সিসিবির নতুন পাগল, ভাবের পাগলদের জইন্য দুইডা গান

সিসিবিতে পুরান পাগল আছে, আছে নতুন পাগল, ভাবের পাগলও আছে! পুরান হইলো আমার মতো যারা প্রেম-ট্রেম শ্যাষ কইরা অহন নব্যদের প্রেম দেখে, আর কয় কি কলিকাল আইলো? নীল খাম, টেলিফোন-মোবাইল প্রেম যুগ শ্যাষ। চলতাছে সাইবার প্রেম।

নতুন পাগল আছে মাস্ফ্যু, আবীর, আকাশ আরো জানি কেডা, কেডা!! এমুন পাগল, রীতিমতো চিক্কুর দিয়া প্রেম করতাছে। মজাই লাগে এইসব পুলাপাইনের লম্ফঝম্প দ্যাখতে। আসলে প্রেমে পড়লে সব কালে, সব যুগে মানুষ এইরকম আচরণই করে। আমাগো কালে পুলাপাইন খাতা ভইরা প্রেমিকার নাম লিখতো। দেওয়ালে, গাছের ডালে অমুক+তমুক লিখ্যা জানান দিতো। মনের কথা কইতে আকুপাকু করতো। অহন পুলাপাইন ব্লগে লিখ্যা জানান দেয়।

এই দলের পুলাপাইনের জইন্য একটা গান দিলাম ফকির মজনু শাহ চলচ্চিত্রে রুনা লায়লা ও জাফর ইকবালের গলায় প্রেমের আগুনে জ্বলে গেলাম সজনি গো

ভাবের পাগল আছে আরেক দল। যারা খালি হা-হুতাশ করে। কামরুল, কাইয়ুম আরো জানি কেডা, কেডা। অইন্যের প্রেম কাহানি পইড়া দীর্ঘশ্বাস ফ্যালে। এইগুলারে এখন ধইরা-বাইন্ধা বিয়া দেয়ন দরকার। এই দলের পুলাপাইনের জইন্য গান দিলাম দুই পয়সার আলতা চলচ্চিত্রে সৈয়দ আবদুল হাদির গলায় এমনও তো প্রেম হয়

গানগুলা সবাই শুইন্যো। ;;; ;;; ;;;

৯,৩৩১ বার দেখা হয়েছে

২০১ টি মন্তব্য : “সিসিবির নতুন পাগল, ভাবের পাগলদের জইন্য দুইডা গান”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    প্রিন্সিপাল স্যারের কাছে কালারড হয়ে গেছি দেখতেছি :shy: :shy:

    গানের জন্য ধন্যবাদ সানা ভাই :hatsoff: :hatsoff:


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. কামরুল হাসান (৯৪-০০)

    খালি বলতেছেন, ধইরা-বাইন্ধা বিয়া দেয়ন দরকার। কিন্তু ধরারও খবর নাই, বান্ধারও নাম নাই ! তার উপর, গভীর রাইতে ইমোশনাল গান শুনতে কন ! 🙁

    কাইয়ুম ভাই
    লাবলু ভাইয়ের ব্যান কি আপনে চাইবেন না আমি চামু? ;;;


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  3. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    🙁 🙁 যা দিনকাল পড়ছে আমি সাহস কৈরা কিছু কৈনা-এই সেইদিন এক মাইয়া আমার এক দোস্তের সাথে ৯ বচ্ছর পেরেম কৈরা বিয়া করল ৯ দিনের পরিচয়ের এক বেডারে,আমার তো মোটে ৬ মাস।আল্লাহ আল্লাহ করতাছি... 🙁 🙁

    জবাব দিন
  4. দিহান আহসান

    সালাম লাবলু ভাইয়া, আজকে দৌড়ের উপর ছিলাম, তাই দেরীতে আসলাম ।
    কেমন আছেন? আমি তাহলে আপনার দলে ভিড়লাম মনে হয়? 😀
    সাইবার প্রেম বলতে কি ভাইয়া, আমাকে ইংগিতে কিছু বলতে চাইছেন নাকি? :-B

    জবাব দিন
  5. জিহাদ (৯৯-০৫)

    দুই দলই‍‍ যেভাবে ক্যাও ম্যাও ট্যাও ট্যাও শুরু করসে কোন দলে যোগ না দিয়া ভাবতেসি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াবো কীনা :grr:


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
  6. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    এক কাম করো। কয়েকটা ভাগ কইরা দেই। তারপর যে নিজেরে বা অন্যরে যেই দলে ফেলতে চাও তার নামটা ওইখানে দিয়া দাও। কয়েকজনের ব্যাপারে তো বইল্যাই দিছি।

    ১. পুরান পাগল : ১০ বছরের উপরে বিবাহিত জীবন যাদের। আমি এই দলে। আর কেউ আছে কি?

    ২. আধা পাগল : বিবাহিত জীবন ৫ বছরের বেশি কিন্তু ১০ বছরের কম। শওকত মাসুম এই দলে কনফার্ম।

    ৩. পুরা পাগল : বিবাহিত জীবন ১ বছরের বেশি কিন্তু ৫ বছরের কম। টিটো এই দলে তাই না? দিহানও কি?

    ৪. বিগলিত পাগল : বিবাহিত জীবন ১ দিনের বেশি কিন্তু ১ বছরের কম। আওয়াজ দাও কেডা কেডা এই দলে।

    ৫. নতুন পাগল : বিবাহ পূর্ব প্রেমে পাগল যারা। চুটাইয়া প্রেম করতাছে এমন। নামগুলা তো পোষ্টেই দিয়া দিছি।

    ৬. নিজে পাগল : কাউরে ভালো লাগে, কিন্তু কওন হয় নাই। প্রেম রোগাক্রান্ত বা ছ্যাকাক্রান্ত! আমার কাছে সঠিক তথ্য নাই। সবাই সত্য কথা কইও।

    ৭. ভাবের পাগল : প্রেমের বয়স শ্যাষ। আছে হা-হুতাশ, দীর্ঘশ্বাস! বিয়ার বয়সও যায় যায়। এই দলের নাম কি আবার কওন লাগবো?


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন

মওন্তব্য করুন : আহসান (১৯৯৯-২০০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।