইয়া রাখবো?

    :shy: :shy: :shy: :shy: আমার জীবন থাকতে জইমা থাকা সিসিবি পানি হৈতে দিমুনা :shy: :shy: :shy: :shy:

    মাগার আমারো তো জান বইলা একটা জিনিস আছে(এই জান যাস্ট ফ্রেন্ড্রে ডাকা জান না x-( )-সানা ভাই আমার পরিশ্রমটা ধরতে পারছেন।উনারে কোটি কোটি সেলাম :boss: :boss:

    সেকেন্ড কার্টুন দেইখা পিরা গিয়া মিরা গেলাম-আমারে ধিরা তুলেন শিজ্ঞিরি =)) =)) =))

    জবাব দিন
  2. রকিব (০১-০৭)

    ১। বন্য ভাই !!! 😮 😮 😮
    ২। থাক কিছু কমু না, বড় ভাইরা ধইরা আমারে আন্দামানে নির্বাসন দিতে পারে।
    ৩। এইটা মনে হয় দিহান আপু আর মঈন ভাই।
    ৪।ভাইয়া, আমি গেলে :teacup: দিবো কে?? বাকীরা যাক, আমি আপনার অফিসে পেত্যেকদিন চা দিয়া আসমু, উইথ টোষ্ট বিস্কুট 😀


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  3. সামীউর (৯৭-০৩)
    রেডিওওয়ালাদের পকেট ভরায়

    লাবলু ভাই, ওগো মন খারাপ থাকা মানেই তো আমাদের মন ভালো ( পকেটের স্বাস্থ ভালো তো মনও ভালো!) থাকা, তাই জয়তু " মন খারাপ"। কর কর আরো বেসী কইরা মন খারাপ কইরা এসএমএস কর 😀 😀 😀

    জবাব দিন
  4. দিহান আহসান

    কি কন ভাইয়া? মন খারাপ হইবনা? আমি আইসা বইসা থাকি, কারো দেখা নাই।
    ভাইজান আপনারও তো দেখা নাই। আর আমি ২দিন ছিলাম না, এখন খালি আমার দোষ? 😛
    আমি আর মাস্ফু ভাইয়া আর কত এক জমিয়ে রাখব? যে গরম পরেছে, বরফতো গলবেই। ;;;

    লেখায় আমার নাম দেখলাম মনে হয়? :awesome: :awesome:

    জবাব দিন
  5. কামরুলতপু (৯৬-০২)

    সাদা কাল সিসিবি :((
    রঙিন করে দেওয়া হোক এক্কেরে নীল রঙ দিয়া।
    আরো একটা জিনিস দেখা যায় কেউ লগইন করে না । অতিথি থাকলে কি চা বিস্কুট পাওয়া যায় নাকি?
    সানা ভাই,
    এডজুট্যান্ট রে অনেকদিন দেখি না এই জন্য মনে হয় সবাই ফলইনে ডজ মারতাছে।

    জবাব দিন
  6. কামরুল হাসান (৯৪-০০)

    ২ নাম্বার কার্টুনটা দিয়া বিয়ের আগেই কাইয়ূম ভাইরে ডর দেখানোর জন্যে লাবলু ভাইয়ের ব্যাঞ্চাই। :grr:


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  7. সাদিক (২০০০-২০০৬)

    ক্লাস নাইনে ডর্মলিডা ছিলাম (মাঝখান দিয়ে সবাইকে একটু জানিয়ে দিলাম 😀 )
    আমার ডর্মের এক জুনিয়র প্রথম চবির মত জানালা দিয়ে 😀 😀 😀
    আর নিচের তলার এরশাদ ভাই বৃস্টিস্নাত হত

    জবাব দিন
    • সানাউল্লাহ (৭৪ - ৮০)

      রেজওয়ান : তুমি এতোদিন পর কোত্থেকে উদয় হলে ভাইয়া? যাক, তবুও তো দেখা হলো। মিরা গেলে আমার নামে কোনো মামলা দিও না। দিনকাল যা পড়ছে!! 😕 😕 😕


      "মানুষে বিশ্বাস হারানো পাপ"

      জবাব দিন
      • রেজওয়ান (৯৯-০৫)

        ভাইয়া, কোর্সে আছি, তাই একটু ব্যাস্ত সময় কাটে....নেটও তাই ইউজ করা হয় না.....শুধু মাঝে মাঝে সিসিবি'তে আসার জন্য কানেক্টেড হই, আর মোবাইল দিয়া মাঝে মাঝে ঘুরে যাই....সেপ্টেম্বর মাসের ১৭ তারিখ পর্যন্ত মনে হয় এভাবেই চলবে :((
        দোয়া করবেন ভাইয়া, আপনাদের সব্বাইকে প্রচন্ড রকমের মিস করি :(( :(( :(( :((

        জবাব দিন

মওন্তব্য করুন : দিহান (অতিথি)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।