অবশেষে তাহাকে পাইলাম, জনমের মতো পাইলাম……

:guitar: :guitar: :guitar:

অবশেষে তাহাকে পাইলাম! জনমের মতো আপন করিয়া পাইলাম!! আহ্ কি আনন্দ আকাশে-বাতাসে…………..

কিন্তু কাহাকে আমি পাইলাম! কাহার জন্য আমার এতো অপেক্ষা-প্রতীক্ষা? সে কি রক্তমাংসের মানুষ? সে কি নারী? আরো একজন?

অসম্ভব। একজনকে তো পাইয়াছিলাম ২৪ বছর আগে। আজি হইতে আর একটি দিন পরেই!! প্রায় দুই যুগ পার করিয়া আরো একজন নারীর প্রেমে মাতোয়ারা হওয়ার অবস্থা আমার নাই। সত্য করিয়া বলিতেছি, অতোটা সাহসও নাই!! যেখানে আগামীকল্যই আমরা আমাদের বিবাহের দুই যুগপূর্তি পূরণ করিতে যাইতেছি, সেইখানে এই অসময়ে এইসব কুচিন্তা তো মহাপাপ। সপ্তম নরকেও আমার ঠাই হইবে না!!

রহস্য করিয়া বলি, তাহাকে আমি আগেও একবার পাইয়াছিলাম। দীর্ঘদিন আমরা একসঙ্গে কাটাইয়াছি। আমার নামের সঙ্গে ছয় ছয়টি বছর সে এমন করিয়া যুক্ত হইয়াছিল যে কিছুতেই আলাদা করার উপায় ছিল না! কিন্তু তাহার পরও একদিন তাহাকে আমি হারাইলাম। হারাইলাম তো হারাইলামই! যাহা হারায় তাহা কি আর ফিরত পাওয়া যায়?

হ্যা, যায়। সেইজন্যই তো কহিলাম, অবশেষে তাহাকে আমি আবারো পাইলাম। আর রহস্য নয়, আমি যাহাকে পাইলাম, সে একটি সংখ্যা, একটি নম্বর- ৯৯৯। কয়েকদিন পূর্বে আমি এই নম্বরটি ইজারা লওয়ার আগাম ঘোষণা দিয়াছিলাম। প্রায় হাত ফসকাইয়া যায় যায় অবস্থায় আমি শেষ পর্যন্ত ইহাকে বগলদাবা করিলাম!!

১৯৭৪ সালে যখন এই বালক ফৌজদারহাট ক্যাডেট কলেজ নামক উপ-কারাগারে ঢুকিয়াছিল, তখন তাহাকে এই নম্বরটি দেওয়া হইয়াছিল। ২১তম ব্যাচে আরো ৫৫ জন বালক ছিল। কিন্তু কেন সানাউল্লাহ নামের বালকটি ইহা পাইয়াছিল, তাহার রহস্য বাহির করা অসম্ভবই প্রায়। সিনিয়ররা তাহার এই নম্বরটি লইয়া মজা করিত। বলিত, “ইউ সানাউল্লাহ, হোয়াটস্ ইউর ক্যাডেট নাম্বার? নাইননাইননাইন? নাইননাইননাইন?”

সিনিয়ররা অনেক কিছু লইয়া মজা করে, তবে তখনি আমি বুঝিয়াছিলাম, একটি অনন্য সংখ্যা আমি পাইয়াছি। তাই তখন হইতেই আমি নাইন নাইন নাইন-এর প্রেমে পরিয়াছিলাম। সেই প্রেম এখনো সজীব। এইবার ক্যাডেট কলেজ ব্লগে আমি তাহাকে ফিরত পাইলাম।

হ্যা, আমার সিসিবি সদস্য নম্বরও এখন ৯৯৯। ইহা কি কম প্রাপ্তি? এই আনন্দে আমি সবাইকে রকিবের দোকান হইতে যতো ইচ্ছা :teacup: খাওয়ার আহ্বান জানাইলাম। বিলটা দেশে আসিয়া রকিব আমার নিকট হইতে বুঝিয়া লইবে। 😀 😀 😀

১১,২৯১ বার দেখা হয়েছে

১৭২ টি মন্তব্য : “অবশেষে তাহাকে পাইলাম, জনমের মতো পাইলাম……”

  1. ফয়েজ (৮৭-৯৩)

    ভাইয়া, ব্লগে প্রিন্সিপালের নিয়ম হইলো গিয়া, নতুন সদস্য পোষ্ট দিলে ফ্রন্টরোল দিতে হয়। আরেক জন ব্লগ প্রিন্সিপাল আছেন, শুধু পাংগা দেয়।

    এই দু'জনরে এড়াই চলবেন, এটা আমার অনুরোধ। 😀


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  2. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    কামরুলের সাহায্য ছাড়া এটা সম্ভব হতো না। পেছনে জিহাদও ছিল। আর তানভীর তো সকালেই ক্ষুদেবার্তা পাঠাইছে। রবিন অবশ্য রাত থেকেই পাহারা বসায়ছিল। তারপরও কিছুটা এদিক-ওদিক করে পুরো বিষয়টা সামাল দেওয়ায় কামরুলের জন্য রকিবের দোকানোর স্পেশাল পাত্তি দেওয়া গরম গরম :teacup:


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  3. আহসান আকাশ (৯৬-০২)

    অভিনন্দন সানা ভাই...... :hatsoff:

    শুভ বিবাহ বার্ষিকী :party: ( আপাতত কিছু খাওয়ানোর দরকার নাই, আমি ঢাকার বাইরে আছি... পরে না হয় কোন এক সময়... 😛 )


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  4. ইউসুফ (১৯৮৩-৮৯)

    অভিনন্দন এক : ৯৯৯ এর জন্য। :tuski: :tuski:

    অভিনন্দন দুই: কিসের জন্য ভুলে গেলাম, প্রিন্সিপ্যালের সৌজন্যে একটু রেস্টুরেন্ট থেকে ঘুরে আসলে মনে পড়বে।

    বস্ ! ২৫ বছর পূর্তির জন্য একটা ভাল পার্টি খেতে মন চায়। আমরা আমরাই তো! কথা দিলাম আপনার বেশি খরচ হবে না কারন, মাস্ফ্যু থাকবে না। ওরে পার্টির সময় :frontroll: এর উপর রাখব।

    জবাব দিন
  5. কালবেলা (৯৩-৯৯)

    ক্যাডেট নাম্বারের প্রতি এই প্রেমটা আমাদের ক্যাডেটদের মাঝে চিরকালের। সেটা যেকোন ফিগারেরই হোক না কেন। তবে আপনার টা বেশ একটা মিলমিলাপ নাম্বার ভাইয়া। এইটার প্রতি মমতা/রোমাঞ্চ টা একটু বেশি থাকাই স্বাভাবিক। আমাদের কলেজে এই নাম্বারে ছিল এলাহী। আমার ক্লাসমেট। আমাদের আরেকজন ছিল মামুন যার ক্যাডেট নাম্বার ছিল ৮৮৮।

    প্রেমটা চিরকালের বললাম একারণে যে, দেখা যায় আমরা কলেজ ছেড়ে আসার পরও এই নাম্বারটা কোথাও না কোথাও নিজের অজান্তেই ব্যাবহার করে ফেলি। উদাহরণ স্বরুপঃ হয়ত একটা মেইল আই ডি খুলতে হবে, তো দেখা যায় আই ডির কোথাও না কোথাও ঐ নাম্বারটা লুকায় থাকে, নতুবা পাসওয়ার্ডের মধ্যে। এরকম আরো নানান রকম বিষয়ে একটা প্রয়োজনীয় নাম্বার দরকার হলেই দেখা যায় ক্যাডেট নাম্বারটা আমরা খুঁজে ফিরি।

    আপনার ফিলিংসটা তাই সহজেই অনুমেয়!!

    জবাব দিন
  6. কামরুল হাসান (৯৪-০০)

    বিবাহ বার্ষিকীর অভিনন্দন ভাবিকে। 😀
    আপনার জন্যে সমবেদনা 🙁


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  7. রকিব (০১-০৭)

    সানা ভাইয়া, অভিনন্দন রইলো ৯৯৯ এর জন্য।
    আপনার বান্ধা পড়া জীবনের ২৫ বছর পূর্তির জন্য শুভেচ্ছা এবং ভাবীকেও পৌছে দেবার জন্য অনুরোধ করছি। আজকের পুরা ইন আমার দোকানের ডাবল পাত্তি লাগানো ইস্পিসাল চাইয়ের ফ্রি সার্ভিস চলবে, :just: ফর সানা ভাই এন্ড ভাবী।
    অফটপিকঃ মাস্ফ্যু ভাইয়া বললেন উনি নাকি বিকেলের দিকে দোকানে আসবেন, সবার জ্ঞাতার্থে জানানো হচ্ছে যে, উনার আগমনের পর থেকে চায়ের দোকান অনিবার্য কারণবশত বন্ধ থাকবে। আমিন 😛


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  8. জুনায়েদ কবীর (৯৫-০১)

    সানা ভাই, আমি কিন্তু আপনারে অফিসিয়ালি মনে কইরা দিছিলাম...আপনে আমার নাম কইলেন ও না... :((

    যাই হোক, দুনিয়ায় আগেও ইনসাফ ছিল না...এখনো নাই মনে হইতেছে... :-B
    কি আর করা...

    আপনারে ৯৯৯ এর শুভেচ্ছা... :thumbup:
    আর দ্বিযুগী বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানাই দুইজনকেই... :awesome:
    একটা প্রেমের গান শোনেন...হুম...লা লা লা লা...ডিস্টিক ডিসটিক... :guitar: 😀


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  9. মুসতাকীম (২০০২-২০০৮)

    সবাই আছেন কেমন? ভাইরে বিএমএতে যা যা মিস করি তার মধ্যে সিসিবি অন্যতম। এতদিন পর কি যে ভাল্লাগতাছে। কিন্তু আমারতো মাথা ঘুরতাছে সিসিবির অবস্থা দেইখা। লাখ লাখ লেখা আর কত নতুন ভাই, আবার সাথে দেখি ভাবীও যোগ দিছে। পুরাই সিরাম অবস্থা । এবার আসল কথায় আসি সানা ভাইরে :hatsoff: :hatsoff: :hatsoff:
    বস দাওয়াত দিবেন না?????????????? 😮 😮 😮


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  10. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    বহুত দিন পর অন প্যারেড :

    সদস্যঃ ১৮ অতিথিঃ ৯
    * কামরুল হাসান (৯৪-০০)
    * মাহফুজ (৯২-৯৮)
    * আব্দুল্লাহ (১৯৯৩-১৯৯৯)
    * কালবেলা (৯৩-৯৯)
    * স্বপ্নচারী (১৯৯২-১৯৯৮)
    * মুসতাকীম (২০০২-২০০৮)
    * হাসান (১৯৯৬-২০০২)
    * ইউসুফ (১৯৮৩-৮৯)
    * কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
    * রকিব (০১-০৭)
    * কামরুলতপু (৯৬-০২)
    * জুনায়েদ কবীর (৯৫-০১)
    * আহসান আকাশ (৯৬ - ০২)
    * দিহান (অতিথি)
    * মঞ্জুর (১৯৯৯-২০০৫)
    * সানাউল্লাহ (৭৪ - ৮০)
    * বন্য (৯৯-০৫)
    * জিহাদ (৯৯-০৫)

    তাইফুর, সায়েদ, সিরাজ, রহমান, আহসান, সাইফ, শফি.............. কত্তোজনরে মিস করতাছি!! ;;) ;;) ;;)


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  11. হাসান (১৯৯৬-২০০২)
    আমাদের কলেজে এই নাম্বারে ছিল এলাহী। আমার ক্লাসমেট। আমাদের আরেকজন ছিল মামুন যার ক্যাডেট নাম্বার ছিল ৮৮৮।

    একই ব্যাচে ক্যাডেট নম্বর ৯৯৯ এবং ৮৮৮, কেমনে কি?

    জবাব দিন
    • সানাউল্লাহ (৭৪ - ৮০)

      ফয়েজ (৮৭-৯৩) বলেছেন
      ভাইয়া, ব্লগে প্রিন্সিপালের নিয়ম হইলো গিয়া, নতুন সদস্য পোষ্ট দিলে ফ্রন্টরোল দিতে হয়। আরেক জন ব্লগ প্রিন্সিপাল আছেন, শুধু পাংগা দেয়।

      এই দু’জনরে এড়াই চলবেন, এটা আমার অনুরোধ। 😀

      ফয়েজ (৮৭-৯৩) বলেছেন

      ব্লগ এডজুটেন্ট হইবো 😛
      ডরে ভুল কইয়া ফেলছি :frontroll:

      সানাউল্লাহ (৭৪ - ৮০) বলেছেন

      ঠিক আছে ভাইয়া, তোমার পরামর্শ মেনে চলবো। প্রিন্সিপাল আর অ্যাডজুটেন্ট তো? ওদের আসলে পাঙ্গা খাওয়ার সময় হইছে!! :grr: :grr: :grr:

      ইউসুফ (১৯৮৩-৮৯) বলেছেন
      😮 😮 😮 😮 😮 😮 😮 😮 😮 😮 😮

      ইউসুফ (১৯৮৩-৮৯) বলেছেন
      😮 😮 😮 😮 😮 😮

      কামরুল হাসান (৯৪-০০) বলেছেন

      এডু স্যারের মাথা তো দেখি খালি ঘুরে আর ঘুরে :grr:

      সানাউল্লাহ (৭৪ - ৮০) বলেছেন

      প্রিন্সিপাল স্যার গেল কৈ? ;;;

      সুন্দর হাঁসের ছানা, বড় দেরি কইরা ফালাইসো। তাই তোমার জন্য সংক্ষেপে দিলাম।


      "মানুষে বিশ্বাস হারানো পাপ"

      জবাব দিন
  12. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    লাবলু ভাইকে ব্যাপক অভিনন্দন :clap: :clap:
    একই সাথে এফসিসি'কে একাই টেনে নিয়ে যাবার জন্য বস্‌কে :salute: :salute:
    লাবলু ভাই, আপনি নিশ্চিন্তমনে বনবাস, সিএঞ্জিবাস, এসিবাস যেতে পারেন, আমি ডজার ফৌজিয়ান গুলাকে রগড়ানোর ব্যবস্থা করতাছি ;;) ;;)


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  13. তৌফিক (৯৬-০২)

    নির্বাচনের সময় লাবলু ভাইরে ব্লগ এমপি বানাইছিলাম। উনি সেইটা ভুইলা গিয়া নিজে থেকে ডিমোশন নিয়া ব্লগ প্রিন্সিপাল হইলেন। 😛

    অভিনন্দন লাবলু ভাই। দুরত্ব যতই হোক সাথেই থাকুন। (কপিরাইটঃ গ্রামীন ফোন) 🙂

    জবাব দিন
  14. ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)

    সানা ভাই,

    গালতিসে লেট হয়ে গেল 😛
    তয় আপনারে অভিনন্দন ষোল আনা ৯৯৯ এ ফিরে পাবার জন্য।

    আপনার ব্লগ বাড়ীতে এসে মন্তব্যের বন্যাতে ভেসে গেলাম দারুন উচ্ছ্বাসে।

    ভাবীকেও অভিনন্দন। :clap:
    আর হ্যাঁ ভাইয়া, গাড়ীতে আমি সিডি প্লেয়ার লাগাইনি এখনও আর লাগাবোও না হয়তো। উঠলেই চালু করে দিই এফ এম রেডিও। এর মধ্যে এবিসি টাই বেশী চলে।
    কেমন জানি নিজের নিজের মনে হয়। তাই আপনি এডু স্যারের সাথে বনবাসে যেতে চাইলে যান - ত্য় স্টেশন চালু রাইখেন কিন্তু। 😀

    অনেক ভাল থাকুন সবাই।


    সৈয়দ সাফী

    জবাব দিন
  15. সামি হক (৯০-৯৬)

    সানা ভাই, অভিনন্দন বিবাহ বার্ষিকী আর ৯৯৯ নম্বর পাওয়ার জন্য।

    আর বলতেছিলাম কি, বনবাসে যাওয়ার আগে নেটে এবিসি চালু করে যেয়েন, আর আমারে একটা পোস্ট দিয়েন 😀

    তয় আমি আপনার দলে আছি সবসময়ে :tuski:

    আর একটা গান দেই আপনার জন্য

    মিলার গান

    জবাব দিন

মওন্তব্য করুন : কামরুল হাসান (৯৪-০০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।